থানা থেকে ছাত্রদল নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ওসিসহ ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
Published: 10th, April 2025 GMT
নাটোরের লালপুরে গ্রেপ্তার জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে থানা ভবন থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হকসহ ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) দায়িত্বে অবহেলার অভিযোগে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক, দায়িত্বরত একজন উপ-পরিদর্শক ও দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়। পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাগাতিপাড়ায় এক বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় মঙ্গলবার রুবেল উদ্দিনকে গ্রেপ্তার করে লালপুর থানা পুলিশ। একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী থানায় গিয়ে রুবেলকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দেয়। এসময় পুলিশ অসম্মতি জানালে নেতাকর্মীরা হট্টগোল করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।
আরো পড়ুন:
গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
যশোরে গৃহবধূকে হত্যা, স্বামী-সতিন পলাতক
এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ছিনিয়ে নেওয়া আসামিসহ জড়িতদের গ্রেপ্তারে যৌথবাহিনী অভিযান শুরু করে। পরে পাবনার ঈশ্বরদী থেকে রুবেল উদ্দিন ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে রুবেলের দুই বোন রুপা খাতুন ও ফারজানা ইয়াসমিন এবং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মঙ্গলবার রাতেই ৩৮ জনের নাম উল্লেখসহ ১৫৮ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘‘ছিনিয়ে নেওয়া আসামিসহ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে দায়িত্বে অবহেলার কারণে লালপুর থানার ওসিসহ ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে লালপুর থানায় ওসি (তদন্ত) দায়িত্ব পালন করবেন।’’
ঢাকা/আরিফুল/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান
পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক।
বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সরকারিভাবে দেশের প্রধান গোয়েন্দা সংস্থা আইএসআই-এর বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিককে নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) নিয়োগ দেওয়া হয়েছে। তিনি পাকিস্তানের দশম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
গত মঙ্গলবার মন্ত্রিসভা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেনারেল মালিক আইএসআই মহাপরিচালক হিসেবে তার বর্তমান পদও বহাল রাখবেন। তিনি সেপ্টেম্বর ২০২৪ থেকে এই পদে আছেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
তার এই নিয়োগের মাধ্যমে প্রথমবারের মতো একজন কর্মরত আইএসআই প্রধান একই সঙ্গে এনএসএ হিসেবে দায়িত্ব পালন করবেন। সাম্প্রতিক পেহেলগাম হামলার পর ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এই নিয়োগ এল।
২০২২ সালের এপ্রিলে ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই সরকার অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে এনএসএ-এর পদটি শূন্য ছিল। সে সময় মঈদ ইউসুফ এনএসএ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।