সাইকেল শোভাযাত্রা থেকে কার্বন নিঃসরণ কমানোর ডাক
Published: 20th, February 2025 GMT
বগুড়ায় ‘কার্বন নিঃসরণ কমাও, বিশ্ব বাঁচাই’ স্লোগানে সাইকেল শোভাযাত্রা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর) পরিবেশ সুরক্ষা ও টেকসই ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এ আয়োজন করে।
 সরকারি আজিজুল হক কলেজ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের সাতমাথা বীরশ্রেষ্ঠ চত্বর ঘুরে বনানী চত্বর প্রদক্ষিণ করে। কলেজ ক্যাম্পাসে গিয়ে এ আয়োজন শেষ হয়। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো.                
      
				
তীরের কেন্দ্রীয় কমিটির সভাপতি হোসেন রহমান বলেন, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বাড়ার পেছনে কার্বন নিঃসরণ দায়ী। মাত্রাতিরিক্ত জীবাশ্ম জ্বালানির ব্যবহার কার্বন নিঃসরণ ক্রমাগত বাড়ার কারণে নানাভাবে প্রকৃতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. ওয়াহেদ সরকার, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল লতিফ, তীরের উপদেষ্টা শাহজাহান আলী, তনুশ্রী পাল, অরুপ রতন পাল, মতিউর রহমান, জুয়েলুর রহমান, উজ্জ্বল প্রামাণিক প্রমুখ। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমিত সাহা অনুষ্ঠান সঞ্চালন করেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: ক র বন ন
এছাড়াও পড়ুন:
গভীর রাতে সীতাকুণ্ডের ৪ বিএনপি নেতা বহিষ্কার
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বিএনপির চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধসহ নানাবিধ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়।
সোমবার (৩ নভেম্বর) মধ্যরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
আরো পড়ুন:
নির্বাচন: বিএনপির যে প্রার্থীদের সঙ্গে লড়বেন এনসিপির শীর্ষ নেতারা
বিএনপির প্রার্থী তালিকায় নেই তারকারা
 
বহিষ্কৃত নেতারা হলেন- সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুন্ড পৌরসভার আহ্বায়ক মামুন, যুবদলের সোনাইছড়ীর সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যার পরে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে তারা (বহিষ্কৃতরা) চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুন্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারী বাজার, জলিল গেট এলাকায় সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধসহ নানাবিধ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হন। এসব কর্মকাণ্ডের জন্য দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে এই চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত তরা সবাই সীতাকুণ্ডে মনোননয় বঞ্চিত বিএনপি নেতা আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
ঢাকা/রেজাউল/মাসুদ