“ব্যস্ততার মধ্যেও বন্ধুত্বের টানে ছুটে আসে ওরা”
Published: 21st, March 2025 GMT
জীবনের কঠিন বাস্তবতায় গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের এসএসসি ২০১৫ ব্যাচের সবাইকে বিচ্ছিন্ন হতে হলেও বিচ্ছিন্ন হয়নি তাদের বন্ধুত্বের হৃদয়ের টান। পেশাগত কারণে একেকজন আজ একেক স্থানে থাকলেও এখনো বন্ধুত্ব রয়েছে আগের মতোই।
তাই তো শত ব্যস্ততার মধ্যেও স্কুলজীবনের গল্পগুলো আবারও ফিরে পেতে, মজার স্মৃতিগুলো স্মরণ করতে প্রতিবছর একত্রিত হয় ওরা।
শুক্রবার (২১ মার্চ) সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকার স্কাই ফ্লাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আয়োজন করা হয় এক ইফতার মাহফিলের। এসএসসি ব্যাচ-১৫ এর দিদারুল ইসলাম ও শরীফুল ইসলাম তনয়ের উদ্যোগে এ আয়োজন করা হয়। এর আগে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষক-শিক্ষিক্ষার সুস্বাস্থ্য এবং মঙ্গলকামনা করে দোয়া করা হয়।
আয়োজকরা বলেন, বন্ধুদের মধ্যে বন্ধুত্বের বন্ধন সবসময় সুদৃঢ় রাখতেই প্রতি বছর আমরা এই আয়োজন করে থাকি। নানান ব্যস্ততার মধ্যেও অধিকাংশই এ মিলনমেলায় অংশ নেন। এসময় উপস্থিত সবাই বিদ্যালয় জীবনের নানা স্মৃতিচারণ করার পাশাপাশি বিপদ-আপদে সবসময় এভাবে একত্রিত থাকার প্রতিজ্ঞাবদ্ধ হোন।
এসএসসি'১৫ ব্যাচের শরীফুল ইসলাম সাজিদ বলেন, আমার কাছে স্কুল জীবনটাই সেরা। বছরে একদিন ইফতারে আমরা সব বন্ধুরা একত্রিত হই। যার কারণে এই দিনটা আমার কাছে অন্যতম বিশেষ এক দিন।
নুরসাত খায়ের মিনার বলেন, একটা সময় স্কুলের বন্ধুবান্ধবদের সঙ্গেই সময় বেশি কাটতো। যেই স্মৃতি আজও তাড়া করে বেড়ায়। কিন্তু জীবনের বাস্তবতায় একেকজন আজ একেক জায়গায়। তবুও বছরের এই একটা দিন সকল কাজ ফেলে রেখে এই মিলনমেলায় একত্রিত হই।
বদরুল আলম বলেন, প্রতিবছর ঈদের আগমূহুর্তে এই মিলনমেলা আমাদের ঈদের আনন্দটাকে সবসময় বাড়িয়ে দেয়। ইনশাল্লাহ যে কয়দিন বেঁচে আছি ততোদিন এই মিলনমেলায় অংশগ্রহণ করে যাবো।
আব্দুল্লাহ আল মফিজ বলেন, অনেক ব্যস্ততার মাঝেও বছরের একটা দিন আমরা স্কুল বন্ধুরা একসাথে হই। আজ স্কুলের বন্ধুদের সাথে ইফতার করে আমি ভীষণ উচ্ছ¡সিত। তবে আমাদের ব্যাচের সবাই উপস্থিত হতে পারলে আরও বেশি ভালো লাগতো।
এসময় এসএসসি-২০১৫ ব্যাচের আরও উপস্থিত ছিলেন নেওয়াজ শরীফ সাদী, শহীদুল ইসলাম, সবুজ মিয়া, সিফাতুল্লাহ খান, রাশেদুল ইসলাম রাজু, রিয়াজুল হাসান, এমদাদ, শাকিল আহম্মেদ, নাদিম, আলি সাকিব, মামুন, নাজমুস শাকিল, আমিনুল ইসলাম সাগর, রাফিউজ্জামান, দেলোয়ার, সোহান, ফাহিম, অনিক, তৌকির, হাবিব ওমর ও আজিজুল হাকিম বিজয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ বন ধ ত ব র একত র ত ল ইসল ম ম লনম ল জ বন র র বন ধ
এছাড়াও পড়ুন:
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রাম, জেএসসি ছাড়াও ভর্তি
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামের মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান শাখায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। ভর্তির যোগ্যতা জেএসসি পাস হতে হবে। জেএসসি ছাড়াদের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ভর্তির দরকারি তারিখ—১. অনলাইনে ভর্তি এবং আবেদনের তারিখ শেষ তারিখ: ৩১ জানুয়ারি ২০২৬।
২. অষ্টম শ্রেণি বা সমমানের সনদবিহীন ভর্তি-ইচ্ছুকদের ভর্তি পরীক্ষা : ২৭ ফেব্রুয়ারি ২০২৬।
৩. ওরিয়েন্টেশন ও টিউটোরিয়াল ক্লাস শুরু : ১৫ মে ২০২৬।
ভর্তির যোগ্যতা—১. জেএসসি বা জেডিসি বা অষ্টম শ্রেণি বা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় পাস বা উত্তীর্ণ হতে হবে। (ভর্তির তারিখ ০২/১১/২০২৫ থেকে ৩১/০১/২০২৬)।
২. সরাসরি অনলাইন ভর্তির জন্য: osapsnew.bou.ac.bd
ভর্তির যোগ্যতা(জেএসসি ছাড়া) —১. যেসব শিক্ষার্থীর জেএসসি বা জেডিসি বা অষ্টম শ্রেণি বা সরকার স্বীকৃত সমমানের সনদপত্র নেই তারাও ভর্তির জন্য আবেদন করতে পারবেন, এ ক্ষেত্রে বয়স হতে হবে ন্যূনতম ১৪ বছর (৩১/১২/২০২৫ তারিখে)।
২. এসব আবেদনকারীকে যোগ্যতা যাচাইয়ের জন্য বাউবি কর্তৃক নির্ধারিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৩. এ জন্য ভর্তির প্রাথমিক আবেদন ফরম ফি বাবদ ৩০০ টাকা দিতে হবে।
৪. ভর্তি পরীক্ষার বিষয়, মানবণ্টন, তারিখ ও পরীক্ষা কেন্দ্র এবং প্রক্রিয়ার বিস্তারিত তথ্য বাউবি’র ওয়েবসাইট, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্র এবং স্টাডি সেন্টার থেকে পাওয়া যাবে। (অনলাইনে আবেদনের তারিখ ০২/১১/২০২৫ থেকে ৩১/০১/২০২৬)।
প্রয়োজনীয় কাগজ যা লাগবে—১. দুই কপি ছবি।
২. জেএসসি বা জেডিসি বা অষ্টম শ্রেণি বা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় পাস বা উত্তীর্ণের সনদ।
৩. জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি।
ভর্তি ও অন্যান্য ফি—অনলাইন আবেদন ফি: ১০০ টাকা,
রেজিস্ট্রেশন ফি : ১০০ টাকা,
কোর্স ফি (প্রতি কোর্স ৫২৫ টাকা): ৩৬৭৫ টাকা,
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) ব্যবহারিক ফি: ১০০ টাকা,
একাডেমিক ক্যালেন্ডার ফি:৫ টাকা,
ডিজিটাল আইডি কার্ড ফি: ২০০ টাকা,
পরীক্ষা ফি (প্রতি কোর্স ৫০ টাকা) : ৩৫০ টাকা,
প্রথম বর্ষ নম্বরপত্র ফি : ৭০ টাকা,
মোট আবেদন ফি: ৪৬৯৬ টাকা।
বিজ্ঞান শাখার জন্য দুটি ব্যবহারিক কোর্সের জন্য অতিরিক্ত ২০০ টাকা জমা দিতে হবে।
দরকারি তথ্য—১. অষ্টম শ্রেণি বা সমমান পাসের ক্ষেত্রে শিক্ষার্থীর নাম, পিতা ও মাতার নাম এবং জন্ম তারিখ ইত্যাদি প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্মনিবন্ধন অনুযায়ী একই রকম হতে হবে।
২. জেএসসি বা জেডিসি পাসের ক্ষেত্রে জেএসসি বা জেডিসি সনদ অনুযায়ী হতে হবে। ২০২০ সাল কিংবা তার পরবর্তীতে অষ্টম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের অষ্টম শ্রেণি পাশ সনদে বা প্রমাণকে বোর্ড কর্তৃক ইস্যুকৃত রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ থাকতে হবে। সনদবিহীনদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্মনিবন্ধন সনদ অনুযায়ী হতে হবে।
৩. তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা কোর্স ফির শতকরা ৬০ ভাগ ছাড় পাবেন।
# বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট