ভারতের নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও বলিউডের বিখ্যাত প্লেব্যাক গায়ক, সংগীত পরিচালক পলাশ মুচ্ছাল। দীর্ঘ পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর বিয়ে করতে যাচ্ছেন এই যুগল। গত কয়েক দিন ধরে বিয়ের আনন্দে মেতেছিলেন তারা। রবিবার (২৩ নভেম্বর) সাঙ্গলির সামডোলের মান্ধানার ফার্ম হাউজে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ হার্ট অ্যাটাক হয় স্মৃতির বাবা শ্রীনীবাস মান্ধানার। ফলে স্থগিত করা হয় তাদের বিয়ে।  

এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েন স্মৃতির হবু বর পলাশ মুচ্ছাল। তাকেও হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেন এই গায়ক। এরই মাঝে ইনস্টাগ্রামে এক নারীর সঙ্গে গায়ক পলাশের চ্যাটের (কথোপকথন) স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় (রেডিট) ভাইরাল হয়েছে। এ কথোপকথন থেকে জানা যায়, ওই নারীর নাম মেরি ডিকস্টা। 

আরো পড়ুন:

ধর্মেন্দ্রর সেরা পাঁচ চরিত্র

ধর্মেন্দ্রকে কেন ‘সুপারস্টার’ বলা হয়নি?

দ্য ফ্রি প্রেস জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, মেরি ডিকস্টা তার ইনস্টাগ্রাম স্টোরিতে স্ক্রিনশটগুলো পোস্ট করেন। পরে তা রেডিটে ছড়িয়ে পড়ে। মেরির সঙ্গে চ্যাট করার সময় ক্রিকেটারের সঙ্গে ‘লং-ডিস্ট্যান্স’ সম্পর্ক নিয়ে কথা বলেন পলাশ। এরপর মেরির সঙ্গে ‘ট্যুরে’ যাওয়ার বিষয়ে কথা বলেন।  

এ নারীর প্রতি গায়কের বার্তাগুলো বেশ ফ্লার্টি মনে হয়, কারণ ওই নারীর সৌন্দর্যের প্রশংসাও করেছে পলাশ। তাছাড়া পালাশ ওই নারীকে সাঁতার কাটতে, পরে স্পা-তে এবং তারপর ভোর ৫টার দিকে মুম্বাইয়ের ভারসোভা বিচে তার সঙ্গে যোগ দিতে বলেন। এরপর মেরি জিজ্ঞাসা করেন, সে কি স্মৃতিকে ভালোবাসেন? তখন পালাশ বিষয়টি এড়িয়ে যায়। 

স্ক্রিনশটগুলো প্রকাশ্যে আসার পর নেটিজেনরা পালাশকে নিয়ে কটুক্তি করছেন। একজন রেডিট ব্যবহারকারী দাবি করেন—“আমি ২০১৬–১৭ সালের দিকে পালাশকে অনুসরণ করতাম। তখন তার একজন ডাক্তার বান্ধবী ছিল। দেখে মনে হয়েছিল তারা সম্পর্কটাকে বেশ সিরিয়াসলি নিচ্ছিলেন। কিন্তু পরে তাদের সম্পর্ক ভেঙে যায়। কারণ জানা যায়, পলাম মেয়েটির সঙ্গে প্রতারণা করেছে। সুতরাং এবারও সে প্রতারণা করার সম্ভাবনা রয়েছে। কারণ বলা হয়—‘একবার প্রতারক হলে সবসময়ই প্রতারক।” 

প্রতারণার অভিযোগে নেট দুনিয়ায় জোর চর্চা চললেও মুখে কুলুপ এঁটেছেন গায়ক পলাশ। এ নিয়ে টুঁ-শব্দ করেননি তার হবু স্ত্রী স্মৃতি।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

ইসরায়েলের হামলায় নিহত তাবতাবাই কে, কীভাবে হিজবুল্লাহতে যোগ দিলেন

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ-পশ্চিমের শহরতলিতে হামলা চালিয়ে হিজবুল্লাহর শীর্ষ কর্মকর্তা হাইথাম আলী তাবতাবাইকে হত্যা করেছে ইসরায়েল। প্রায় এক বছর আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। তারপরও গতকাল রোববার হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ওই হামলা চালায় ইসরায়েল।

ইসরায়েলের সেনাবাহিনী প্রথমে তাবতাবাইকে হত্যার দাবি করে। পরে হিজবুল্লাহ থেকে তাঁর নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়।

২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত চলা যুদ্ধে ইসরায়েল ইরান–সমর্থিত হিজবুল্লাহর নেতৃত্বের বড় অংশ ধ্বংস করে দিয়েছে। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহ একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে।

ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর হাইথাম আলী তাবতাবাইকে হিজবুল্লাহর ‘চিফ অব স্টাফ’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

হাইথাম আলী তাবতাবাই কে

তাবতাবাইয়ের জন্ম লেবাননে, ১৯৬৮ সালে। তাঁর বাবা ইরানি বংশোদ্ভূত এবং মা লেবানিজ। লেবাননের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।

সূত্রটি বলেছে, তিনি (তাবতাবাই) হিজবুল্লাহর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন না, তবে তিনি গোষ্ঠীর ‘দ্বিতীয় প্রজন্মের’ প্রতিনিধি ছিলেন। তিনি সিরিয়া ও ইয়েমেনে হিজবুল্লাহর মিত্রদের সঙ্গে লড়াই করতে এই গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, হাইথাম আলী তাবতাবাই ১৯৮০–এর দশকে হিজবুল্লাহতে যোগ দেন। তিনি হিজবুল্লাহর অভিজাত বাহিনী রাদওয়ান ফোর্সসহ বিভিন্ন বাহিনীতে একাধিক উচ্চপদে দায়িত্ব পালন করেছিলেন। ইসরায়েল গত বছর লেবাননে স্থল অভিযান চালিয়ে রাদওয়ান ফোর্সের বেশির ভাগ সদস্যকে হত্যা করেছিল।

গত বছরের যুদ্ধে তাবতাবাই হিজবুল্লাহর ‘অপারেশনস ডিভিশনের’ নেতৃত্ব দিয়েছিলেন। যুদ্ধে অন্যান্য শীর্ষ কমান্ডাররা নিহত হলে তাবতাবাই ধাপে ধাপে পদোন্নতি পেয়েছিলেন বলে এক বিবৃতিতে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।

বিবৃতিতে ইসরায়েলি বাহিনী আরও দাবি করেছে, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর হাইথাম আলী তাবতাবাই চিফ অব স্টাফ হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য তাদের প্রস্তুতি পুনর্গঠনের কাজে ব্যাপকভাবে নিযুক্ত ছিলেন।

লেবানিজ নিরাপত্তা সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেন, অন্য শীর্ষ হিজবুল্লাহ কর্মকর্তারা নিহত হওয়ার সঙ্গে সঙ্গে তাবতাবাইকে দ্রুত পদোন্নতি দেওয়া হয়েছিল এবং গত বছর তিনি চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

আরও পড়ুনবৈরুতে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর একজন শীর্ষ কর্মকর্তা নিহত৫ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • মুশফিকুরকে কাছ থেকে দেখে বুঝেছি, তিনি অন‌্য ক্রিকেটারদের জন্য উদাহরণ
  • মেডিকেলে ভর্তি পরীক্ষা : মানবিক গুণাবলির প্রশ্ন-১
  • মেডিকেল টেকনোলজিস্টদের স্বতন্ত্র পরিদপ্তর যে কারণে জরুরি
  • বাংলাদেশ স্কুল মাসকাট বাংলাদেশিদের প্রত্যাশা পূরণ করুক
  • চট্টগ্রামে ডেঙ্গুতে একজনের মৃত্যু
  • বেলিংহামের শেষ মুহূর্তের গোলে হার এড়াল রিয়াল
  • ইসরায়েলের হামলায় নিহত তাবতাবাই কে, কীভাবে হিজবুল্লাহতে যোগ দিলেন
  • টাঙ্গাইলে বিএনপির প্রার্থী আযম খানের অডিও নিয়ে তোলপাড়
  • ওভাল অফিসে রোনালদোর সঙ্গে ফুটবল ‘খেললেন’ ট্রাম্প, ভিডিও প্রকাশ