Risingbd:
2025-05-01@11:52:09 GMT

কষ্টের জয়ে শীর্ষে বার্সা

Published: 18th, February 2025 GMT

কষ্টের জয়ে শীর্ষে বার্সা

সমীকরণ ছিল এমন— জিতলেই মিলবে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান। রায়ো ভায়োকানোর বিপক্ষে রবার্ট লেভানডোফস্কির পেনাল্টি থেকে পাওয়া একমাত্র গোলে কাঙ্খিত জয়টা পেয়েছে বার্সেলোনা। তাতে গোল ব্যবধানে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে টেবিলের শীর্ষস্থান দখলে নিয়েছে হানসি ফ্লিকের শিষ্যরা।

এই জয়ে ২৪ ম্যাচ থেকে ৫১ পয়েন্ট ও +৪০ গোল গড় নিয়ে বার্সেলোনা আছে শীর্ষে। সমান ম্যাচ থেকে সমান পয়েন্ট ও +২৯ গোল গড় নিয়ে রিয়াল মাদ্রিদ আছে দ্বিতীয় স্থানে। আর ৫০ পয়েন্ট ও +২৩ গোল গড় নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ আছে তৃতীয় স্থানে। হার মানা ভায়োকানো ২৪ ম্যাচ থেকে ৩৫ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।

এদিন ম্যাচের ২৪ মিনিটে পেনাল্টি পায় বার্সা। এ সময় ডি বক্সের মধ্যে বার্সার ইনিগো মার্টিনেজকে ফাউল করেন ভায়োকানোর পাথে সিস। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পরে ভিএআর চেকেও টিকে যায় সেটি। পেনাল্টি থেকে লেভানডোফস্কি গোল করে এগিয়ে নেন দলকে। বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি।

আরো পড়ুন:

দিস ইজ নট ফুটবল, দিস ইজ লা লিগা! 

দশ জনের দল নিয়েও বার্সার বড় জয় 

যদিও বার্সা আরও ১৩টি দারুণ আক্রমণ শানিয়েছিল। তার মধ্যে পাঁচটি ছিল অন টার্গেটে। ভায়োকানো ৯টি আক্রমণ শানিয়ে গোলমুখে শট নিয়েছিল ৪টি। কর্নারও পেয়েছিল ৫টি। কিন্তু তার কোনোটি থেকেই কাঙ্খিত গোলটি পায়নি তারা। তাতে হারও এড়াতে পারেনি।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল

এছাড়াও পড়ুন:

জিআই সনদ পেলো কিশোরগঞ্জের পনির ও রাতাবোরো ধান 

ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের সনদ পেয়েছে কিশোরগঞ্জের রাতাবোরো ধান ও জেলার ব্র্যান্ডিং পণ্য অষ্টগ্রামের পনির।

বুধবার (৩০ এপ্রিল) রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর আয়োজিত ‘বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সনদ গ্রহণ করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান।

অনুষ্ঠানে কিশোরগঞ্জের রাতাবোরো ধান ও পনিরসহ দেশের বিভিন্ন অঞ্চলের ২৪টি পণ্যকে ভৌগোলিক নির্দেশক (জিআই) নিবন্ধন সনদ দেওয়া হয়।

আরো পড়ুন:

হাওরে ধানের বাম্পার ফলন, দাম কমে যাওয়ায় চিন্তায় কৃষক

আজারবাইজানের সঙ্গে কানেক্টিভিটি বাড়াতে সম্মত প্রধান উপদেষ্টা

শিল্প সচিব মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বিশিষ্ট শিল্পী, অভিনেত্রী ও সঙ্গীত পরিচালক আরমিন মুসা ও বাংলাদেশ তাঁত বোর্ডের কর্মকর্তা, সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) ও নওগাঁ জেলার বদলগাছি উপজেলার নাকফজলি আমচাষি সমবায় সমিতির লোকজন।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, কিশোরগঞ্জের রাতাবোরো ধান ও জেলার ব্র্যান্ডিং পণ্য অষ্টগ্রামের পনির ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি এ জেলার কৃষি ও খাদ্যশিল্পের জন্য গুরুত্বপূর্ণ অর্জন। এতে স্থানীয় এ দুটি পণ্যের মান ও খ্যাতি বৃদ্ধিতে সহায়ক হবে।

ঢাকা/রুমন/বকুল

সম্পর্কিত নিবন্ধ