তথ্য পছন্দ না হওয়ায় শ্রম পরিসংখ্যান ব্যুরোর কর্তাকে বরখাস্ত করলেন ট্রাম্প
Published: 2nd, August 2025 GMT
প্রত্যাশার চেয়ে দুর্বল কর্মসংস্থানের তথ্য শুল্ক নীতি সম্পর্কে আরো উদ্বেগ তৈরি করার কয়েক ঘন্টা পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিষ্ঠানের প্রধানকে বরখাস্ত করেছেন। শনিবার তিনি শ্রম পরিসংখ্যান ব্যুরোর কমিশনার এরিকা ম্যাকএন্টারফারকে বরখাস্ত করেছেন বলে জানিয়েছে বিবিসি।
কোনো প্রমাণ ছাড়াই ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, শ্রম পরিসংখ্যান ব্যুরো এর কমিশনার এরিকা ম্যাকএন্টারফার ‘রিপাবলিকান এবং আমার বদনাম করার জন্য’ চাকরির পরিসংখ্যান ‘জালিয়াতি’ করেছেন।
হোয়াইট হাউসের এই নজিরবিহীন পদক্ষেপের পর মার্কিন শেয়ার বাজার ধসে পড়েছে। কেউ কেউ ট্রাম্পকে তথ্যের রাজনীতিকরণ করে জনসাধারণের আস্থা নষ্ট করার অভিযোগ করেছেন।
সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার বলেছেন, প্রেসিডেন্ট ‘একজন খারাপ নেতা’ যিনি দুর্বল পরিসংখ্যানের জন্য ‘বার্তাবাহককে গুলি করেন।’
ট্রাম্প বিশ্বজুড়ে দেশগুলোর উপর মার্কিন আমদানি শুল্ক তুলে আরোপের পরিকল্পনাকে এগিয়ে যাওয়ার পর শুক্রবার বাজার অস্থির হয়ে উঠেছে।
এরপর শ্রম পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, জুলাই মাসে মার্কিন নিয়োগকর্তারা মাত্র ৭৩ হাজার চাকরি শ্রমবাজারে যোগ করেছেন। অথচ এর আগে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছিল, এই সংখ্যা এক লাখ ৯ হাজার হবে। মে এবং জুন মাসে কর্মসংস্থান বৃদ্ধির হারও সংশোধন করা হয়েছে, যা পূর্বের ধারণার চেয়ে ২ লাখ ৫০ হাজার কম কর্মসংস্থানের খবর দিয়েছে।
ট্রাম্প জোর দিয়ে বলেছেন, ‘তার অধীনে অর্থনীতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।’
কিন্তু নেভি ফেডারেল ক্রেডিট ইউনিয়নের প্রধান অর্থনীতিবিদ হিদার লং জানিয়েছেন, চাকরির পরিসংখ্যান ‘গেম চেঞ্জার।’ ট্রাম্পের শুল্ক অনিশ্চয়তা সৃষ্টির কারণে ‘শ্রমবাজারের দ্রুত অবনতি হচ্ছে।’
ট্রাম্প তার শুল্ক পরিকল্পনা সম্পর্কে উদ্বেগ উড়িয়ে দিয়েছে জানিয়েছেন, এটি মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদন বৃদ্ধি করবে এবং বিশ্ব বাণিজ্যের ভারসাম্য বজায় রাখবে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন