রাতে ঘর থেকে বেরিয়ে ফেরেননি, সকালে সড়কের পাশে মিলল যুবকের লাশ
Published: 26th, February 2025 GMT
মুদিদোকানের কর্মচারী বেলাল হোসেন মোছাদ্দির (২১) প্রতিদিনের মতো দোকান বন্ধ করে গতকাল মঙ্গলবার রাত ১০টায় বাড়ি ফেরেন। এর ঘণ্টাখানেক পর বাড়ি থেকে আবার বেরিয়ে যান তিনি। রাতে আর বাড়ি ফেরেননি মোছাদ্দির। আজ বুধবার সকালে সড়কের পাশে একটি জমি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
ফেনীর ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতর এলাকায় এই ঘটনা ঘটেছে। আজ সকালে দক্ষিণ সতর উচ্চবিদ্যালয়ের পাশের জমিতে তাঁর বেলালের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানান এলাকাবাসী। এরপর পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে। নিহত বেলাল হোসেন মোছাদ্দির দক্ষিণ সতর এলাকার মিন্টু মোছাদ্দিরের ছেলে।
নিহত বেলালের বাবা মিন্টু মোছাদ্দির প্রথম আলোকে বলেন, ‘বেশ কয়েক বছর আগে বেলালের মায়ের মৃত্যু হয়। তাঁদের পারিবারিকভাবে কোনো শত্রু নেই। বেলাল ঘর থেকে রাতে বের হয়ে না ফেরায় তাঁরা চিন্তিত ছিলেন। কিন্তু সকালে ছেলের লাশ পাওয়া যাবে তা ভাবতে পারছেন না। কীভাবে বেলালের মৃত্যু হয়েছে, তা খুঁজে বের করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।’
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন