চট্টগ্রাম বন্দরে জট কমেছে, তবে শঙ্কা কাটেনি
Published: 13th, March 2025 GMT
চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে কমলাপুর আইসিডিগামী কনটেইনারের জট কমে এসেছে। পণ্যবাহী ট্রেনের সংখ্যা বাড়ানোর কারণে বন্দরে কনটেইনার জট কমতে শুরু করেছে। এতে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে। অবশ্য এখনো ধারণক্ষমতার চেয়ে আড়াই শতাধিক একক কনটেইনার বন্দর ইয়ার্ডে রয়েছে।
এদিকে পবিত্র রমজানের মাঝামাঝি কনটেইনার পরিবহনে স্বস্তি এলেও ঈদের আগে-পরে এই জট আবার বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। কারণ, ঈদকে কেন্দ্র করে যাত্রীবাহী ট্রেন বাড়ানো হবে। এতে বাড়তি ইঞ্জিনের দরকার হবে। তখন কনটেইনারবাহী ট্রেনের সংখ্যা কমানো হতে পারে বলে জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা।
বন্দর সূত্র জানায়, গত ১৯ ফেব্রুয়ারি বন্দরের ইয়ার্ডে কমলাপুর আইসিডিগামী ১ হাজার ৮১১ একক কনটেইনার ছিল। বন্দরের স্বাভাবিক ধারণক্ষমতা ৮৭৬ একক কনটেইনার। তখন প্রতিদিন গড়ে দুটি ট্রেনও পাওয়া যেত না। ফেব্রুয়ারি মাসের প্রথম ১৫ দিনে মাত্র ২৮টি ট্রেন পেয়েছিল বন্দর। এর আগে জানুয়ারি মাসে পাওয়া যায় ৬৮টি ট্রেন। এতে জাহাজ থেকে নামানোর পর ট্রেনে করে ঢাকার কমলাপুর ডিপোতে কনটেইনার নিতে প্রায় ১৫ দিন অপেক্ষা করতে হতো। তবে গত ১১ মার্চ বন্দরের ইয়ার্ডে কনটেইনারের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ হাজার ১০৫টিতে। গত সোমবার ট্রেনে করে কমলাপুর আইসিডিতে পাঠানো হয় ১১১ একক কনটেইনার। এতে অপেক্ষার সময় কিছুটা কমেছে।
ঢাকাগামী কনটেইনারবাহী ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে। এতে আগের চেয়ে বাড়তি পণ্য পরিবহন করা সম্ভব হচ্ছে। বন্দরেও চাপ আগের চেয়ে কমেছে। তবে ঈদের আগে-পরে এ ধারা অব্যাহত থাকবে কি না, তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।—আনিসুর রহমান, বিভাগীয় পরিবহন কর্মকর্তা, বাংলাদেশ রেলওয়েজানতে চাইলে চট্টগ্রাম বন্দর সচিব মো.
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ঢাকাগামী কনটেইনারবাহী ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে। এতে আগের চেয়ে বাড়তি পণ্য পরিবহন করা সম্ভব হচ্ছে। বন্দরেও চাপ আগের চেয়ে কমেছে। তবে ঈদের আগে-পরে এ ধারা অব্যাহত থাকবে কি না, তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।
বন্দর সূত্রে জানা যায়, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বন্দর ইয়ার্ডে ধারণক্ষমতার প্রায় আড়াই গুণ কনটেইনার জমে গিয়েছিল। এ সময় রেলওয়েও পণ্য পরিবহনের জন্য প্রয়োজনীয় ট্রেন দিতে পারছিল না। উল্টো ইঞ্জিনসংকটের কারণে স্বাভাবিক সময়ের চেয়ে ট্রেনের সংখ্যা কমে যায়। রোজার আগে পণ্য পরিবহনে এমন বেহাল অবস্থার কারণে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ব্যবসায়ীরা। এতে নড়েচড়ে বসে বন্দর কর্তৃপক্ষ ও রেলওয়ে। বন্দরের পক্ষ থেকে ট্রেনের সংখ্যা বাড়াতে রেলওয়েকে তাগাদা দেওয়া হয়। এ নিয়ে দুই সংস্থা গত ১৮ ফেব্রুয়ারি জরুরি বৈঠকে বসে। বৈঠকে কনটেইনারবাহী ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত হয়। এর পর থেকে প্রতিদিন তিন জোড়া ট্রেন চালানো হচ্ছে।
রেলওয়ে সূত্র জানায়, পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের জন্য অন্তত ১১৬টি ইঞ্জিন প্রয়োজন। তার বিপরীতে নিয়মিত পাওয়া যায় ৮০ থেকে ৮৫টি ইঞ্জিন। এর মধ্যে চারটি ইঞ্জিন এ মুহূর্তে ব্যবহার করা যাচ্ছে না। ইঞ্জিনসংকটের কারণে তাই ট্রেন চলাচলে নানা বিপত্তি তৈরি হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে কনটেইনারবাহী ট্রেনের সংখ্যা বাড়ানো হলেও ঈদের সময় তা আবার কমতে পারে। কারণ, ঈদকে কেন্দ্র করে যাত্রীবাহী ট্রেনের সংখ্যা বেড়ে যায়। বর্তমানে রেলে ইঞ্জিনসংকট প্রকট। প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত ইঞ্জিন নেই। এ কারণে যাত্রীবাহী ট্রেন চালাতেও হিমশিম খেতে হচ্ছে। পরিস্থিতি ও গুরুত্ব বিবেচনায় পণ্যবাহী ট্রেন চলাচলের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কিন্তু ঈদের সময় যাত্রীবাহী ট্রেনের চাহিদা বেড়ে গেলে তখন পণ্যবাহী ট্রেনের সংখ্যা কমে যেতে পারে।
রেলওয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বন্দর থেকে ঢাকাসহ সারা দেশে পণ্যবাহী ট্রেন চালাতে প্রতিদিন গড়ে ১৩টি ইঞ্জিন প্রয়োজন। এসব ইঞ্জিন পেলে প্রতিদিন ছয় থেকে আটটি ট্রেন চালানো সম্ভব। কিন্তু চাহিদার তুলনায় ইঞ্জিন পাওয়া যাচ্ছে পাঁচ–ছয়টি। এসব ইঞ্জিন দিয়ে কনটেইনার ও তেলবাহী ট্রেন চালানো হয়। এখন বন্দরে কনটেইনার জমে যাওয়ায় তেলবাহী ট্রেনের সংখ্যাও কমানো হয়েছে। এর পরিবর্তে কনটেইনারবাহী ট্রেনের সংখ্যা বাড়িয়ে তিনটি করা হয়েছে।
রেলওয়ের পূর্বাঞ্চলের যান্ত্রিক প্রকৌশল দপ্তরের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ইঞ্জিনসংকট এত বেশি প্রকট হয়েছে যে পণ্যবাহী ট্রেন চালানোও কষ্টকর হয়ে গেছে। সামনে ঈদ। তখন পণ্যবাহী ট্রেনের চেয়ে যাত্রীবাহী ট্রেনের দিকে বেশি নজর দিতে হবে। তাই এখন কনটেইনার পরিবহনে যে স্বস্তি এসেছে, তাতে কিছুটা হলেও ভাটা পড়ার শঙ্কা রয়েছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: কর মকর ত কমল প র র লওয় র প রথম
এছাড়াও পড়ুন:
ট্র্যাব স্টার অ্যাওয়ার্ড পেলেন এরশাদ হাসান
শ্রেষ্ঠ মঞ্চ ও টেলিভিশন অভিনেতা হিসেবে ‘ট্র্যাব স্টার অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন নাট্যকর্মী মো. এরশাদ হাসান। ২৮ জুলাই, জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি বিভিন্ন শাখায় গুণীজনদের সম্মাননা দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্তির পর অনুভূতি ব্যক্ত করে এরশাদ হাসান বলেন, “এই স্বীকৃতি শুধু আনন্দের নয়, আরো দায়িত্ব ও অনুপ্রেরণার।”
আরো পড়ুন:
রতন থিয়াম মারা গেছেন
‘ট্রায়াল অব সূর্যসেন’ নাটকের ৩৮তম মঞ্চায়ন
দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে মঞ্চ ও টেলিভিশনে অভিনয়, নাট্য সংগঠন এবং নির্দেশনার মাধ্যমে অবিচল কর্মযাত্রায় এরশাদ হাসান নিজেকে একজন পরিশ্রমী ও বহুমুখী শিল্পী হিসেবে প্রতিষ্ঠা করেছেন। রামেন্দু মজুমদার, আতাউর রহমান, নায়লা আজাদ নূপুরসহ বরেণ্যদের নির্দেশনায় অভিনয় করেছেন। পাশাপাশি টিভি নাটকেও শরীফুল (ললিতা), হেকমত, শীতল সাঁই, সঞ্জয়, রহমতসহ বিভিন্ন বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছেন এরশাদ।
খল অভিনেতা শিবা সানু, রুমানা ইসলাম মুক্তি, মো. আশরাফুল হক ডন, অভিনেতা রাশেদ মামুন অপু, গীতিকার ইথুন বাবু, কণ্ঠশিল্পী মৌসুমী চৌধুরী, অভিনেতা চঞ্চল খান, সাইদ হোসেনসহ অনেকে এই সম্মাননা পেয়েছেন।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান ও সম্প্রচার) তাশিক আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সভাপতি কামরুল হাসান দর্পণ, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড ও উইমেন অ্যান্ড চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন আনোয়ারা বেগম নিপা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুহৃদ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক, টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) এবং সভাপতিত্ব করেন কাদের মনসুর, সভাপতি, টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
ঢাকা/রাহাত/শান্ত