রূপগঞ্জে বায়ুদূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা
Published: 12th, May 2025 GMT
রূপগঞ্জে বায়ু দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। অভিযানে উপজেলার বরপা রূপসি এলাকায় বায়ুদূষণকারী দুটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
প্রতিষ্ঠান দুটি হলো- মেসার্স বিক্রমপুর স্টিল লিমিটেড ও রিসর্সো ব্যাটারী এন্ড কোং (প্রা.) লিমিটেড। এদের মধ্যে মেসার্স বিক্রমপুর স্টিল লিমিটেডকে দুই লাখ ও রিসর্সো ব্যাটারী এন্ড কোং (প্রা.
সোমবার (১২ মে) পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম এ অভিযান পরিচালনা করে। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন প্রসিউকিশন প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জের উপপরিচালক এ, এইচ, এম রাসেদ জানান, অভিযানে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর ৮(ক) ধারা লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক ওই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
তিনি আরও জানান, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা/প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জবাসী ফ্যাসিবাদকে মাথাচাড়া দেয়ার সুযোগ দেবে না : বাবুল
ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবী ও নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত শাটডাউন কর্মসূচির বিরুদ্ধে একযোগে মাঠে নেমেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
জুলাইয়ের গণ-অভ্যুত্থানে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের নিয়ে এই সমাবেশ আয়োজন করা হয়। ১৭ নভেম্বর সোমবার সকাল থেকেই নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া হোসিয়ারি সমিতির সামনের রাস্তায় জড়ো হতে থাকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সকাল থেকেই মহানগরের প্রতিটি থানা, ওয়ার্ডের নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। প্রতিবাদ সভাটি জনসমুদ্রে পরিণত হয়। সবার মুখে স্লোগান ছিল, ‘খুনি হাসিনার ফাঁসি চাই’।
সকাল দশটায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান’র সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও মহানগর বিএনপি নেতা প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল ও বিএনপির সাবেক সাংসদ এড. আবুল কালাম।
এসময় মহানগর বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুল বলেন, আমরা আজকে একত্রিত হয়েছি একটি সুষ্ঠু বিচার এর দাবী নিয়ে, হাসিনার ফাসির দাবী।
খুনি হাসিনার সৎ সাহস থাকলে তিনি বিচারের মুখোমুখি হতো, অথচ হাসিনা এখন ভারতে অবস্থান করছে, নেতাকর্মীদের রেখে পালিয়ে গিয়ে নানানভাবে ষড়যন্ত্র করছে দেশকে অশান্ত করার জন্য।
দেশে সন্ত্রাসের মাধ্যমে অস্থিরতা তৈরির এই অপতৎপরতা আমরা রুখে দেব, আওয়ামী লীগ আবারও নাশকতার ইঙ্গিত দিচ্ছে, তাই সাংগঠনিকভাবে আমরা ঐক্যবদ্ধ আছি তাদেরকে মোকাবেলা করার জন্য।
এই নারায়ণগঞ্জবাসী কোনো ফ্যাসিবাদকে মাথাচাড়া দেয়ার সুযোগ আর দেবে না এবং তাদের সকল দোসরদের কঠোরহাতে দমন করবে বলে আমি বিশ্বাস করি।
সমাবেশ শেষে সকাল সাড়ে এগারটায় মিশনপাড়া মোড় হতে এক বিশাল মিছিল পুরো শহর প্রদক্ষিণ করে নিতাইগঞ্জ নগর ভবনের সামনের রাস্তায় গিয়ে শেষ হয়।