রাতে ঘর থেকে বেরিয়ে ফেরেননি, সকালে সড়কের পাশে মিলল যুবকের লাশ
Published: 26th, February 2025 GMT
মুদিদোকানের কর্মচারী বেলাল হোসেন মোছাদ্দির (২১) প্রতিদিনের মতো দোকান বন্ধ করে গতকাল মঙ্গলবার রাত ১০টায় বাড়ি ফেরেন। এর ঘণ্টাখানেক পর বাড়ি থেকে আবার বেরিয়ে যান তিনি। রাতে আর বাড়ি ফেরেননি মোছাদ্দির। আজ বুধবার সকালে সড়কের পাশে একটি জমি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
ফেনীর ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতর এলাকায় এই ঘটনা ঘটেছে। আজ সকালে দক্ষিণ সতর উচ্চবিদ্যালয়ের পাশের জমিতে তাঁর বেলালের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানান এলাকাবাসী। এরপর পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে। নিহত বেলাল হোসেন মোছাদ্দির দক্ষিণ সতর এলাকার মিন্টু মোছাদ্দিরের ছেলে।
নিহত বেলালের বাবা মিন্টু মোছাদ্দির প্রথম আলোকে বলেন, ‘বেশ কয়েক বছর আগে বেলালের মায়ের মৃত্যু হয়। তাঁদের পারিবারিকভাবে কোনো শত্রু নেই। বেলাল ঘর থেকে রাতে বের হয়ে না ফেরায় তাঁরা চিন্তিত ছিলেন। কিন্তু সকালে ছেলের লাশ পাওয়া যাবে তা ভাবতে পারছেন না। কীভাবে বেলালের মৃত্যু হয়েছে, তা খুঁজে বের করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।’
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গণতন্ত্রের পথে সংকট দেখছেন তারেক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে জনমনে সংশয় গণতন্ত্রের পথে সংকট তৈরি করতে পারে। নির্বাচনে অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হচ্ছে। দল ক্ষতিগ্রস্ত হলেও গণতন্ত্রের স্বার্থে ছাড় দিতে বিএনপি প্রস্তুত। ৩০০ আসনে দলীয় প্রার্থী মনোনয়ন প্রায় চূড়ান্ত। নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন কার্যক্রমের অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।