ধোনি যখন ‘ম্যারেজ কাউন্সিলর’: নতুন বর-কনেকে দিলেন পরামর্শ
Published: 30th, July 2025 GMT
চোখে কালো চশমা, ছাঁটা চুল আর হালকা দাড়ি—মহেন্দ্র সিং ধোনিকে চেনাই যাচ্ছে না! কিন্তু মুখের সেই হাসিটা ঠিক আগের মতোই। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক আগেই বিদায় নিয়েছেন, এখন বছরে শুধু আইপিএলের কয়েকটা মাসই তাঁকে মাঠে দেখা যায়। মাঠের বাইরেও সাধারণত জনসমক্ষে খুব একটা আসেন না। তবে এবার আলোচনায় এসেছেন একেবারেই ভিন্ন কারণে—ক্রিকেট নয়, এক বিয়ের আসরে দেওয়া যুগলজীবনের হাস্যরসাত্মক পরামর্শ দিয়ে।
সম্প্রতি এক বিয়ের মঞ্চে ধোনির উপস্থিতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে। বর উৎকর্ষ সাংভি ও কনে ধ্বনি কানুনগোর পাশে দাঁড়িয়ে ধোনি যে কথাগুলো বলেছেন, তা শুনে হাসিতে গড়াগড়ি অবস্থা অতিথিদের। মজা পেয়েছেন অনলাইনের ধোনি-ভক্তরাও। মঞ্চে উঠে বরকে দেখিয়ে ধোনি বলেন, ‘কিছু লোক আগুন নিয়ে খেলতে পছন্দ করে, ও সেই দলে পড়ে।’
মহেন্দ্র সিং ধোনি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫