তথ্য পছন্দ না হওয়ায় শ্রম পরিসংখ্যান ব্যুরোর কর্তাকে বরখাস্ত করলেন ট্রাম্প
Published: 2nd, August 2025 GMT
প্রত্যাশার চেয়ে দুর্বল কর্মসংস্থানের তথ্য শুল্ক নীতি সম্পর্কে আরো উদ্বেগ তৈরি করার কয়েক ঘন্টা পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিষ্ঠানের প্রধানকে বরখাস্ত করেছেন। শনিবার তিনি শ্রম পরিসংখ্যান ব্যুরোর কমিশনার এরিকা ম্যাকএন্টারফারকে বরখাস্ত করেছেন বলে জানিয়েছে বিবিসি।
কোনো প্রমাণ ছাড়াই ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, শ্রম পরিসংখ্যান ব্যুরো এর কমিশনার এরিকা ম্যাকএন্টারফার ‘রিপাবলিকান এবং আমার বদনাম করার জন্য’ চাকরির পরিসংখ্যান ‘জালিয়াতি’ করেছেন।
হোয়াইট হাউসের এই নজিরবিহীন পদক্ষেপের পর মার্কিন শেয়ার বাজার ধসে পড়েছে। কেউ কেউ ট্রাম্পকে তথ্যের রাজনীতিকরণ করে জনসাধারণের আস্থা নষ্ট করার অভিযোগ করেছেন।
সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার বলেছেন, প্রেসিডেন্ট ‘একজন খারাপ নেতা’ যিনি দুর্বল পরিসংখ্যানের জন্য ‘বার্তাবাহককে গুলি করেন।’
ট্রাম্প বিশ্বজুড়ে দেশগুলোর উপর মার্কিন আমদানি শুল্ক তুলে আরোপের পরিকল্পনাকে এগিয়ে যাওয়ার পর শুক্রবার বাজার অস্থির হয়ে উঠেছে।
এরপর শ্রম পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, জুলাই মাসে মার্কিন নিয়োগকর্তারা মাত্র ৭৩ হাজার চাকরি শ্রমবাজারে যোগ করেছেন। অথচ এর আগে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছিল, এই সংখ্যা এক লাখ ৯ হাজার হবে। মে এবং জুন মাসে কর্মসংস্থান বৃদ্ধির হারও সংশোধন করা হয়েছে, যা পূর্বের ধারণার চেয়ে ২ লাখ ৫০ হাজার কম কর্মসংস্থানের খবর দিয়েছে।
ট্রাম্প জোর দিয়ে বলেছেন, ‘তার অধীনে অর্থনীতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।’
কিন্তু নেভি ফেডারেল ক্রেডিট ইউনিয়নের প্রধান অর্থনীতিবিদ হিদার লং জানিয়েছেন, চাকরির পরিসংখ্যান ‘গেম চেঞ্জার।’ ট্রাম্পের শুল্ক অনিশ্চয়তা সৃষ্টির কারণে ‘শ্রমবাজারের দ্রুত অবনতি হচ্ছে।’
ট্রাম্প তার শুল্ক পরিকল্পনা সম্পর্কে উদ্বেগ উড়িয়ে দিয়েছে জানিয়েছেন, এটি মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদন বৃদ্ধি করবে এবং বিশ্ব বাণিজ্যের ভারসাম্য বজায় রাখবে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বরিশালের কোচ হচ্ছেন আশরাফুল
ক্রিকেটে দীর্ঘ দুই দশকের ক্যারিয়ার শেষে কোচিংয়ে ক্যারিয়ার গড়ছেন মোহাম্মদ আশরাফুল। গত বছর ঢাকা প্রিমিয়ার লিগে কোচিং করিয়েছেন আশরাফুল। কিছুদিন আগে গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের কোচ হয়েছিলেন। এরই মধ্যে আইসিসির লেভেল-৩ কোচ শিক্ষা কোর্স শেষে সার্টিফিকেট পেয়েছেন।
এবার বড় ধৈর্ঘ্যর ক্রিকেটেও তাকে দেখা যাবে। অক্টোবরে জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগের কোচিংয়ের দায়িত্ব পেতে আগ্রহ দেখিয়েছেন আশরাফুল। বিসিবিরও ইচ্ছা আশরাফুল দলটির দায়িত্ব নিক। বিসিবির পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘‘বরিশাল দলকে নিয়ে আমরা খুব সিরিয়াসলি চিন্তা করছি। সে (আশরাফুল) আগ্রহ দেখিয়েছে। সেই বলেছে কোচ হতে চায়। যেহেতু দুই বছর খেলেছে বরিশালে। আমরা তাকে সেখানে কোচ হিসেবে রাখার পরিকল্পনা করেছি।’’
তবে বরিশাল বিভাগের দল নিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি আকরাম খানরা। গত বছর লিগ চলাকালীন নিয়মিত অধিনায়ক ফজলে মাহমুদ দল ছেড়ে চলে যান। পরবর্তীতে অধিনায়কত্ব না করার শর্তে খেলেন। পক্ষপাতমূলক অধিনায়কত্ব করার অভিযোগ উঠে তার বিরুদ্ধে।
আরো পড়ুন:
কোচিংয়ে আগ্রহ বাড়ছে ক্রিকেটারদের
ভারত সফরে ধোনি-কোহলিদের সঙ্গে ক্রিকেট খেলবেন মেসি
সোহাগ গাজী যুক্ত হলেও পরিস্থিতি আরো খারাপ হয়। কোচ আশিকুর রহমানও দায়িত্ব ছেড়ে চলে যান। ড্রেসংরুমের অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। যা বিসিবির কাছে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন কোচ, অধিনায়ক, ম্যানেজার। এ বছরের দল গঠন নিয়েই চরম বিপাকে।
ফজলে রাব্বী ও সোহাগ গাজীর আলাদা গ্রুপ তৈরি হওয়াতে বিসিবি পড়েছে জটিলতায়। তবে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে আনতে জিরো টলারেন্স দেখানো হবে বলে জানিয়েছেন আকরাম খান,
‘‘বরিশালকে নিয়েও আমরা আলাপ–আলোচনা করেছি। চিন্তাভাবনা করছি— যেহেতু অনেক...এরা ম্যানেজার নিয়ে খুশি না, কোচ নিয়ে খুশি না, অধিনায়ক নিয়ে খুশি না। খেলোয়াড়–খেলোয়াড় দ্বন্দ্ব আছে। এটা তো হওয়া আসলে উচিত না। আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা সিরিয়াসলি মনিটর করব— যদি দেখি কেউ ডিপ্রাইভ হচ্ছে।, খেলা নষ্ট হচ্ছে, বা মান সম্মান খারাপ হচ্ছে। তাহলে আমরা অ্যাকশন নেবো।’’
ঢাকা/ইয়াসিন