কানাডার টি-টেন ড্রাফটে বাংলাদেশের দুই ক্রিকেটার
Published: 20th, April 2025 GMT
টি–টোয়েন্টির পর এবার বিশ্বজুড়ে বাড়ছে আরও সংক্ষিপ্ত ফরম্যাট টি-টেন ক্রিকেটের জনপ্রিয়তা। সেই ধারাবাহিকতায় নতুন করে ১০ ওভারের ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করতে যাচ্ছে কানাডাও। যেখানে নারী ও পুরুষ মিলিয়ে ১,৩০০-এর বেশি ক্রিকেটার ইতিমধ্যে নাম নিবন্ধন করেছেন। এই তালিকায় আছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও তানজিদ হাসান তামিম।
ভারতীয় ক্রীড়ামাধ্যম ক্রিকবাজ জানায়, সাবেক ভারতীয় তারকা যুবরাজ সিংয়ের নেতৃত্বে ‘কানাডা সুপার সিক্সটি’-র অধীনে এই টি–টেন লিগ চালুর অনুমোদন মিলেছে। যেখানে অংশ নিতে নাম নিবন্ধন করেছেন ৩৪ দেশের ১,১৩৫ জন পুরুষ ও ২৩৫ জন নারী ক্রিকেটার। যদিও বাংলাদেশের কতজন ক্রিকেটার নাম লিখিয়েছেন, তা নির্দিষ্ট করে বলা হয়নি।
৮ দলের এই লিগের জন্য যারা নাম নিবন্ধন করেছেন, তাদের মধ্যে রয়েছেন- ফিন অ্যালেন, সিকান্দার রাজা, নাসিম শাহ, অ্যালেক্স হেলস, শামার জোসেফ, জেসন রয়, কেশভ মহারাজ, টিম সাউদি, টিম সেইফার্ট, জিমি নিশাম, আজম খান, লুঙ্গি এনগিডি, রাইলি রুশো, ক্রিস লিন, জেসন হোল্ডার, আন্দ্রে ফ্লেচার, কাইল মায়ার্স, তাবরাইজ শামসি, মার্টিন গাপটিল, ডেভিড মালান, ভানুকা রাজাপাকসে, চাঁদ বোয়েস ও গুদাকেত মোতি।
নারী ক্রিকেটারদের তালিকাতেও রয়েছে পরিচিত সব মুখ। ম্যাডি গ্রিন, ফ্র্যান জোনাস, লিয়া তাহুহু, রোজমেরি মায়ের, তাজমিন ব্রিটস, অ্যামি স্মিথ, লোরেন উইনফিল্ড-হিল, শবনম ইসমাইল, দিয়েন্দ্রা ডটিন, সিনালো জাফটা, ফাতিমা সানা খানসহ আরও অনেকে।
টুর্নামেন্টটির প্রথম আসরের ড্রাফট খুব শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে আয়োজকরা। নারী ও পুরুষ দুই বিভাগের প্রতিযোগিতা শুরু হবে আগামী জুলাইয়ে।
টুর্নামেন্টটির সহকারী পরিচালক ও স্কটিশ কিংবদন্তি ক্রিকেটার কাইল কোয়েটজার বলেন, ‘বিশ্বের তারকা ক্রিকেটারদের এমন ব্যাপক অংশগ্রহণ দেখে আমরা রোমাঞ্চিত। এই লিগ শুধুই বিনোদন নয়, কানাডার ক্রিকেটের বিকাশেও বড় ভূমিকা রাখবে।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
অপেক্ষায় সৌমি
শোবিজের পরিচিত মুখ সেমন্তী সৌমি। ২০১২ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার সেরা ১০ জনের একজন ছিলেন সেমন্তী সৌমি। এরপর মডেল হন গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে। এর মাধ্যমে দর্শক প্রথম তাঁকে টিভিপর্দায় দেখেন। সিনেমাতেও অভিষেক হয়েছে তাঁর। জুঁতসই সিনেমা না থাকায় আলো ছড়াতে পারেননি। তবে থেমে থাকছেন না তিনি। চেষ্টায় সেরাটা দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন।
সৌমি বলেন, ‘নাটকে অভিনয় করছি নিয়মিত। ওয়েব কনটেন্টেও কাজ করছি। চলচ্চিত্রে সেভাবে নেই। আসলে চলচ্চিত্র তো বড় স্কেলের। সেখানে কাজ করলে তেমন ছবি আর গল্পের হওয়া লাগবে। আমি এখন তেমন গল্পের ছবির অপেক্ষায় আছি। আমার বিশ্বাস, ঠিকই একদিন দারুণ সুযোগ চলে আসবে।’ ভালো গল্পের সিনেমায় অপেক্ষায় থাকা সৌমির ওটিটি সিরিজে অভিনয়ের খবর চাউর হয়েছে। ভিকি জাহেদের একটি ওয়েব সিরিজে কাজ করছেন বলে গুঞ্জন উঠেছে। যেখানে সহশিল্পী হিসেবে থাকছেন আফরান নিশো ও মাসুমা রহমান নাবিলা। যদিও কাজটির বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
সিরিজটি সম্পর্কে জানতে চাইলে নীরব থেকেছেন। সৌমিকে প্রথম দেখা যায় ‘অস্তিত্ব’ সিনেমায়। পূর্ণ নায়িকা হিসেবে তাঁকে পাওয়া যায় ‘বয়ফ্রেন্ড’-এ। এতে তাঁর নায়ক ছিলেন তাসকিন রহমান। সিনেমাটি মুক্তি পায় ২০১৯ সালে।