জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পথসভায় অংশগ্রহণ করায় কিশোরগঞ্জের ইটনা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম কবিরসহ তিন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে জেলা যুবলীগ। অন্য দুজন হলেন, কিশোরগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান ও ইটনা উপজেলা যুবলীগের সদস্য বাসেত আহমেদ।

দলীয় সূত্রে জানা গেছে, ২৬ জুলাই কিশোরগঞ্জ জেলা শহরের পুরান থানা এলাকায় অনুষ্ঠিত এনসিপির পথসভার মঞ্চে উঠে বক্তব্য দেন ইটনা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম কবির। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই বক্তব্য ছড়িয়ে পড়লে দলের ভেতরে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তা ছাড়া ওই পথসভায় জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান ও ইটনা উপজেলা যুবলীগের সদস্য বাসেত আহমেদও অংশগ্রহণ করেছিলেন। পরে দলীয় গঠনতন্ত্রের ২২(ক) ধারা অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

গতকাল রোববার রাতে কিশোরগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মীর আমিনুল ইসলাম ও মো.

রুহুল আমিন খান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। তবে প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করা জেলা যুবলীগের ওই তিন নেতা বর্তমানে পলাতক রয়েছেন।

বহিষ্কৃত গোলাম কবির জানান, তিনি ২০১৮ সালেই যুবলীগ ছেড়ে দিয়ে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিলেন। পরে জুলাই আন্দোলনেও সক্রিয়ভাবে মাঠে কাজ করেছেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য বল গ র স ক শ রগঞ জ র সদস য উপজ ল

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ