পাকা ঘর পেলেন ভোলার পিঠা বিক্রেতা নাজমা বেগম
Published: 1st, March 2025 GMT
নাজমা বেগম (৫৫)। খালপাড়ে পিঠা বিক্রি করে কোনোমতে দুবেলা খাবার জোগাড় করেন। বাড়ি বলতে একটি টিনের জীর্ণ ঘর। বর্ষাকালে ঘরে পানি পড়ে, যার কারণে ঘরে থাকা কষ্টকর। হঠাৎ পাকা ঘর উপহার পেয়েছেন নাজমা বেগম। হয়তো তিনি কল্পনাও করেননি এমন একটি পাকা ঘর হবে তাঁর।
নাজমার বাড়ি ভোলা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভোলা খালের পাড়ে। ২২ বছর আগে স্বামী আবুল কাশেম মারা যান। শুরু হয় তাঁর জীবনসংগ্রাম। নাজমা বেগম ছিলেন দ্বিতীয় স্ত্রী। স্বামী সচিবালয়ের গাড়ি চালাতেন। পেনশনের টাকাপয়সার বেশির ভাগ বড় স্ত্রী আর তাঁর সন্তানেরা নিয়ে যান।
নাজমা মেয়েকে নিয়ে এসে বাবার বাড়িতে ওঠেন। বাবা হাদীসুর রহমানের মৃত্যুর পর নাজমার জীবনে নেমে আসে ভয়ানক দুর্দশা। বাবার মৃত্যুর পর সবাই ঘর ভেঙে ভাগ করে নেন। ভাগে পাওয়া পুরোনো টিনে কোনো রকম রাত্রিযাপন করার জন্য একটি ঘর তোলেন। অন্যের বাড়িতে কাজ করে, কোনো রকম মেয়েকে বড় করে বিয়ে দিয়েছেন। বয়স বাড়া আর নানা রকম অসুখে অন্যের বাড়িতে দিন–রাত কাজ শরীরে কুলায় না। তাই দুই বছর ধরে শীতের কয়েক মাস তিনি বিকেলে খালপাড়ে পিঠা বিক্রি করতে বসেন।
নাজমার দৈন্যদশার কথা জানতে পারেন নিজাম-হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজামউদ্দিন আহমেদ। তিনি ব্যবসার জন্য ছয় হাজার টাকা ও একটি পাকা ঘর তৈরি করে দেন। আজ শনিবার বেলা ১১টায় নাজমাকে ঘরে চাবি তুলে দেন তিনি।
নিজাম উদ্দিন আহমদ বলেন, ‘আল্লাহ তাআলা আমাকে খুব ভালো রেখেছেন। জানতে পারলাম নাজমা বেগমের ঘরের দরকার। আসলাম, দেখলাম, একটি নিরাপদ আবাস গড়ে দিলাম। নিজাম-হাসিনা ফাউন্ডেশনের পক্ষ থেকে অনেক ঘর, স্কুল, মাদ্রাসা, হাসপাতাল, বৃদ্ধাশ্রম গড়ে দেওয়া হয়েছে। এগুলো গড়ে আমি ও আমার স্ত্রী শান্তি পাই। এগুলো গড়ে দেওয়ার পেছনে আমার কোনো উদ্দেশ্য নেই।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গণতন্ত্রের পথে সংকট দেখছেন তারেক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে জনমনে সংশয় গণতন্ত্রের পথে সংকট তৈরি করতে পারে। নির্বাচনে অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হচ্ছে। দল ক্ষতিগ্রস্ত হলেও গণতন্ত্রের স্বার্থে ছাড় দিতে বিএনপি প্রস্তুত। ৩০০ আসনে দলীয় প্রার্থী মনোনয়ন প্রায় চূড়ান্ত। নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন কার্যক্রমের অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।