বড় আকারের একটি তরমুজ সর্বোচ্চ ১৫০ টাকা বেচতে পারেন বলে জানালেন ভোলার চরফ্যাসন উপজেলার চরকলমী ইউনিয়নের মেঘভাসান চরের চাষি সাইদুল হক। এবার দেড় কানি জমি আবাদে তাঁর খরচ হয়েছে ২ লাখ টাকার মতো। এক কানিতে বিভিন্ন আকারের বড়জোর আড়াই হাজার তরমুজ হয়। আগাম জাত হওয়ায় সাইদুলের পুষিয়ে গেছে। তবে চাষির কাছ থেকে বাজারে আসতেই একই তরমুজ ক্রেতাকে দিতে হচ্ছে ৫০০ টাকা।
কুমিল্লার ব্যাপারী মো.
সংশ্লিষ্টরা বলছেন, কৃষকের হাত থেকে আসার পর পাইকার থেকে ফড়িয়া ঘুরে তরমুজ যাচ্ছে খুচরা বাজারে। তিন জায়গায় হাত বদলের কারণে কৃষকের ১৫০ টাকার তরমুজ ক্রেতাকে কিনতে হচ্ছে দ্বিগুণ থেকে তিন গুণ দামে।
উপজেলা কৃষি অফিস জানায়, এবার উপজেলার চরকলমী, মুজিবনগর, নজরুল নগর, নীলকমল, নুরাবাদ, আবু বকরপুর ও আহম্মদপুরে ১৫ স্কিমের আওতায় ১০ হাজার ৭৮০ হেক্টর জমিতে গ্লোরি, হাইব্রিড ও ড্রাগন জাতের তরমুজ আবাদ হয়েছে। সার ও কীটনাশকের সহজলভ্যতার পাশাপাশি আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো।
সরেজমিন চরফ্যাসনে কৃষকদের মধ্যে তরমুজ তোলার উৎসব দেখা যায়। ঢাকা, বরিশাল ও চট্টগ্রামের পাইকার, পরিবহন কোম্পানি, ফড়িয়া এমনকি দালালরা ভিড় করছেন। প্রতিদিন কার্গো, ট্রাক ও লঞ্চবোঝাই তরমুজ নিয়ে তারা বিভিন্ন জেলায় ফিরে যাচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ভালো হয়েছে।
কৃষক আমির হোসেন জানান, পাঁচ কানি (১০ একর) জমিতে তরমুজ আবাদে তাঁর খরচ হয়েছে ৪ লাখ টাকা। ক্ষেতে প্রায় সাড়ে চার হাজার তরমুজ বিক্রির উপযোগী। কিন্তু পুরো মৌসুম শুরু না হওয়ায় ঢাকা, চট্টগ্রামসহ বড় বড় শহরের পাইকাররা আসেননি। এ কারণে বিক্রির সঙ্গে দাম নিয়েও বিপাকে আছেন তিনি।
চরফ্যাসন সদর বাজারের খুরচা বিক্রেতা আইয়ুব আলী জানান, রমজানে বাজারে তরমুজে সয়লাব। কিন্তু হাত বদলে খুরচা বাজারে এসে দাম বেড়ে যাচ্ছে। বড় আকারের তরমুজ ব্যাপারী থেকেই তারা ২৫০ টাকায় কিনছেন। পরিবহন, শ্রম, বাজারের ইজারাসহ পড়ছে ৩০০ টাকা।
সদর বাজারের ক্রেতা মো. হাসান জানান, বাজারে তরমুজে সয়লাব থাকলেও অপরিপক্বই বেশি। চাহিদা বেশি থাকায় চড়া মূল্যে বিক্রি হচ্ছে। বড় আকারের তরমুজ কিনতে ৫০০ থেকে ৬০০ টাকা গুনতে হচ্ছে বলে জানান তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা বলেন, কম খরচে বেশি লাভের কারণে উপজেলায় এবার তরমুজের আবাদ বেশি হয়েছে। ফলনও ভালো। প্রত্যাশিত দাম পেলে হাসি ফুটবে কৃষকের মুখে।
উৎস: Samakal
কীওয়ার্ড: তরম জ র তরম জ তরম জ ক উপজ ল
এছাড়াও পড়ুন:
বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।
প্রশিক্ষণের বিষয়১. বেসিক কম্পিউটার,
২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,
৩. ইন্টারনেট,
৪. গ্রাফিক ডিজাইন,
৫. ফ্রিল্যান্সিং,
৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।
আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,
২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,
৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,
৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,
৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে১. ঢাকা,
২. চট্টগ্রাম,
৩. রাজশাহী,
৪. খুলনা,
৫. বরিশাল,
৬. সিলেট,
৭. দিনাজপুর,
৮. গোপালগঞ্জ।
আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,
২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,
৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,
৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,
৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।
নিবন্ধন ফিমনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।
দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে