ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি বলেছেন, গত জুলাই-আগষ্টসহ বিগত পনের বছরে আওয়ামী লীগের অপরাধের ব্যাপকতা ও মাত্রা এতো বেশি যে, আওয়ামী লীগকে আর রাজনৈতিক দল বলা যায় না।

এটা বরং ভয়ংকর অপরাধীদের একটি অপরাধচক্র। এরা রাজনীতি করার অধিকার হারিয়েছে। এদেরকে রাজনীতি করতে দেয়ার মানে একটি ভয়ংকর অপরাধীচক্রকে আবারো নির্মমতা চালানোর সুযোগ করে দেয়া।

শুক্রবার বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৭ নং ওয়ার্ড কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২৭ নং ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুল হক মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সুলতান মাহমুদ সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর, বিশেষ অতিথি ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, সভাপতি বন্দর উত্তর থানা, আলহাজ্ব আবুল হাসান সভাপতি বন্দর দক্ষিন থানা।

তিনি আরও বলেন, নারী সংস্কার কমিশনের প্রস্তাব কুরআন-হাদীস ও এদেশের মানুষের হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। নারী কমিশনের প্রস্তাবনায় যৌনকর্মে নিষ্পেষিত নারীদের রক্ষার বদলে তার ওপরে চলা নির্মমতাকে শ্রম আখ্যা দিয়ে নারীকে এক  বিভৎস চক্রে আটকে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে। নারীর সাথে এই ধরণের নির্মমতার প্রস্তাব যে কমিশন করে তাদের কমিশন বাতিল করতেই হবে।

পরিশেষে, ২৭ নং ওয়ার্ড ২০২৫-২৬ সেশনের নতুন কমিটিতে সভাপতি হিসেবে মো.

সাইফুল ইসলাম বাবু, সহ সভাপতি মো ফয়সাল মাহমুদ, সেক্রেটারি মো. মনিরুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক মো মামুনুর রশিদ-এর নাম ঘোষণা করা হয়।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আওয় ম ল গ ইসল ম অপর ধ

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িবহরে হামলা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তাঁকে বহনকারী গাড়ির ওপর হামলা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে নারায়ণগঞ্জ শহরের বিবি রোডের কালির বাজার মোড়ে এ ঘটনা ঘটে।

এ সময় র‌্যাব ও পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ হয়। এতে পুলিশের দুই সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সেলিনা হায়াৎকে গ্রেপ্তারের জন্য শহরের দেওভোগ এলাকায় তাঁর নতুন বাড়িতে অভিযান চালায় পুলিশ। প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর সকাল পৌনে ছয়টার দিকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় সেখানে তাঁর বিপুলসংখ্যক সমর্থক অবস্থান করছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে সেলিনা হায়াৎকে গ্রেপ্তারের পর তাঁকে নিয়ে র‌্যাব ও পুলিশের ১৫টি গাড়ি ডিবি কার্যালয়ের দিকে রওনা হয়। এ সময় ৩০-৪০ জনের একটি দল হামলা চালায়। তারা ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় সেলিনা হায়াৎ আইভীর সমর্থকদের ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যান। হামলাকারীদের ইটপাটকেলের আঘাতে পুলিশের দুই সদস্যসহ পাঁচজন আহত হন। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম–পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুনঅভিযান শুরুর ৬ ঘণ্টা পর আইভীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ৩ ঘণ্টা আগে

ওই অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসানুজ্জামান। তিনি প্রথম আলোকে বলেন, ‘সেলিনা হায়াৎকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় পুলিশের গাড়িবহরে হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আমরা বিস্ফোরণের শব্দও শুনেছি। এতে দুই পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। তবে সেলিনা হায়াতের কোনো ক্ষতি হয়নি।’

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক মেয়র সেলিনা হায়াতের নামে একাধিক মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, জুলাই–আগস্ট গণ–অভ্যুত্থানে হত্যা, হত্যার চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে সেলিনা হায়াতের নামে পাঁচটি মামলা আছে।

সম্পর্কিত নিবন্ধ

  • কাশিমপুর কারাগারে আইভী
  • শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে তাদের পাশে থাকতে হবে : মাও. জব্বার
  • আইভীর গ্রেপ্তারে রফিউর রাব্বির প্রতিক্রিয়া
  • সেলিনা হায়াৎ আইভী কাশিমপুর মহিলা কারাগারে
  • কাশিমপুর মহিলা কারাগারে আইভী
  • নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী কারাগারে
  • নারায়ণগঞ্জে গণ–অভ্যুত্থানের হত্যা মামলায় সাবেক মেয়র আইভী কারাগারে
  • অভিযান শুরুর ৬ ঘণ্টা পর আইভীকে গ্রেপ্তার
  • নারায়ণগঞ্জে আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িবহরে হামলা