শান্ত বাদ, হৃদয়ের ব্যাটে খরা, বিপিএলে তারকাদের বেহাল দশা কেন
Published: 19th, January 2025 GMT
বিপিএলের মান নিয়ে নানা প্রশ্ন আছে। অল্প সময়ের মধ্যে আয়োজন করতে হয়েছে এবারের বিপিএল। ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক সক্ষমতা কম। যে কারণে পর্যাপ্ত মানসম্মত বিদেশি ক্রিকেটার আনা সম্ভব হয়নি ফ্র্যাঞ্চাইজিগুলোর পক্ষে। একই সঙ্গে সিপিএল, বিগব্যাশের মতো টুর্নমেন্ট হওয়ায় তারকা ক্রিকেটার পাওয়া কঠিন হয়েছে।
বিদেশি বড় নাম কম থাকায় স্থানীয় ক্রিকেটারদের জন্য খুলে গেছে দুয়ার। সমকালকে সাক্ষাৎকারে মেহেদী মিরাজ যেমন বলেছেন- দু’জন স্থানীয় ক্রিকেটার বেশি খেলাতে পারা মানে একটা সুযোগ। তাদের জন্য প্রমাণের দরজা খুলে যাওয়া।
এবারের বিপিএলে স্থানীয় অনেক ক্রিকেটার ব্যাট হাতে রান পাচ্ছেন। স্লগে এখন পর্যন্ত নুরুল হাসান সোহান ভালো করেছেন। রংপুর রাইডার্সের টানা জয়ে ব্যাট হাতে ভালো করেছেন সাইফ হাসান। খুলনার মাহিদুল ইসলাম অঙ্কনকে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করতে দেখা গেছে। ইয়াসির আলী রাব্বি আবার ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন।
ব্যাট হাতে ভালো করেছেন জাতীয় দলের হয়ে টেস্ট খেলা জাকির হাসান। তিনি অফ ফর্মের কারণে মধ্যে টেস্ট দলের বাইরে চলে গিয়েছিলেন। ঢাকা জয় না পেলেও তানজিদ তামিমের ব্যাট থেকে রান আসছে। এসব ভালো খবরের মধ্যে জাতীয় দলের ব্যাটারদের ব্যাটে রান না থাকাটা দুশ্চিন্তার কারণও বটে।
যেমন জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত একেবারেই রান পাচ্ছেন না। গোল্ডেন ডাক দিয়ে তিনি এবারের বিপিএল শুরু করেছেন। দ্বিতীয় ম্যাচে করতে পারেন ১০ বলে মাত্র ৯ রান। যে কারণে তৃতীয় ম্যাচের একাদশে জায়গা হয়নি শান্তর। মুশফিকের ইনজুরির কারণে উইকেটরক্ষক হিসেবে একাদশে ঢুকেও ব্যর্থ হন তিনি। যে কারণে চট্টগ্রামে রোববার চট্টগ্রাম কিংসের বিপক্ষে পুনরায় একাদশ থেকে জায়গা হারিয়েছেন এই ব্যাটার।
একাদশ থেকে জায়গা না হারালেও ব্যাটে ঠিক রান পাচ্ছেন না তাওহীদ হৃদয়। সাত ম্যাচের মধ্যে দুটিতে তিনি মোটামুটি রান পেয়েছেন। এক ম্যাচে শুরু পেয়েছিলেন। বাকি তিনটিতে ব্যর্থ হয়েছেন জাতীয় দলের এই মিডল অর্ডার ব্যাটার। এক ম্যাচে ব্যাটিংয়ে নামতে হয়নি তার।
হৃদয় ২৩ বলে ৩২ রানের ইনিংস দিয়ে এবারের বিপিএল শুরু করেন। পরের ম্যাচে ৬ বলে ৪ রানে আটকে যান। তৃতীয় ম্যাচে ১৪ বলে করেন ১৩। মধ্যে সিলেটে ২৭ বলে ৪৮ রানের একটি ইনিংস খেলেছিলেন এই ডানহাতি ব্যাটার। ১৮ বলে ২৩ রানের ইনিংস খেললেও দলের দরকারের সময়ে রংপুরের বিপক্ষে আউট হওয়ায় হারে বরিশাল। সর্বশেষ চট্টগ্রামের বিপক্ষে ৪ বলে করেছেন ১ রান।
লিটন দাসের রান খরার কথা নতুন করে বলার কিছু নেই। সিলেটে ১২৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। কিন্তু ঢাকার মতো চট্টগ্রাম পর্বে ব্যর্থ হওয়ায় দুয়ো শুনতে হয়েছে ডানহাতি এই ব্যাটারের। অফ ফর্মের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন তিনি। যদিও রান না করেও শান্ত-হৃদয়-মুশফিকরা আছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে।
রান না পেয়েও অনেকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আছেন। আবার রান না পাওয়ায় কেউ বাদ পড়েছেন। রান না পেয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আছেন এমন ঘটনাও চোখের সামনে। বিষয়টি নিয়ে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছিলেন, এবারের বিপিএল এমন উইকেটে হচ্ছে যে, সাব্বিরও পান পেয়েছে। যে কারণে বিপিএলের পারফরম্যান্সকে সেভাবে মূল্যায়ন করেননি তারা। লিটন আগে থেকে ফর্মে না থাকায় বাদ দেওয়া হয়েছে এবং টেকনিকের কারণে তার ব্যাটিং এক্সপোজ (উন্মুক্ত হয়ে যাওয়া) হয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন। সবাই রান পাওয়া বিপিএলে লিটন, শান্ত, হৃদয়দের রান না পাওয়া নিশ্চয় টিম ম্যানেজমেন্টের জন্য দুশ্চিন্তার।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল জ ত য় দল র কর ছ ন
এছাড়াও পড়ুন:
পদ্মা সেতুর ইলেট্রনিক টোল সংগ্রহ প্রক্রিয়ায় যুক্ত হলো নগদ
পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল সংগ্রহে (ইটিসি) যুক্ত হলো বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’। আধুনিক এই ব্যবস্থার ফলে যানবাহনগুলোর আর লাইনে দাঁড়িয়ে টোল দেয়ার প্রয়োজন হবে না, বরং স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করা যাবে নগদের মাধ্যমে।
বুধবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সঙ্গে নগদের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় আরএফআইডি প্রযুক্তির মাধ্যমে টোল আদায়ের প্রক্রিয়া দ্রুত শুরু হবে। এর ফলে টোল প্লাজায় থামা ছাড়াই টোল পরিশোধ করা সম্ভব হবে, যা সময় বাঁচাবে এবং যানজট ও ভোগান্তি কমাবে।
রাজধানীর সেতু ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ, সেতু অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন, নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহসহ দুইপক্ষের শীর্ষ কর্মকর্তারা।
চুক্তিতে সেতু কর্তৃপক্ষের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার নুরুল হক এবং নগদের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চিফ স্ট্রাটেজি অফিসার মো. মুয়িয তাসনিম ত্বকী।
অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব বলেন, জনগণকে ঝামেলাহীন সেবা দিতে আমরা পদ্মা সেতুর টোল আদায় ব্যবস্থায় ইলেকট্রনিক পেমেন্ট চালুর উদ্যোগ নিয়েছি। আসন্ন ঈদুল আজহার আগেই এই ব্যবস্থা চালু করে সাধারণ যাত্রীদের উপকারে আনা আমাদের লক্ষ্য।
নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, আমরা প্রযুক্তিকে ডিজিটাল পেমেন্টের উপযোগী করে তুলছি। সফলভাবে বাস্তবায়িত হলে টোল আদায়ের প্রক্রিয়া হবে আরও আধুনিক ও স্বাচ্ছন্দ্যময়।
নগদের চিফ স্ট্রাটেজি অফিসার মো. মুয়িয তাসনিম ত্বকী বলেন, এই চুক্তি দেশের ডিজিটাল পেমেন্ট বাস্তবায়নে একটি মাইলফলক। তবে বিআরটিএ-এর সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই উদ্যোগ পুরোপুরি সফল হবে না।
ডাক বিভাগের পরিচালিত নগদ বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় মোবাইল আর্থিক সেবা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। স্বচ্ছতা, সহজসেবা ও গ্রাহকের আস্থার মাধ্যমে প্রতিনিয়ত জনপ্রিয়তা অর্জন করছে সেবাটি।
ঢাকা/সাজ্জাদ/সাইফ