Samakal:
2025-11-03@12:33:54 GMT

যানজট কমায় শহরে স্বস্তি

Published: 2nd, March 2025 GMT

যানজট কমায় শহরে স্বস্তি

জমি বেচাকেনার ব্যবসা করেন বাদশা মিয়া। বাসা শহরের মাসদাইর লিচুবাগে। ব্যবসায়িক প্রয়োজনেই দিনে কয়েক দফা নারায়ণগঞ্জ শহরে যাতায়াত করতে হয় তাঁকে। এ সময় প্রতিটি দফায় শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে এক-দেড় ঘণ্টা সময় লাগে। গতকাল রোববার তিনি সারাদিনে ছয়বার আসা-যাওয়া করেন। কিন্তু তেমন যানজটে পড়তে হয়নি। এর কারণ হিসেবে জানা গেছে, রমজানে শহরের যানজট নিরসনে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলো। তাদের আর্থিক সহায়তায় শহরের বিভিন্ন প্রান্তে সম্মানীর বিনিময়ে কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। এর সুফলও মিলেছে হাতেনাতেই।
রোববার বিকেলে চাষাঢ়া বালুর মাঠ এলাকায় কথা হয় বাদশা মিয়ার সঙ্গে। তিনি বলছিলেন, ‘গত কয়েক দিন শহরে এত যানজট ছিল, চাষাঢ়ার দিকে গেলে নিতাইগঞ্জ বা শহরের দক্ষিণ দিকে যাওয়ার কথা ভাবতেও কষ্ট হতো। কিন্তু আজ রোজার প্রথম দিন হলেও যানজট ছিল বেশ কম। ব্যক্তিগত কাজে শহরের দুই প্রান্তে সারাদিনে ছয়বার আসতে ও যেতে হয়েছে। কিন্তু কোথাও যানজটে বসে থাকতে হয়নি। একবার শুধু ২ নম্বর রেলগেটে ট্রেনের সিগন্যালে পড়েছি। এ ছাড়া শহরে আজ যানজট ছিল না।’
তাঁর বক্তব্যের সত্যতা মেলে শহরের মাসদাইর এলাকার বাসিন্দা মাজহারুল ইসলাম মুন্নার কথায়। তিনি পেশায় ব্যবসায়ী। মাজহারুল ইসলাম বলেন, জামতলা থেকে চাষাঢ়া যেতে প্রতিদিন যানজটে পড়া স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছিল। আজ তেমন যানজট ছিল না। বেশ শৃঙ্খলা ছিল সড়কে।
নগরীর বাবুরাইলের বাসিন্দা তানিয়া তান্নি ও পাইকপাড়ার বাসিন্দা ব্যাংকার রোকন উদ্দিন আরমানের সঙ্গে কথা হয় সমকালের। তারা বলেন, যানজট নিরসনে প্রশাসন ও নারায়ণগঞ্জ চেম্বার যৌথভাবে উদ্যোগ নিয়েছে বলে শুনেছেন। রাস্তার মোড়ে মোড়ে রোববার নারায়ণগঞ্জ চেম্বারের লোগো দেওয়া হলুদ জ্যাকেট পরা কর্মীদের দেখেছেন। তারা যানজট নিরসনে কাজ করছেন। যে কারণে আজ ভোগান্তি অনেক কম ছিল। 
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সহসভাপতি (অর্থ) ও নারায়ণগঞ্জ চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি সোহেল সারোয়ার বলেন, নারায়ণগঞ্জ শহরে এই মুহূর্তে বড় সমস্যা দুটি– যানজট আর নিরাপত্তাহীনতা। রোজায় যানজট আরও তীব্র হয়। এ সমস্যা সমাধানে বিকেএমইএ ২০ লাখ ও নারায়ণগঞ্জ চেম্বার ৫ লাখ টাকা দিয়ে প্রশাসনকে সহায়তা করছে। এই টাকায় ১৩০ জন সাধারণ কর্মী, ৪০ জন ছাত্র ও ১০ জন তদারকিকে সম্মানী দেওয়া হবে। তারা 
নগরীর বিভিন্ন পয়েন্টে যানজট নিয়ন্ত্রণের 
কাজ করছেন। 
রোজার প্রথম দিনে যানজটমুক্ত শহর উপহার দেওয়ায় প্রশাসন ও ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এ বি সিদ্দিক বলেন, রোজার প্রথম দিনে এমনিতেই যান চলাচল কম থাকে। মানুষ প্রথম ইফতার বাসায় করতে চান। সে কারণেও শহর সন্ধ্যায় ফাঁকা হয়ে যায়। ১০ রোজার পর থেকে যানজট বাড়তে থাকে। মানুষ রাস্তায় নামতে থাকেন। ফুটপাত, রাস্তা দখল করে অবৈধ দোকানপাট বসানো বেড়ে যায়। রোজার শেষ দিন পর্যন্ত প্রশাসন তৎপর থাকবে বলে তিনি আশা করছেন।
রোজার শেষ দিন পর্যন্ত এই কর্মসূচির পাশাপাশি প্রশাসনের অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন অতিরিক্ত জেলা প্রশাসক নিলুফা ইয়াসমিন। তিনি বলেন, ‘দ্বিগু বাবুর বাজারের মাঝ দিয়ে যাওয়া মীর জুমলা রোড কয়েক দিন ধরেই আমরা খোলা রাখতে পেরেছি। নগরীতে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। ফুটপাতের দোকানপাটও নিয়ন্ত্রিত। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশের সহায়তায় রোববার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাজার তদারকিও চলছে।’ তবে রোজার শেষ দিন পর্যন্ত যানজটমুক্ত নারায়ণগঞ্জ পেতে নগরবাসীকে আন্তরিক সহায়তা করার আহ্বান জানান তিনি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: য নজট ন র য়ণগঞ জ চ ম ব র য নজট ছ ল ব যবস য় য নজট ন প রথম শহর র

এছাড়াও পড়ুন:

সুজন নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত 

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির   ২০২৪ -২০২৬  প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে সংগঠনের সভাপতি ধীমান সাহা জুয়েলে’র  সভাপতিত্বে এবং  সাধারণ সম্পাদক আশু আশরাফুলের সঞ্চালনায় আলী আহমদ চুনকা নগর পাঠাগারে প্রানবন্ত এবং আনন্দমুখর পরিবেশে  এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উক্ত কমিটির ভবিষ্যৎ কার্যক্রমের বিভিন্ন বিষয়ে সম্পর্কে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়সমূহের মধ্যে যে সকল সিন্ধান্ত সমূহ গৃহীত হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো জেলা কমিটির সদস্য সংগ্রহ,উপজেলা কমিটি গঠন,আঞ্চলিক সমস্যার মধ্যে যানজট নিরসন, জলাবদ্ধতা নিরসন,শব্দ দূষণ,  বায়ু দূষণ ও নদী দূষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে  বিশেষ ভূমিকা পালন করা সহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হয়। 

সুজন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভাপতির নেতৃত্বে ১২ নভেম্বর সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে  পালন করা হবে।  সকাল ১১ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার হতে শোভাযাত্রা এবং  র‌্যালী অনুষ্ঠিত হবে। পরবর্তীতে কেক কাটার মধ্যে দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হবে। এই সময় সুজনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শাহিদুল ইসলাম টিটু, সহ-সভাপতি এম আর হায়দার রানা, অর্থ সম্পাদক রাজলক্ষ্মী, সদস্য এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সহ কমিটির আরো নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ‘

আলোচনা শেষে সভাপতি, সকলের সু স্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান সমাপ্তি  ঘোষনা করেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • সোনারগাঁয়ের কাইকারটেক হাটে নির্বাচনী প্রচারণায় মামুন মাহমুদ 
  • রূপগঞ্জে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • তারুণ্যের চোখে আধুনিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার
  • বাংলাদেশ পরিবেশ আন্দোলন না’গঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • নির্বাচন আসলেই ধর্মকে ব্যবহারের চেষ্টা দেখা যায় : সালাহউদ্দিন আহমেদ
  • ফতুল্লায় গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল, আটক ৫
  • নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে সিদ্ধিরগঞ্জে মহিলাদলের উঠান বৈঠক
  • সাংবাদিক শাওনের মায়ের মৃত্যুতে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের শোক
  • আজাদের নির্দেশে বিশনন্দী ইউনিয়নে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
  • সুজন নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত