রূপগঞ্জে বায়ুদূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা
Published: 12th, May 2025 GMT
রূপগঞ্জে বায়ু দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। অভিযানে উপজেলার বরপা রূপসি এলাকায় বায়ুদূষণকারী দুটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
প্রতিষ্ঠান দুটি হলো- মেসার্স বিক্রমপুর স্টিল লিমিটেড ও রিসর্সো ব্যাটারী এন্ড কোং (প্রা.) লিমিটেড। এদের মধ্যে মেসার্স বিক্রমপুর স্টিল লিমিটেডকে দুই লাখ ও রিসর্সো ব্যাটারী এন্ড কোং (প্রা.
সোমবার (১২ মে) পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম এ অভিযান পরিচালনা করে। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন প্রসিউকিশন প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জের উপপরিচালক এ, এইচ, এম রাসেদ জানান, অভিযানে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর ৮(ক) ধারা লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক ওই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
তিনি আরও জানান, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা/প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে রিভলবারসহ যুবক গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আগ্নেয়াস্ত্রসহ আলী আকবর খান (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার খানের ছেলে।
শুক্রবার (৯ মে) দিবাগত রাত পৌঁনে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশের মেঘনা টোল প্লাজা এলাকায় ঢাকাগামী তল্লাশিকালে মোটরসাইকেলসহ পুলিশ তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ৮ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি রিভলবার উদ্ধার করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে শনিবার (১০ মে) বিকেলে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
আরো পড়ুন:
মাদারীপুরে বিএনপির দু’পক্ষে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ
কুড়িগ্রামে ভুট্টাক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
ঢাকা/অনিক/বকুল