আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ৪ নেতা ডিবির অভিযানে গ্রেপ্তার
Published: 7th, May 2025 GMT
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ। তাঁদের মধ্যে রয়েছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসমত আরা হ্যাপি।
আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডি এলাকা থেকে ইসমত আরা হ্যাপিকে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম। একই দিন রাত ১০টার দিকে কোতোয়ালি এলাকা থেকে যুবলীগ নেতা আজিম মো.
এ ছাড়া রাত ১১টার দিকে কোতোয়ালি থানার ইসলামপুর এলাকা থেকে ছাত্রলীগের সাবেক নেতা মো. সাইফুল ইসলাম সাগরকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার বিভাগের সদস্যরা। এর আগে গতকাল বিকেলে মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকা থেকে মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক তানজিম রহমান আকাশ দেওয়ানকে গ্রেপ্তার করা হয়।
ডিবি বলছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্রে যুক্ত ছিলেন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ র প ত র কর
এছাড়াও পড়ুন:
চালক গিয়েছিলেন ভাত খেতে, ফিরে দেখেন পিকআপ ভ্যানে আগুন
ময়মনসিংহের গফরগাঁওয়ে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যান আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে গফরগাঁও উপজেলার মশাখালী-মুখী সড়কের আকিয়াপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে কারা এবং কী কারণে আগুন দিয়েছে, তাৎক্ষণিকভাবে তা বলতে পারছে না কেউ।
পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, উপজেলার মশাখালী ইউনিয়নের আকিয়াপুর গ্রামের এহসান হাবিব একটি পিকআপ ভ্যান চালাতেন। এটির মালিক মুইদ সিদ্দিক ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের চান্দুরাটি গ্রামের বাসিন্দা। ২২ লাখ টাকায় প্রায় ১৫ মাস আগে পিকআপ ভ্যানটি কিনেছিলেন তিনি। গতকাল রাত তিনটার দিকে মশাখালী-মুখী সড়কের আকিয়াপুর এলাকায় পিকআপ ভ্যানটি রেখে বাড়িতে খেতে যান চালক এহসান হাবিব। এরপর তিনি ফিরে দেখেন পিকআপ ভ্যানটিতে আগুন জ্বলছে।
আরও পড়ুনআশুলিয়ায় ভোরে পিকআপ ভ্যানে থাকা সবজি ও মসলায় অগ্নিসংযোগ২ ঘণ্টা আগেমুইদ সিদ্দিক বলেন, পিকআপ ভ্যানটি নিয়ে চালকের মাছের খাদ্য আনতে যাওয়ার কথা ছিল। কিন্তু বাড়ির সামনে গাড়ি রেখে তিনি বাড়িতে খেতে যান। তাঁর যাওয়ার ১০ মিনিটের মধ্যেই পিকআপটিতে আগুন ধরে যায়। এ সময় আশপাশের লোকজন বের হয়ে দেখেন, তিনটি মোটরসাইকেলে পাঁচ থেকে ছয়জনের একটি দুর্বৃত্ত দল ঘটনাস্থল থেকে পালিয়ে যাচ্ছে। তাদের সবার মুখে মাস্ক পরা ছিল। স্থানীয় লোকজন চেষ্টা করে আগুন নেভান।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, ‘ঘটনাস্থলে আমরা পুলিশ পাঠিয়েছে। কীভাবে কী হলো, আমরা তদন্ত করছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’