ঘর থেকে বের হতেই নিয়ে গেল শিয়াল, পাশের জঙ্গল থেকে শিশুর লাশ উদ্ধার
Published: 20th, March 2025 GMT
ঘর থেকে বের হয়ে উঠানে এলে দেড় বছরের এক শিশুকে টেনে নিয়ে যায় শিয়াল। কিছুক্ষণ পর প্রতিবেশীরা টের পেলে পাশের জঙ্গলে ফেলে শিয়াল পালালেও শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনাটি ঘটে গতকাল বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের তেরহাসিয়া গ্রামে।
জানা গেছে, স্থানীয় মুদি দোকানি লিংকন মিয়া গতকাল বুধবার পরিবারের সঙ্গে ইফতার করেন। পরে তিনি দোকানে যান। সন্ধ্যার পর তার দেড় বছরের ছেলে আরাফ একা ঘর থেকে বাড়ির উঠানে আসে। এ সময় শিয়াল তাকে কামড়ে নিয়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে প্রতিবেশীরা পাশের জঙ্গলে শিশুটিকে পড়ে থাকতে দেখেন। পাশেই ছিল একটি শিয়াল। তাদের দেখে শিয়ালটি পালিয়ে গেলে শিশুটিকে উদ্ধার করা হয়।
শিশুটির গলায় শিয়ালের কামড়ের দাগ দেখা গেছে বলে জানিয়েছেন বাবা লিংকন মিয়া। এ নিয়ে একদিকে পরিবারের চলছে শোকের মাতম।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক শ রগঞ জ
এছাড়াও পড়ুন:
রাশিয়ায় ভূমিকম্পের পরে আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু
প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ভূমিকম্পের পর রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা উপদ্বীপের ক্লিউচেভস্কয় আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ এই তথ্য জানিয়েছে।
ক্লিউচেভস্কয় আগ্নেয়গিরিটি ইউরেশিয়ার সবচেয়ে উঁচু সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত। ১৭০০ সাল থেকে এই আগ্নেয়গিরিটি ৫০ বারেরও বেশি অগ্নুৎপাত করেছে।
বুধবার সকালে রাশিয়ায় আঘাত হানা ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের ফলে দেশটির পূর্ব উপকূলে ৪ মিটার পর্যন্ত ঢেউ সৃষ্টি হয়। এই ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঢাকা/শাহেদ