রংপুর বিভাগের দিনাজপুর শিক্ষবোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ ও জিপিএ-৫-এ  মেয়েরা এগিয়ে রয়েছে। তবে পাশের হার গত বছরের চেয়ে ১০ শতাংশ কমেছে। এবার এই বোর্ডে পাশের হার ৬৭ দশমিক ৩ শতাংশ। গত বছর এই হার ছিল ৭৮ দশমিক ৪৩ শতাংশ। এর আগের বছর পাশের হার ছিল ৭৬ দশমিক ৮৭ শতাংশ। 

দিনাজপুর শিক্ষাবোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ছাত্রদের মধ্যে পাশের হার ৬৪ দশমিক ৩৮ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৬৯ দশমিক শতাংশ। পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৬২ জন। এর মধ্যে ছাত্রী জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৫৪৬ জন এবং ছাত্র জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৫১৬ জন। এই বোর্ডে এবার ১ লাখ ২২ হাজার ১৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় পাশ করেছে। মোট পরীক্ষাথীর সংখ্যা ছিল ১ লাখ ৮৫ হাজার ৬৭ জন। এর মধ্যে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৮৩৫ জন। বিভাগের ৮ জেলায় ২৭৮২ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ২৮০টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করে। 

এবারের পরীক্ষায় বহিষ্কৃত হয়েছে ৫৯ জন পরিক্ষার্থী। শতভাগ পাশকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৪৮টি ও পাশশুন্য শিক্ষাপ্রতিষ্ঠান ১৩টি। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে দিনাজপুর জেলা। এই জেলায় জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৬৩ জন। এর পরেই রয়েছে রংপুর। এখানে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১৪৮ জন। এছাড়া গাইবান্ধায় ১ হাজার ৮১২ জন, নীলফামারীতে এক হাজার ৭৪২ জন, কুড়িগ্রামে ১ হাজার ১৫৮ জন, লালমনিরহাটে ৬২২ জন, ঠাকুরগাঁওয়ে ১ হাজার ৮২২ জন ও পঞ্চগড়ে ৭৯৫ জন জিপিএ-৫ পেয়েছে।

এদিকে দিনাজপুর শিক্ষাবোর্ডের আওতায় রংপুরের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভাল করেছে। প্রতি বছরের মত এবারও রংপুর ক্যাডেট কলেজ থেকে ৪৫ জন পরীক্ষা দিয়ে ৪৫ জনই জিপিএ-৫ পেয়েছে। রংপুর জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রংপুর ক্যান্টপাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, দি মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ভাল ফলাফল করেছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এসএসস পর ক ষ য় দশম ক

এছাড়াও পড়ুন:

শিক্ষকের ওপর হামলা, জবি ছাত্রদল নেতা মাহমুদুলের পদ স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) তিন নেতার ওপর হামলার ঘটনায় জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসানের সাংগঠনিক পদ এক মাসের জন্য স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি মর্যাদার) মো. জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে এই স্থগিতাদেশ দেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসানের সাংগঠনিক পদ আগামী ১ মাসের জন্য স্থগিত করা হলো।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিক বিন সাদেক রেসাদের ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগ তুলে মারধর শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. এ কে এম রিফাত হাসান এবং সহকারী প্রক্টর শফিকুল ইসলাম রক্ষা করতে গেলে তাদের গালিগালাজ ও হামলা করে ছাত্রদলের নেতাকর্মীরা। একই সঙ্গে শাখা বাগছাস সভাপতি, মুখ্য সংগঠক ও যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মো. ফয়সাল মুরাদ, ফেরদৌস হাসান এবং ফারুককে ‘ছাত্রলীগ’ ট্যাগ দিয়ে তাদের ওপরও হামলা ও মারধর করেন তারা। বর্তমানে তারা ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি আছেন। 

সম্পর্কিত নিবন্ধ