তিন বছর আগে পার্ক দ্য প্রিন্সেসে ভয়ংকর অভিজ্ঞতা হয়েছিল লিভারপুল দর্শকদের। ২০২২ সালের ১৯ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ-লিভারপুল ম্যাচে দর্শক হাঙ্গামায় খেলা শুরু হতে ৩৫ মিনিট বিলম্ব হয়েছিল। লিভারপুল সমর্থকরা জাল টিকিট কিনে স্টেডিয়ামে ঢুকতে যাওয়াতে সেই সময় হট্টগোল হয়েছিল বলে দাবি করেছিল উয়েফা। ২০২২ সালের পর আবারও প্যারিসে লিভারপুল। এবার স্বাগতিক প্যারিস সেইন্ট জার্মেইয়ের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে আজ মুখোমুখি হতে যাচ্ছে ইংলিশ ক্লাবটি।
দুই হেভিওয়েট ক্লাবের ব্লকবাস্টার লড়াইয়ে গ্যালারির বেশির ভাগ অংশই দখলে থাকবে পিএসজির। প্রিয় দলকে সমর্থন জানাতে ২ হাজারের বেশি লিভারপুল সমর্থকের সেখানে যাওয়ার কথা। পিএসজি-লিভারপুল ম্যাচ ছাড়াও বুধবার বাংলাদেশ সময় রাত ২টায় বেনফিকা ও বার্সেলোনা ম্যাচের দিকেও দৃষ্টি থাকবে সবার। একই সঙ্গে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বায়ার লেভারকুজেনকে আতিথ্য দেবে বায়ার্ন মিউনিখ।
লিগ ওয়ানে টেবিল টপারে যেমন পিএসজি, তেমনি করে ইংল্যান্ডেও এক নম্বরে লিভারপুল। দুই লিগের পারফরম্যান্স বিচারে ম্যাচটি যে হাড্ডাহাড্ডি হবে, তা অনুমেয়। তবে চ্যাম্পিয়ন্স লিগের এই আসরে শেষ ষোলোতে উঠতে লিভারপুলকে খুব একটা বেগ পেতে হয়নি। এই পর্যায়ে আসতে লুইস এনরিখের দলকে প্লে-অফ খেলতে হয়েছে। কিন্তু ম্যাচটি যখন ফরাসি ক্লাবটির ঘরের মাঠে, তখন লিভারপুলকে বদলাতে হবে অতীত ইতিহাস।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে চারবারের সাক্ষাতে দু’দল সমান দুটি করে ম্যাচ জিতেছে। আর তাদের জয়গুলো এসেছে নিজ আঙিনায়। এই ইতিহাসই এগিয়ে রাখছে পিএসজিকে। কিন্তু ফরাসি ক্লাবটিতে নেই কিলিয়ান এমবাপ্পের মতো বড় তারকা। যার ওপর ভরসা করবে ক্লাবটি। লিভারপুলে আছেন মোহামেদ সালাহর মতো তারকা। মৌসুম শেষে লিভারপুল অধ্যায়ের সমাপ্তি যে হবে, তা জানা সত্ত্বেও মিসরীয় ফরোয়ার্ড প্রতিনিয়ত নিজেকে ছাপিয়ে যাচ্ছেন। তাই তো চ্যাম্পিয়ন্স লিগে ব্লকবাস্টার এই লড়াইয়ে লিভারপুলকেই ফেভারিট মানছেন ফুটবলবোদ্ধারা।
আর্নে স্লটের হাত ধরে ২০১৯ সালের পর আবারও ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতার সেরা হওয়ার স্বপ্ন দেখছেন দ্য রেডস সমর্থকরা। লিভারপুল কোচ স্লট অবশ্য এখন পিএসজি ম্যাচ নিয়ে ভাবছেন। ম্যাচটি পিএসজি মাঠে হলেও ভয় নেই লিভারপুল কোচের, ‘আমরা কি পিএসজিকে ভয় পাই? আমরা কাউকে ভয় পাই না। এটা ঠিক তারা কোয়ালিটি সম্পন্ন একটা দল; যা আমাকে মুগ্ধ করেছে।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন আজ বিকেলে, ক্লাস ১৩ নভেম্বর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি কার্যক্রম আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। এ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১৩ নভেম্বর থেকে। গত রোববার (১৪ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
ভর্তির জন্য আবেদন করতে পারবেন যেসব শিক্ষার্থী
২০২০, ২০২১ ও ২০২২ সালের এসএসসি বা সমমান এবং ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ভর্তির জন্য। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি) ও ডিপ্লোমা-ইন-কমার্স উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। এ-লেভেল, ও-লেভেল ও বিদেশি সনদধারীদের ক্ষেত্রে নির্ধারিত নিয়মে সরাসরি ডিন অফিসে বা ই–মেইলে আবেদন করতে হবে শিক্ষার্থীদের।
যেসব শিক্ষার্থী গত দুই শিক্ষাবর্ষে (২০২২-২৩ ও ২০২৩-২৪) স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল বা স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন কার্ড পেয়েছেন, তাঁরা এই শিক্ষাবর্ষে নতুন করে ভর্তি হতে পারবেন না। তবে পূর্ববর্তী ভর্তি বাতিল করে নতুন শিক্ষাবর্ষে আবেদন করতে পারবেন। একই সঙ্গে কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তাঁর উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল হবে।
আবেদন ফি ৪০০ টাকা
ভর্তি ফি হিসেবে প্রাথমিক আবেদন ফি ৪০০ টাকা, যার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ ২৫০ টাকা এবং কলেজের অংশ ১৫০ টাকা। ভর্তি নিশ্চিত হওয়ার পর রেজিস্ট্রেশন ফি ৭২০ টাকা জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ আবেদনকারীর তথ্য যাচাই করে অনলাইনে নিশ্চয়ন করবে। তবে নিশ্চয়ন ছাড়া কোনো আবেদনকারীকে মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হবে না। আবেদন ফি ১৯ অক্টোবরের মধ্য জমা দিতে হবে।
আরও পড়ুনবাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা৪ ঘণ্টা আগেআবেদনকারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সভিত্তিক মেধাতালিকা প্রণয়ন করা হবে। একই মেধা নম্বরপ্রাপ্ত হলে এসএসসি ও এইচএসসির জিপিএ (৪০: ৬০ অনুপাতে) এবং প্রয়োজনে মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। এরপরও সমতা থাকলে বয়স কম শিক্ষার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ভর্তি কার্যক্রম ধাপে ধাপে প্রথম মেধাতালিকা, দ্বিতীয় মেধাতালিকা, কোটার মেধাতালিকা এবং প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে সম্পন্ন হবে। তবে এবারও তৃতীয় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ থাকবে না।
বিস্তারিত দেখুন এখানে
আরও পড়ুনবিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, সুযোগ পাবেন ৪৮ জেলার যুবরা১১ সেপ্টেম্বর ২০২৫আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫