কুমিল্লায় হামলায় আহত ইউনুস মিয়া মারা গেছেন
Published: 3rd, April 2025 GMT
কুমিল্লায় পূর্ব বিরোধের জেরে হামলায় গুরুতর আহত ইউনুস মিয়া নামে এক যুবক মারা গেছেন। বুধবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
নিহত ইউনুস মিয়া কোতয়ালী মডেল থানার সাহেবনগর উত্তরপাড়া গ্রামের সুলতান আহমেদের ছেলে।
পুলিশ জানায়, প্রতিবেশী ছেতু মিয়ার ছেলে মো. ইউনুসের পরিবারের সঙ্গে নিহত যুবক ইউনুসের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার উভয় পরিবারের সেই বিরোধ থেকে ইউনুসকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। তাকে হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় বুধবার তিনি মারা যান।
কোতোয়ালি থানার ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
চাটমোহরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
পাবনার চাটমোহর জারদিস মোড় থেকে হান্ডিয়াল পর্যন্ত ১৪ কিলোমিটার আঞ্চলিক সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আঞ্চলিক সড়কটির নয়টি পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করে ‘চেতনায় হান্ডিয়াল’ নামে স্বেচ্ছাসেবী সংগঠন। মানববন্ধনে এলাকাবাসী অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চাটমোহরে জারদিস মোড় থেকে হান্ডিয়াল বাঘলবাড়ী পর্যন্ত সড়কের দূরত্ব ১৪ কিলোমিটার। কয়েক বছর ধরে সড়কে খানাখন্দে বৃষ্টির পানিতে তিনটি ইউনিয়নের লাখো মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। এই রাস্তা দিয়ে ঢাকার সঙ্গে সবচেয়ে কম দূরত্বে অসংখ্য যানবাহন ও মানুষ চলাচল করে। প্রায়ই দুর্ঘটনায় মানুষ হতাহত হচ্ছে।
আরো পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার থেকে সড়ক অবরোধের ডাক
লক্ষ্মীপুরে বৃষ্টি-জোয়ারে সড়ক বিচ্ছিন্ন, মানুষের দুর্ভোগ
আগামী এক মাসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রাস্তাটি সংস্কার কাজ শুরু করার দাবি জানান এলাকাবাসী। তা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। বছর খানেক আগে এই সড়কে সংস্কার কাজ শুরু হলেও গণঅভ্যুত্থানের পর তারা পালিয়ে গেছে।
চেতনায় হান্ডিয়ালের আহ্বায়ক কে এম বেলাল হোসেন স্বপনের সভাপতিত্বে ও অধ্যাপক জাকির হোসেনের সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে বক্তব্য দেন, পাবনা-৩ আসনের সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হাসানুল ইসলাম রাজা, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম কালু, মানববন্ধন আয়োজক উপ-কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম প্রমুখ।
এ বিষয়ে পাবনার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী এম আজিজ জানান, যে ঠিকাদারের গাফিলতিতে এই জনদুর্ভোগ, তিনি যাতে উপযুক্ত শাস্তি পান, সেই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত সুপারিশ করা হয়েছে। নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে সড়কটির সংস্কার দ্রুত শুরু করা হবে। সড়কটির প্রাথমিক মেরামত কাজ চলমান রয়েছে বল জানান তিনি।
ঢাকা/শাহীন/বকুল