বড় আকারের একটি তরমুজ সর্বোচ্চ ১৫০ টাকা বেচতে পারেন বলে জানালেন ভোলার চরফ্যাসন উপজেলার চরকলমী ইউনিয়নের মেঘভাসান চরের চাষি সাইদুল হক। এবার দেড় কানি জমি আবাদে তাঁর খরচ হয়েছে ২ লাখ টাকার মতো। এক কানিতে বিভিন্ন আকারের বড়জোর আড়াই হাজার তরমুজ হয়। আগাম জাত হওয়ায় সাইদুলের পুষিয়ে গেছে। তবে চাষির কাছ থেকে বাজারে আসতেই একই তরমুজ ক্রেতাকে দিতে হচ্ছে ৫০০ টাকা।

কুমিল্লার ব্যাপারী মো.

জুয়েল জানান, চরফ্যাসনে এবার তরমুজের আগাম জাতের ভালো ফলন হয়েছে। রমজানে চাহিদা বেশি থাকায় কৃষকদের কাছ থেকে এক কানি (১৬০ শতাংশ) জমির তরমুজ কিনতেই লাগছে ৪ লাখ টাকা। ফড়িয়া, পরিবহন ও শ্রমিক মিলে চট্টগ্রামে পৌঁছাতে লাগছে আরও ৫০ হাজার টাকা। ফলে বাড়তি দামে বেচতে হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, কৃষকের হাত থেকে আসার পর পাইকার থেকে ফড়িয়া ঘুরে তরমুজ যাচ্ছে খুচরা বাজারে। তিন জায়গায় হাত বদলের কারণে কৃষকের ১৫০ টাকার তরমুজ ক্রেতাকে কিনতে হচ্ছে দ্বিগুণ থেকে তিন গুণ দামে।

উপজেলা কৃষি অফিস জানায়, এবার উপজেলার চরকলমী, মুজিবনগর, নজরুল নগর, নীলকমল, নুরাবাদ, আবু বকরপুর ও আহম্মদপুরে ১৫ স্কিমের আওতায় ১০ হাজার ৭৮০ হেক্টর জমিতে গ্লোরি, হাইব্রিড ও ড্রাগন জাতের তরমুজ আবাদ হয়েছে। সার ও কীটনাশকের সহজলভ্যতার পাশাপাশি আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো।

সরেজমিন চরফ্যাসনে কৃষকদের মধ্যে তরমুজ তোলার উৎসব দেখা যায়। ঢাকা, বরিশাল ও চট্টগ্রামের পাইকার, পরিবহন কোম্পানি, ফড়িয়া এমনকি দালালরা ভিড় করছেন। প্রতিদিন কার্গো, ট্রাক ও লঞ্চবোঝাই তরমুজ নিয়ে তারা বিভিন্ন জেলায় ফিরে যাচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ভালো হয়েছে।

কৃষক আমির হোসেন জানান, পাঁচ কানি (১০ একর) জমিতে তরমুজ আবাদে তাঁর খরচ হয়েছে ৪ লাখ টাকা। ক্ষেতে প্রায় সাড়ে চার হাজার তরমুজ বিক্রির উপযোগী। কিন্তু পুরো মৌসুম শুরু না হওয়ায় ঢাকা, চট্টগ্রামসহ বড় বড় শহরের পাইকাররা আসেননি। এ কারণে বিক্রির সঙ্গে দাম নিয়েও বিপাকে আছেন তিনি।

চরফ্যাসন সদর বাজারের খুরচা বিক্রেতা আইয়ুব আলী জানান, রমজানে বাজারে তরমুজে সয়লাব। কিন্তু হাত বদলে খুরচা বাজারে এসে দাম বেড়ে যাচ্ছে। বড় আকারের তরমুজ ব্যাপারী থেকেই তারা ২৫০ টাকায় কিনছেন। পরিবহন, শ্রম, বাজারের ইজারাসহ পড়ছে ৩০০ টাকা।

সদর বাজারের ক্রেতা মো. হাসান জানান, বাজারে তরমুজে সয়লাব থাকলেও অপরিপক্বই বেশি। চাহিদা বেশি থাকায় চড়া মূল্যে বিক্রি হচ্ছে। বড় আকারের তরমুজ কিনতে ৫০০ থেকে ৬০০ টাকা গুনতে হচ্ছে বলে জানান তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা বলেন, কম খরচে বেশি লাভের কারণে উপজেলায় এবার তরমুজের আবাদ বেশি হয়েছে। ফলনও ভালো। প্রত্যাশিত দাম পেলে হাসি ফুটবে কৃষকের মুখে।

উৎস: Samakal

কীওয়ার্ড: তরম জ র তরম জ তরম জ ক উপজ ল

এছাড়াও পড়ুন:

মাঠ নিয়ে শ্রাবণের আফসোস

আলোচনা-সমালোচনার মধ্যেও বসুন্ধরা কিংসের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। ফেডারেশন কাপের ফাইনালে আবাহনীর বিপক্ষে টাইব্রেকারে কিংসের জয়ের নায়ক ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন সমকালের সঙ্গে। শুনেছেন সাখাওয়াত হোসেন জয়

সমকাল: দু’দিনের ফাইনালের অভিজ্ঞতাটা কেমন হলো?
শ্রাবণ: (হাসি) না, এটা খুব কঠিন ছিল। আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছি এক দিন ফাইনাল খেলব, জিতব এবং উদযাপন করব। কিন্তু প্রাকৃতিক কারণে খেলা অনেকক্ষণ বন্ধ ছিল। বাকি ১৫ মিনিট আরেক দিন। এটা একটা নতুন অভিজ্ঞতা। একই চাপ দু’বার নিতে হলো।

সমকাল: এই মাঠের সমস্যার কারণেই কি এমনটা হয়েছে?
শ্রাবণ: অবশ্যই। এত বড় একটা টুর্নামেন্টের ফাইনাল খেলা যে মাঠে, সেখানে ফ্লাডলাইট নেই। যদি ফ্লাডলাইটের সুবিধা থাকত, ওই দিনই খেলাটা শেষ করা যেত। আমার মনে হয়, দেশের ফুটবলের কিছু পরিবর্তন করা উচিত। বিশেষ করে আমরা যখন জাতীয় দলের হয়ে বিদেশে খেলতে যাই, তখন দেখি অন্যান্য দেশের মাঠ খুব গতিশীল। আমাদের দেশের মাঠগুলো আন্তর্জাতিক পর্যায়ের না। প্রায় সময়ই সমস্যা হয়। আমরা স্লো মাঠে খেলি। বিদেশে গতিশীল মাঠে খেলতে গিয়ে সমস্যায় পড়তে হয়। আমাদের লিগটা যদি আন্তর্জাতিক মানের মাঠে হতো।

সমকাল: পেনাল্টি শুটআউটের সময় কী পরিকল্পনা ছিল আপনার?
শ্রাবণ: আমি আগেও বলেছি যে অনুশীলনের সময় আগের ম্যাচের টাইব্রেকার নিয়ে কাজ করেছি। কে কোন দিকে মারে, সেগুলো ট্রেনিংয়ে দেখিয়ে দিয়েছেন কোচ। কোচের দিকনির্দেশনা অনুযায়ী কাজ করছি এবং সফল হয়েছি।

সমকাল: এমেকার শট ঠেকানোর পর মার্টিনেজের মতো উদযাপন করেছেন। এটি কি আগে থেকেই পরিকল্পনা ছিল?
শ্রাবণ: না, সেভ দেওয়ার পর মাথায় এলো। তাই এমি মার্টিনেজের মতো উদযাপন করেছি। বলতে পারেন, এটি কোনো পরিকল্পনা ছিল না। তৎক্ষণাৎ মাথায় এলো।

সমকাল: জাতীয় দল আর ক্লাব– দুটোর অভিজ্ঞতা যদি একটু বলতেন।
শ্রাবণ: ক্লাব আর জাতীয় দল– দুটো ভিন্ন বিষয়। ক্লাব হচ্ছে শুধু একটা ক্লাবকে প্রতিনিধিত্ব করা। আর জাতীয় দল তো পুরো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা। যারা ক্লাবে ভালো পারফরম্যান্স করে, তাদেরই জাতীয় দলে ডাকে। আর জাতীয় দলে ডাক পাওয়াটা একজন প্লেয়ারের সবচেয়ে বড় অর্জন।

সমকাল: আপনি একটি সেভ করেছেন। কিন্তু আবাহনীর মিতুল মারমা পারেননি। জাতীয় দলে বেস্ট ইলেভেনে থাকতে পারবেন?
শ্রাবণ: না না, ব্যাপারটা এমন না। ও (মিতুল) সেভ করতে পারেনি আর আমি পারছি– এটি কিন্তু বড় বিষয় না। ও কিন্তু সেমিফাইনালে সেভ করে দলকে ফাইনালে এনেছে। বরং অনুশীলনে কোচ যাঁকে ভালো মনে করেন, তাঁকেই শুরুর একাদশে রাখেন।

সমকাল: একজন গোলরক্ষক হিসেবে নিজেকে কোথায় দেখতে চান?
শ্রাবণ: আমি চাই দেশসেরা গোলরক্ষক হতে। আমার স্বপ্ন আছে, বিদেশে লিগে খেলব।    

সম্পর্কিত নিবন্ধ