ঢাকাসহ দেশের ১৭ জেলার কিছু কিছু স্থানে আজ রোববার সন্ধ্যা ৬টার মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইতিমধ্যে ফরিদপুর, বরগুনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। ঢাকার আশপাশের কিছু এলাকায়ও বৃষ্টি হচ্ছে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে।

আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, গোপালগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী, পাবনা, ফরিদপুর, যশোর, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, সিলেট, কুমিল্লা ও চাঁদপুর জেলার কিছু স্থানে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।⚠️এ সময় এসব এলাকায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার বেশি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আর এই বৃষ্টির সঙ্গে থাকতে পারে বজ্রপাত।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা আজ দুপুর ১২টার দিকে প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে বরিশাল বিভাগের বরগুনাসহ কিছু স্থানে এবং ফরিদপুর ও চট্টগ্রামের কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়ে গেছে। ঢাকা ও মানিকগঞ্জ জেলার কিছু স্থানেও বৃষ্টি হয়েছে।

আজ রাজধানীতেও বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছেন কাজী জেবুন্নেসা। তিনি বলেন, বেলা তিনটার মধ্যে বৃষ্টি হতে পারে রাজধানীতে। তবে বৃষ্টির পরিমাণ বেশি হবে না।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি–দাওয়া পর্যালোচনায় কমিটি পুনর্গঠন

সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া পর্যালোচনা ও পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ দেওয়ার জন্য এ-সংক্রান্ত স্থায়ী কমিটি পুনর্গঠন করেছে সরকার।

আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ের ভেতরে আজ রোববার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ-মিছিল করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। এমন পরিস্থিতিতে দাবি-দাওয়া পর্যালোচনা-সংক্রান্ত কমিটি পুনর্গঠনের কথা জানাল জনপ্রশাসন মন্ত্রণালয়।

আরও পড়ুনপ্রত্যাহার না করা পর্যন্ত সচিবালয়ে বিক্ষোভ চালানোর ঘোষণা কর্মচারীদের৭ ঘণ্টা আগে

প্রজ্ঞাপন অনুযায়ী, পুনর্গঠন করা কমিটিতে সভাপতি হিসেবে থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব। কমিটির সদস্যরা হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সংগঠন ও ব্যবস্থাপনা-১ অধিশাখা), যুগ্ম সচিব (বিধি-১ অধিশাখা), যুগ্ম সচিব (মাঠ প্রশাসন, অভ্যন্তরীণ নিয়োগ ও নব নিয়োগ অধিশাখা), যুগ্ম সচিব (প্রশাসন অধিশাখা) এবং মন্ত্রিপরিষদ বিভাগ, অর্থ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের একজন করে প্রতিনিধি (যুগ্ম সচিবের নিচে নয়)। কমিটিতে সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সচিবালয় ও কল্যাণ অধিশাখা)। কমিটি প্রয়োজনীয় সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।

আরও পড়ুনসচিবালয়ে বিক্ষোভ, এনবিআর অচল, নগর ভবনে তালা১ ঘণ্টা আগে

এই কমিটি সরকারি কর্মচারীদের যৌক্তিক দাবি-দাওয়া পরীক্ষা-নিরীক্ষা করে মতামত ও সুপারিশ দেবে। কমিটি প্রতি মাসে একবার সভা করবে এবং প্রয়োজনে কর্মচারীদের উপযুক্ত সংখ্যক প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করতে পারবে।

সম্পর্কিত নিবন্ধ