সরকারকে জিম্মি করলে পরিস্থিতি ভালো হবে না কর্মচারীদের হুঁশিয়ারি হাসনাতের
Published: 26th, May 2025 GMT
সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “সরকারকে যদি জিম্মি করেন, সেটার পরিস্থিতি ভালো হবে না। আপনাদের তো কোনো হিম্মত ছিল না ফ্যাসিবাদী সরকারকে প্রশ্নবিদ্ধ করার।”
তিনি বলেন, “জনগণের মুখোমুখি দাঁড়িয়ে এ সরকারকে যদি আপনারা হুমকি, ধমকি দেন এবং সরকারের সংস্কার কার্যক্রমে বাধা দেন তাহলে মনে রাখবেন এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে।”
সোমবার (২৬ মে) চট্টগ্রাম নগরের ষোলশহরে বিপ্লব উদ্যান থেকে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় পথসভা শুরুর আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন:
একটা পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, ষড়যন্ত্র করছে: হাসনাত আবদুল্লাহ
‘ইন্টেরিম ৬২৬ জনের লিস্ট কোথায়?’ নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারে হাসনাতের প্রশ্ন
হাসনাত আবদুল্লাহ বলেন, “সংস্কার কার্যক্রমে বাধা দিলে কঠোর হস্তে প্রতিরোধ করা হবে। সরকারকে সহযোগিতা করুন, সংস্কার কার্যক্রমকে সহযোগিতা করুন। আপনাদের যদি সংস্কার কার্যক্রম নিয়ে কোনো পর্যালোচনা থাকে, কোনো মন্তব্য থাকে তাহলে আলোচনার মাধ্যমে সেটা সমাধান করুন। সচিবালয় থেকে যদি বাধা আসে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর হস্তে তা প্রতিরোধ করা হবে।”
তিনি বলেন, “পাঁচ আগস্টের আগ পর্যন্ত সচিবালয়ের কোনো সচিব, কোনো কর্মকর্তা, কোনো কর্মচারী কি পদত্যাগ করেছিল? রাস্তার মধ্যে সন্তানদের, দেশের সাধারণ নাগরিকদের গুলি করে যখন হত্যা করছিল একজন সচিব, একজন আমলা, একজন সরকারি কর্মকর্তা-কর্মচারী কি পদত্যাগ করেছিল? আজ যখন সরকার সংস্কার কার্যক্রম শুরু করছে, সেখানে তারা সহযোগিতা না করে বাধা হয়ে দাঁড়াচ্ছেন।”
হাসনাত আবদুল্লাহ বলেন, “আমাদের জীবন থাকতে, স্পষ্ট ভাষায় বলতে চাই; হাসনাত আবদুল্লাহ বেঁচে থাকতে, দেশে লাখ লাখ হাসনাত আবদুল্লাহ রয়েছে তারা বেঁচে থাকতে সরকারের সংস্কার কার্যক্রমে যদি বাধা আসে, সচিবালয় থেকে যদি বাধা আসে তাহলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর হস্তে সেটা প্রতিরোধ করা হবে। আপনারা এটা ভাববেন না যে, আপনাদের বিকল্প নেই। জনগণ বিকল্প খুঁজে নেবে।”
হাসনাত আবদুল্লাহ সঙ্গে ছিলেন- এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা.
ঢাকা/রেজাউল/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর জ ত য় ন গর ক প র ট আপন দ র সরক র
এছাড়াও পড়ুন:
মনোনয়ন নিয়ে চিন্তা করবেন না, জনগণের পাশে থাকুন : আজাদ
বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ বলেছেন, বিএনপি প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং নেতৃত্ব দিয়েছে। এরপর নেতৃত্ব দিয়েছেন আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর এখন নেতৃত্ব দিচ্ছেন আমাদের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান।
আমাদের নেতা তারেক রহমান বলেছেন কোন খারাপ ব্যক্তি কে বিএনপির সদস্য করা যাবে না। বিগত দিনে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা আপনাদের উপরে জুলুম নির্যাতন ও ভোল্ড ডেজার চালিয়েছিলেন তাদেরকে অবশ্যই বিএনপির সদস্য হতে দিবেন না।
আপনারা অবশ্যই সমাজের যারা ভাল ও সাধারণ মানুষ যারা বিএনপিকে পছন্দ করেন এবং যারা সন্ত্রাসী, চাঁদাবাজি ও মাদকের সাথে সম্পৃক্ত না তাদেরকে বিএনপি সদস্য করবেন। আর অনুপ্রবেশকারীরা যাতে করে কোন প্রকার দলে ঢুকতে না পারে সে বিষয়টা আপনারা খেয়াল রাখবেন।
আড়াইহাজার উপজেলা বিএনপির আওতাধীন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কার্যক্রম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
সোমবার (২৮ জুলাই) বিকেলে মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী ইউনিয়ন মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন, আড়াই হাজারে জনগণ আড়াইহাজারের বিএনপি নেতাকর্মীরা আপনারা কেউ মনোনয়ন নিয়ে চিন্তা করবেন না। মনোনয়ন নিয়ে চিন্তা করবেন জননেতা তারেক রহমান।
বাংলাদেশের কোন জায়গায় তাকে তিনি মনোনয়ন দিবেন এবং কোন জায়গায় কাকে তিনি এমপি বানাবেন, গণতান্ত্রিক প্রক্রিয়া কাকে তিনি মনোনয়ন দিবে ভোটে নির্বাচিত করে নিয়ে আসবেন সেটা চিন্তা করবেন আমার নেতা আমার অভিভাবক আপনাদের নেতা আমাদের সকলের অভিভাবক জননেতা তারেক রহমান।
১৮ সালে তো আমি নির্বাচন করেছি কে মনোনয়ন দিয়েছেন আপনারা সবাই তা জানেন। সুতরাং আপনারা সেই বিষয়ে চিন্তা না করে মাঠের সময় দিন দলের জন্য কাজ করেন। জনগণকে পাশে রাখেন জনগণের সাথে থাকেন। আমাদের নেতা জানেন কে আড়াইহাজারে কাজ করেছেন। বিগত দিনে কে দলের সাথে ছিল এবং দলের জন্য কাজ করেছে।
তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত আড়াইহাজার গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কোন প্রকার মাদককে প্রশ্রয় দেওয়া যাবে না। এবং কোন প্রকার চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া যাবে না। সন্ত্রাসী ও লুটতরাজকে প্রশ্রয় দেওয়া যাবে না।
সবাইকে ঐক্যবদ্ধভাবে এদেরকে প্রতিহত করতে হবে। সম্মানিত দল হলো বিএনপি। এদেশে জনগণ হলো বিএনপি। বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ অপরাধ করলে তার দায়ভার কিন্তু বিএনপি নিবে না।
মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহ্বায়ক লুৎফর রহমান আব্দু, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, আড়াইহাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি আঃ মান্নান চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকসহ আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।