দুই হাজার কোটি টাকার মালিক এই চলচ্চিত্র পরিচালকের শুরুটা ছিল সাদামাটাভাবে। চেষ্টা আর বড় স্বপ্নের পেছনের সেই গল্প হলিউড ছাড়িয়ে দেশের তরুণ নির্মাতাদের জন্য অনুপ্রেরণামূলক। হলিউডের হাজারো মেধার ভিড়ে শূন্য থেকে স্বাধীন সৃষ্টির স্বাদ উপভোগ করতে নির্মাতা হিসেবে পথ চলা শুরু। মেধাকে কাজে লাগিয়ে শূন্য থেকে বিলিয়ন ডলার আয় করা সিনেমার নির্মাতা ক্রিস্টোফার নোলান। তিনি কীভাবে বাংলাদেশের তরুণ নির্মাতাদের অনুপ্রেরণা হতে পারেন?

ক্রিস্টোফার নোলান নামটি শোনেননি, এমন সিনেমাপ্রেমী কমই রয়েছে। নাম না শুনলেও তাঁর সিনেমা দেখেননি, এমন সিনেমাপ্রেমী খুঁজে পাওয়া বিরল। তাঁর সিনেমাগুলোর মধ্যে রয়েছে, ‘মোমেন্টো’, ‘ব্যাটম্যান বিগিনস’, ‘দ্য প্রেস্টিজ’, ‘দ্য ড্রার্ক নাইট’, ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’, ‘ওপেনহাইমার’–এর মতো বিশ্বের আলোচিত সিনেমা।

তাঁর সিনেমাগুলোর মধ্যে রয়েছে, ‘মোমেন্টো’, ‘ব্যাটম্যান বিগিনস’, ‘দ্য প্রেস্টিজ’, ‘দ্য ড্রার্ক নাইট’, ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’, ‘ওপেনহাইমার।’

এই পরিচালকের পেছনে লগ্নিকারকের তালিকায় রয়েছে বিশ্বখ্যাত ওয়ার্নার ব্রস, প্যারামাউন্ট পিকচার্স, ডিজনিসহ বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান। কারণ, নোলানের সিনেমা মানেই বক্স অফিস রেকর্ডের খাতায় নাম লেখাবে, বিশ্বে আলোচনা সৃষ্টি করা। সেই নির্মাতার শুরুটা ছিল বড় একটি স্বপ্ন দিয়ে। সেটা ছিল একটি সিনেমা বানানো। নোলান নিজেই হলিউড রিপোর্টার্সে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘বাজি ধরার মতো আবেগ দিয়ে সিনেমা নির্মাণ করা যায় না। রেসের ঘোড়া হওয়া যায় না। ১০ কিংবা ১১ বছর বয়স থেকেই আমি কীভাবে সিনেমা বানাব, সেই পরিকল্পনা করতে থাকি। একসময় আমার এটাই মনে হয়েছিল সিনেমা বানাতেই হবে।’

ক্রিস্টোফার নোলান। ছবি: আইএমডিবি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ