শাকিবের প্রতি মিনিটের দাম পৌনে দুই লাখ টাকা!
Published: 8th, November 2025 GMT
দেশ সেরা নায়ক, পারিশ্রমিকেও সেরাদের সেরা শাকিব খান! তারকারা সময় বিক্রি করেন, কিন্তু শাকিব খান যেন বিক্রি করেন প্রতি মিনিটের ঝলকানি!
গতকাল রাজধানীর বনানীতে এক আন্তর্জাতিক এক্সেসরিজ ব্র্যান্ডের শোরুম উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন ঢালিউড কিং শাকিব খান। মাত্র ২০ মিনিটের জন্য তার উপস্থিতি। কিন্তু সেই ২০ মিনিটেই হৈচৈ সোশ্যাল মিডিয়ায়। আর সেই সঙ্গে গুঞ্জন— এই স্বল্প সময়ের জন্য শাকিব খান নিয়েছেন প্রায় ৩৫ লাখ টাকা!
হিসাব বলছে, প্রতি মিনিটে প্রায় পৌনে দুই লাখ টাকা! অর্থাৎ, তার এক মিনিটের হাসি, এক মিনিটের হাত নাড়া বা একটি সেলফির দামও লাখ টাকার উপরে!
বিষয়টি নিয়ে জনপ্রিয় উপস্থাপক ও রেডিও জকি গোলাম কিবরিয়া ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘‘বাংলাদেশের সুপারস্টার সময় দিয়েছে ২০ মিনিট, নিয়েছে ৩৫ লাখ (সংবাদ মাধ্যম সূত্রে)। কাজ ছিলো একটা ব্র্যান্ড প্রোমোট করা। কিন্তু কোথাও ব্র্যান্ডের নাম দেখি নাই! শুধু গোফ আর লুক নিয়ে মাতামাতি। ইন্টারেস্টিং!”
এদিকে শাকিব খান আজ দুপুরে ফেসবুক পেজে বনানীর আলোচিত ওই ইভেন্টের কিছু ছবি শেয়ার করেছেন।
তবে প্রতি মিনিটে পৌনে দুই লাখ টাকার বিষয়টি নিয়ে শাকিব বা তার ঘনিষ্ঠ কেউ আনুষ্ঠানিক কিছু জানাননি। সামাজিক মাধ্যমে এ নিয়ে চলছে আলোচনা। কারও মতে, ‘এটাই তারকা পাওয়ার!’ আবার কেউ কেউ বলছেন, ‘২০ মিনিটে ৩৫ লাখ— এটাই শাকিব ইকোনমি!’
এরই মধ্যে নতুন সিনেমা ‘সোলজার’এর শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন শাকিব খান। সাকিব ফাহাদ পরিচালিত এই ছবিতে তার বিপরীতে আছেন তানজিন তিশা। চলচ্চিত্রটি মুক্তি পেতে পারে আগামী বছর।
ঢাকা/রাহাত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিএনপির জন্ম হয়েছে সংস্কার করার জন্য: ডা. জাহিদ
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরশহরের ৮নং ওয়ার্ডে আয়োজিত উঠান বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি জন্মলগ্ন থেকে সংস্কার, পরিবর্তন ও আধুনিক রাষ্ট্র গঠনের রাজনীতিতে বিশ্বাসী। মিথ্যাচার করে বিএনপির ইতিহাস বিকৃত করা যাবে না বলেও তিনি মন্তব্য করেন।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘‘এই দেশ সাক্ষ্য দিবে, এ দেশের মানুষ বলবে, দেশের ইতিহাস বলবে, বিএনপির ইতিহাস হলো সংস্কারের ইতিহাস। মানুষের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশকে এগিয়ে নেওয়ার ইতিহাস।’’
আরো পড়ুন:
বিএনপির ৩১ দফা: পাঠ ও বিবেচনা
‘জামায়াতের রাজনীতি শুরু হয় জিয়াউর রহমানের নীতির কারণে’
ডা. জাহিদ হোসেন আরো বলেন, ‘‘কেউ কেউ একটি পাতা ধরে বলছেন, বিএনপি নাকি সংস্কারকে বিশ্বাস করে না।’’ তাদের উদ্দেশে তিনি বলেন, ‘‘যখন তোমরা জন্মাওনি, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাকশালের কবরের ওপর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। পরে বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসনব্যবস্থার পরিবর্তে আজকের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। বিএনপির জন্মই হয়েছে দেশকে সংস্কারের মাধ্যমে এগিয়ে নেওয়ার জন্য।’’
তিনি বলেন, ‘‘বিএনপি কথা নয়, কাজে বিশ্বাস করে। জনগণের আশা–আকাঙ্ক্ষাকে ধারণ, লালন ও বাস্তবে রূপায়িত করাই দলের লক্ষ্য।’’ তাই ৩১ দফা জাতীয় ঘোষণা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তিনি সকলকে আহ্বান জানান।
সভায় আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আল-মামুন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম লেলিন, ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন মোফা, পৌর যুবদলের সদস্য-সচিব সজীব কবির এবং পৌর জিয়া পরিষদের সদস্য সচিব আনোয়ার হোসেন ডাবলু। এ সময় সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/মোসলেম/বকুল