হিন্দি সিনেমার অভিনেতা সাইফ আলী খানের ওপরে হামলার ঘটনায় বিস্মিত তার ভক্ত-অনুরাগীরা। গত ১৫ জানুয়ারি, দিবাগত মধ্যরাতে মুম্বাইয়ের বান্দ্রার নিজ বাড়িতে ‘রেস’ তারকার ওপরে হামলা করে এক দুর্বৃত্ত।

ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার সাইফকে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন। তার শরীরে একাধিক অস্ত্রোপচার হয়েছে। সাইফ আলী খান এখন বিপদমুক্ত। সাইফ আলী খান ছাড়াও বলিউডের বেশ কজন তারকা অভিনেতা-নির্মাতা হামলার শিকার হয়েছেন। এমন কজন তারকাকে নিয়ে এই প্রতিবেদন।

সঞ্জয় দত্ত
বলিউডের দাপুটে অভিনেতা সঞ্জয় দত্ত হামলার শিকার হয়েছিলেন। ১৯৯৩ সালে মুম্বাইয়ের দাঙ্গার সময়ে ভয়াবহ আক্রমণের শিকার হন ‘দাগ’খ্যাত এই অভিনেতা। কিন্তু অল্পের জন্য প্রাণ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হন তিনি। এরপরও বারবার হুমকি পেয়েছেন এই অভিনেতা।

রাকেশ রোশান
বলিউডের বরেণ্য পরিচালক, অভিনেতা-প্রযোজক রাকেশ রোশান। তার আরেক পরিচয় তিনি অভিনেতা হৃতিক রোশানের বাবা। ২০০০ সালে মুক্তি পায় রাকেশ রোশান নির্মিত হৃতিক রোশান অভিনীত ‘কহো না পেয়ার হ্যায়’ সিনেমা। বক্স অফিসে দারুণ সাড়া ফেলে সিনেমাটি; বিদেশেও প্রশংসা কুড়ায় এটি। এরপর আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ারা চেয়েছিল, হৃতিক রোশান যাতে তাদের সিনেমায় কাজ করে। কিন্তু রাকেশ রোশান তা প্রত্যাখ্যান করেন। একই বছর মুম্বাইয়ে তার অফিসের সামনে তাকে দুবার গুলি করা হয়। এতে গুলিবিদ্ধ হন রাকেশ রোশান। গুলিবিদ্ধ হলেও চিকিৎসার পর তার জীবন রক্ষা পায়।

গওহর খান
বলিউড অভিনেত্রী অভিনেত্রী গওহর খান। ২০১৪ সালের শেষের দিকে টিভি রিয়েলিটি শো ‘ইন্ডিয়া’স র স্টার’-এর শুটিং করার সময়ে আক্রমণের শিকার হন এই অভিনেত্রী। এ অনুষ্ঠানের দর্শক সারিতে থাকা ২৪ বছরের এক তরুণ গওহর খানকে থাপ্পড় মারেন। কারণ হিসেবে ওই তরুণ বলেছিলেন— “একজন মুসলিম নারী হয়ে এত ছোট পোশাক পরা তার উচিত হয়নি।” এ ঘটনার পর মামলা দায়ের হয় এবং ওই তরুণকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

সালমান খান
কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনাকে কেন্দ্র করে গত কয়েক বছর ধরে বলিউড অভিনেতা সালমান খানকে হত্যার হুমকি দিয়ে আসছে লরেন্স বিষ্ণোই। গত বছরের ১৪ এপ্রিল ভোররাতে সালমান খানের বাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুই ব্যক্তি। বাড়ির সামনে পুলিশ মোতায়েন থাকা অবস্থায় এই ঘটনা ঘটে। তবে এতে হতাহত হননি সালমান কিংবা তার বাড়ির কেউই। পরে এ ঘটনার দায় স্বীকার করে বিষ্ণোই গ্যাং। তারপর সালমানের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে।

রাভিনা ট্যান্ডন
মুম্বাইয়ের রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে তিন নারীকে ধাক্কা দিয়ে আহত করার অভিযোগ উঠে বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের গাড়ি চালকের বিরুদ্ধে। ঘটনাস্থলে শারীরিক-মানসিক লাঞ্ছনার শিকার হন রাভিনা। গত বছরের ১ জুন দিবাগত রাতে ঘটনাটি ঘটে। পরস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় লাইভ করেছিলেন এই ‘জিদ্দি’ তারকা।

তথ্যসূত্র: বিবিসি, ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য ইকোনোমিক টাইমস

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র হয় ছ

এছাড়াও পড়ুন:

আয় বেড়েছে ৩৫২ কোটি টাকা, তবু মুনাফা কমল ৯০ কোটি

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ কোম্পানি রেনাটার মুনাফা কমে গেছে। কোম্পানিটি চলতি ২০২৪–২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই–মার্চ) মুনাফা করেছে ১৬৮ কোটি টাকা। আগের অর্থবছরের চেয়ে কোম্পানিটির মুনাফা কমেছে ৯০ কোটি টাকা বা ৩৫ শতাংশ। ২০২৩–২৪ অর্থবছরের প্রথম ৯ মাসে রেনাটা ২৫৮ কোটি টাকা মুনাফা করেছিল।

গতকাল বুধবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। সেই প্রতিবেদন থেকে কোম্পানিটির মুনাফা কমে যাওয়ার এ তথ্য পাওয়া গেছে। যদিও এই সময়ে কোম্পানিটির ব্যবসা বেড়েছে।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, রেনাটা গত বছরের জুলাই থেকে চলতি বছররের মার্চ পর্যন্ত ৯ মাসে ৩ হাজার ১৩৩ কোটি টাকার ব্যবসা বা আয় করেছে। এই আয় আগের বছরের একই সময়ের চেয়ে ৩৫২ কোটি টাকা বা প্রায় ১৩ শতাংশ বেশি। ২০২৩–২৪ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত ৯ মাসে কোম্পানিটির তাদের ব্যবসা থেকে আয় করেছিল ২ হাজার ৭৮১ কোটি টাকা। আয় যতটা বেড়েছে তার চেয়ে বেশি হারে বেড়েছে উৎপাদন খরচ। রেনাটার চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে ৩ হাজার ১৩৩ কোটি টাকার ব্যবসা বা আয়ের বিপরীতে উৎপাদন খরচ হয়েছে ১ হাজার ৮১৭ কোটি টাকা। তার আগের অর্থবছরের একই সময়ে ২ হাজার ৭৮১ কোটি টাকার আয়ের বিপরীতে কোম্পানিটির উৎপাদন খরচ ছিল ১ হাজার ৫০৩ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির উৎপাদন খরচ বেড়েছে ৩১৪ টাকা বা ২১ শতাংশ।

এ ছাড়া কোম্পানির পণ্য বিক্রি, উৎপাদিত পণ্য সরবরাহ এবং ব্যাংকঋণের সুদ বাদ খরচও আগের বছরের চেয়ে উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে রেনাটার পণ্য বিক্রি ও সরবরাহ বাবদ খরচ বেড়ে দাঁড়িয়েছে ৮৩৪ কোটি টাকায়। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৭০৯ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে এই খাতে কোম্পানিটির খরচ বেড়েছে ১২৫ কোটি টাকা বা ১৮ শতাংশ।

চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে রেনাটার সুদ বাবদ খরচ বেড়ে দাঁড়িয়েছে ১২৫ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৮০ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ঋণের সুদ বাবদ কোম্পানিটির খরচ বেড়েছে ৪৫ কোটি টাকা বা ৫৬ শতাংশের বেশি।

কোম্পানি–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পণ্য বিক্রি, সরবরাহ ও ঋণের সুদ বাবদ খরচ উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে যাওয়ায় কোম্পানিটির মুনাফায় নেতিবাচক প্রভাব পড়েছে। এ জন্য মুনাফা আগের বছরের চেয়ে কমে গেছে।

চলতি অর্থবছরের ৯ মাসের পাশাপাশি চলতি বছরের প্রথম তিন মাসের আয়–ব্যয়ের হিসাবও আলাদাভাবে প্রকাশ করেছে রেনাটা। তাতে দেখা যায়, চলতি বছরের প্রথম তিন মাসে কোম্পানিটি ১ হাজার ৬৫ কোটি টাকার ব্যবসা করে মুনাফা করেছে ৫৬ কোটি টাকা। গত বছরের একই সময়ে কোম্পানিটি ৯২১ কোটি টাকার ব্যবসা করে ৭২ কোটি টাকার মুনাফা করেছিল।

রেনাটা লিমিটেড শেয়ারবাজারে তালিকাভুক্ত পুরোনো কোম্পানিগুলোর একটি। এটি ১৯৭৯ সালে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত হয়। সেই হিসাবে এটি শেয়ারবাজারে ৪৬ বছরের পুরোনো একটি কোম্পানি। ভালো মৌলভিত্তির কোম্পানি হিসেবে এটি শেয়ারবাজারে ‘এ’ শ্রেণিভুক্ত। সর্বশেষ গত জুনে সমাপ্ত অর্থবছর শেষে কোম্পানিটি শেয়ারধারীদের ৯২ শতাংশ বা শেয়ারপ্রতি ৯ টাকা ২০ পয়সা লভ্যাংশ দিয়েছে। ঢাকার বাজারে গতকাল দিন শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ৪৯১ টাকা। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে কোম্পানিটি যে মুনাফা করেছে তাতে বাজারে এটির শেয়ারের মূল্য আয় অনুপাত বা পিই রেশিও দাঁড়িয়েছে ২৫–এ। বাজার বিশ্লেষকদের মতে, শেয়ারবাজারে যে কোম্পানির পিই রেশিও যত কম সেই কোম্পানির শেয়ারে বিনিয়োগ তত বেশি লাভজনক বা কম ঝুঁকিপূর্ণ।

সম্পর্কিত নিবন্ধ