বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে জিপ পাহাড়ি খাদে, নিহত ১
Published: 16th, May 2025 GMT
বান্দরবানের আলীকদম উপজেলায় জিপ (চাঁদের গাড়ি) নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০ ফুট নিচে পাহাড়ি খাদে পড়ে থংয়া ম্রো (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে নারী-পুরুষ ও শিশুও রয়েছে।
শুক্রবার (১৬ মে) বেলা ১১টার দিকে উপজেলার কলারঝিরি এলাকার জমিরাম পাড়া সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে আলীকদম-থানচি সড়কের ২৬ কিলোমিটার এলাকার মাংগু পাড়ার বাসিন্দারা একটি বিয়ের দাওয়াতে যোগ দিতে জিপ (চাঁদের গাড়ি) করে আলীকদম কলারঝিরি যাচ্ছিলেন। গাড়িটিতে থাকা সবাই ম্রো সম্প্রদায়ের এবং একই পাড়ার বাসিন্দা। গন্তব্যে পৌঁছার আগে জমিরাম পাড়ার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে জিপটি প্রায় ৫০ ফুট নিচে পাহাড়ি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই থংয়া ম্রো নামে এক যুবকের মৃত্যু হয়। দুর্ঘটনায় নারী-পুরুষ ও শিশুসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন বলেন, “জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ ফুট পাহাড়ি খাদে পড়ে ঘটনাস্থলেই একজন মারা যান বলে জেনেছি। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গেছে। তারা আসলে ঘটনার বিস্তারিত জানা যাবে।”
ঢাকা/চাই মং/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
একজনের প্রেমে পড়েছিলাম, এখন সে আমার বউ
প্রথম আলো