কিস্তিতে কেনা যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির এই তিন স্মার্টফোন
Published: 11th, April 2025 GMT
দেশের বাজারে নোট ৫০ সিরিজের নতুন তিন স্মার্টফোন এনেছে ইনফিনিক্স। ‘নোট ৫০’, ‘নোট ৫০ প্রো’ এবং ‘নোট ৫০ প্রো প্লাস’ মডেলের ফোনগুলোতে ডিপসিক এআই, এআই ক্যামেরা এবং এআই নয়েজ মিউটসুবিধা রয়েছে। এর ফলে ফোনগুলো স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের ধরন বুঝে বিভিন্ন কাজ করতে পারে। ধূসর ও বেগুনি রঙে বাজারে আসা ফোনগুলোর দাম ধরা হয়েছে যথাক্রমে ২৭ হাজার ৯৯৯, ৩১ হাজার ৯৯৯ ও ৫৪ হাজার ৯৯৯ টাকা। ক্রেতারা চাইলে চার মাসের কিস্তিতে কিনতে পারবেন ফোনগুলো। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইনফিনিক্স বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নোট ৫০ এবং নোট ৫০ প্রো মডেলের ফোনে মিডিয়াটেক হেলিও জি১০০ এবং নোট ৫০ প্রো প্লাস মডেলের ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ মডেলের শক্তিশালী প্রসেসর রয়েছে। এর ফলে একসঙ্গে একাধিক কাজ দ্রুত করার পাশাপাশি স্বচ্ছন্দে গেম খেলা যায়।
আরও পড়ুনপড়ে গেলে ভাঙে না, পর্দায় দাগও পড়ে না এই স্মার্টফোনে১৮ মার্চ ২০২৫৬.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন ট ৫০ প র
এছাড়াও পড়ুন:
তরমুজ তুলতে মাঠে নারী শ্রমিক
২ / ৯পুরুষের পাশাপাশি নারীরাও তরমুজের মাঠে কাজ করছেন।