রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ। তাঁদের মধ্যে রয়েছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসমত আরা হ্যাপি।

আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডি এলাকা থেকে ইসমত আরা হ্যাপিকে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম। একই দিন রাত ১০টার দিকে কোতোয়ালি এলাকা থেকে যুবলীগ নেতা আজিম মো.

মাহবুব আলমকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগ।

এ ছাড়া রাত ১১টার দিকে কোতোয়ালি থানার ইসলামপুর এলাকা থেকে ছাত্রলীগের সাবেক নেতা মো. সাইফুল ইসলাম সাগরকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার বিভাগের সদস্যরা। এর আগে গতকাল বিকেলে মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকা থেকে মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক তানজিম রহমান আকাশ দেওয়ানকে গ্রেপ্তার করা হয়।

ডিবি বলছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্রে যুক্ত ছিলেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ র প ত র কর

এছাড়াও পড়ুন:

ঢাকায় ১০ মাসে ১৯৮ খুন

ঢাকায় গত ১০ মাসে ১৯৮টি হত্যাকাণ্ড ঘটেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর)  সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি আরো জানান,  শুধু ঢাকায় প্রতি মাসে গড়ে প্রায় ২০টির মতো হত্যাকাণ্ড ঘটেছে। বেশিরভাগ ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে।

পারিবারিক সহিংসতা, পূর্ব শত্রুতার জের, আধিপত্য বিস্তার এবং অজ্ঞাতনামা নবজাতকের লাশ উদ্ধারও মতো বিষয়ও আছে বলে তিনি জানান। 

সর্বশেষ গতকাল সোমবার ঢাকার মিরপুরে দোকানে ঢুকে পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে (৪৭) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত ও অস্ত্রধারীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। দ্রুত সময়ে প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

এ বছরের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যা, গত ১৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা, ও গত ৯ জুলাই ঢাকায় লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে ও বড় পাথরখণ্ড দিয়ে মাথায় আঘাত করে হত্যার ঘটনা ছিল সবচেয়ে বেশি আলোচিত। 

ঢাকা/এমআর/ইভা 

সম্পর্কিত নিবন্ধ