প্রত্যাশার চেয়ে দুর্বল কর্মসংস্থানের তথ্য শুল্ক নীতি সম্পর্কে আরো উদ্বেগ তৈরি করার কয়েক ঘন্টা পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিষ্ঠানের প্রধানকে বরখাস্ত করেছেন। শনিবার তিনি  শ্রম পরিসংখ্যান ব্যুরোর  কমিশনার এরিকা ম্যাকএন্টারফারকে বরখাস্ত করেছেন বলে জানিয়েছে বিবিসি।

কোনো প্রমাণ ছাড়াই ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, শ্রম পরিসংখ্যান ব্যুরো এর কমিশনার এরিকা ম্যাকএন্টারফার ‘রিপাবলিকান এবং আমার বদনাম করার জন্য’ চাকরির পরিসংখ্যান ‘জালিয়াতি’ করেছেন।

হোয়াইট হাউসের এই নজিরবিহীন পদক্ষেপের পর মার্কিন শেয়ার বাজার ধসে পড়েছে। কেউ কেউ ট্রাম্পকে তথ্যের রাজনীতিকরণ করে জনসাধারণের আস্থা নষ্ট করার অভিযোগ করেছেন।

সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার বলেছেন, প্রেসিডেন্ট ‘একজন খারাপ নেতা’ যিনি দুর্বল পরিসংখ্যানের জন্য ‘বার্তাবাহককে গুলি করেন।’

ট্রাম্প বিশ্বজুড়ে দেশগুলোর উপর মার্কিন আমদানি শুল্ক তুলে আরোপের পরিকল্পনাকে এগিয়ে যাওয়ার পর শুক্রবার বাজার অস্থির হয়ে উঠেছে।

এরপর  শ্রম পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, জুলাই মাসে মার্কিন নিয়োগকর্তারা মাত্র ৭৩ হাজার চাকরি শ্রমবাজারে যোগ করেছেন। অথচ এর আগে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছিল, এই সংখ্যা এক লাখ ৯ হাজার হবে।  মে এবং জুন মাসে কর্মসংস্থান বৃদ্ধির হারও সংশোধন করা হয়েছে, যা পূর্বের ধারণার চেয়ে ২ লাখ ৫০ হাজার কম কর্মসংস্থানের খবর দিয়েছে।

ট্রাম্প জোর দিয়ে বলেছেন, ‘তার অধীনে অর্থনীতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।’

কিন্তু নেভি ফেডারেল ক্রেডিট ইউনিয়নের প্রধান অর্থনীতিবিদ হিদার লং জানিয়েছেন, চাকরির পরিসংখ্যান ‘গেম চেঞ্জার।’ ট্রাম্পের শুল্ক অনিশ্চয়তা সৃষ্টির কারণে ‘শ্রমবাজারের দ্রুত অবনতি হচ্ছে।’

ট্রাম্প তার শুল্ক পরিকল্পনা সম্পর্কে উদ্বেগ উড়িয়ে দিয়েছে জানিয়েছেন, এটি মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদন বৃদ্ধি করবে এবং বিশ্ব বাণিজ্যের ভারসাম্য বজায় রাখবে।
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর ছ ন

এছাড়াও পড়ুন:

ফখরুলের কণ্ঠ নকল, সতর্ক করল বিএনপি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে ভুয়া ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ফখরুল

ঐক্যের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই: ফখরুল

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কুচক্রি মহল পুরোনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে এবং এআই প্রযুক্তি ব্যবহার করে মির্জা ফখরুলের কণ্ঠ নকল করেছে। তারপর তা গণমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।

ভিডিওতে দেখানো হচ্ছে, বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন। বিএনপি বলছে, এই ভিডিও পুরোপুরি বানোয়াট ও ভিত্তিহীন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই এই কুচক্রি মহল ভিডিও প্রচার করছে। দেশের মানুষ, দলীয় নেতাকর্মী এবং এমপি মনোনয়ন প্রত্যাশীদের এ ধরনের এডিট করা ভিডিও দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছে বিএনপি।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ