সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, মামলা
Published: 9th, November 2025 GMT
সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে শনিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার অভিযুক্তরা হলেন- শফিক (২৪), সাইদুল (৫৯), নাজমুল (২১), শামসু (২৮), ফয়সাল (২৪), রাশেদ (২২)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ডের জালকুড়ি দশপাইপ এলাকায় মাইক্রোবাসের ভেতর ওই তরুণীকে জোরপূর্বক ‘ধর্ষণ’ করে আসামিরা।
ভুক্তভোগী তরুণী জানান, অভিযুক্ত আসামিরা ভিকটিমের মায়ের নিকট চার লাখ টাকা পাওনা ছিল। এই সংক্রান্ত ডকুমেন্টস হিসেবে বিবাদী সাইদুল এর নিকট ভিকটিমের মা জান্নাতুন নাহার স্বাক্ষরিত একটি স্ট্যাম্প ছিল।
অভিযুক্তদের পাওনা টাকা পরিশোধ করার পর ভিকটিমের মায়ের স্বাক্ষরিত স্ট্যাম্পটি ফেরত চাইলে তারা ভিকটিমকে মাইক্রোবাসে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম জানান, ধর্ষণের অভিযোগে রাতে একটি মামলা রেকর্ড করা হয়েছে। ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে হাসপাতালে পাঠানো হয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ
এছাড়াও পড়ুন:
বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৭
বন্দরে বিভিন্ন মামলার ২ ওয়ারেন্টভূক্ত আসামী ও গভীর রাতে রাস্তায় অযথা ঘুরাফেরা অপরাধে ৫ যুবকসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধৃত ওয়ারেন্টভূক্তরা হলো বন্দর থানার তিনগাও এলাকার মৃত জহর আলী মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জাকির হোসেন (৫০) ও একই এলাকার মৃত সুধিরাম বিশ্বাসের ছেলে অপর জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী প্রান বিশ্বাস (৩৮)।
এ ছাড়াও আটককৃত যুবকরা হলো বন্দর থানার নবীগঞ্জ কদম রসুল এলাকার আলিফ উদ্দিন মিয়ার ছেলে দোলন আহাম্মেদ সজিব (৩০) একই এলাকার ইছাক ভূইয়া ছেলে রিফাত ভূঁইয়া (২৭) উল্লেখিত এলাকার দেলোয়ার হোসেন মিঠু মিয়ার ছেলে জোবায়ের হোসেন জয় (২৮) ও বন্দর ২২ নং ওয়ার্ডের রেলী আবাসিক এলাকার দেলোয়ার হোসেন মিয়ার ছেলে রাজু (৩০) ও ২০ নং ওয়ার্ডের সোনাকান্দা এলাকার মামুন মিয়ার ছেলে ইমন (২১)।
ধৃতদের মধ্য জাকির ও প্রান বিশ্বাসকে পৃথক ওয়ারেন্টে ও বাকী ৫ যুবককে পুলিশ আইনের ৩৪ ধারায় রোববার (৯ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শনিবার (৮ নভেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।