দক্ষিণ আমেরিকার ফুটবলে যেন নতুন সূর্যোদয়! একদিকে ইউরোপীয় কোচিং ধারার প্রতিনিধি কার্লো আনচেলত্তি, অন্যদিকে চিকিৎসাবিদ্যা ও ব্যবসা জগৎ পেরিয়ে ফুটবলে আসা সামির দাউদ। ব্রাজিল ফুটবলের ইতিহাসে এই প্রথমবার একসঙ্গে দায়িত্ব নিলেন এমন ভিন্নধর্মী দুই নেতা। যারা মাঠের বাইরে থেকেও খেলাটিকে পাল্টে দিতে পারেন ভিতর থেকে।

স্থানীয় সময় রোববার (২৫ মে) ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এর নির্বাচনে চূড়ান্ত জয় নিশ্চিত করেন সামির দাউদ। ১৪৩ ভোটের মধ্যে ১০১ ভোটে জয়লাভ, ব্রাজিলের শীর্ষ ক্লাবগুলোর সরাসরি সমর্থন; সব মিলিয়ে তার জয় ছিল অপেক্ষাকৃত সহজ ও একচেটিয়া। চিকিৎসক থেকে ব্যবসায়ী, আর সেখান থেকে ক্রীড়া সংগঠক; তার এই যাত্রা যেন অনেকটাই অপ্রচলিত কিন্তু বিস্ময়কর।

এরই মধ্যে সোমবার (২৬ মে) রাতে রিও ডি জেনেইরোতে অবতরণ করেন ডন ‘কার্লো আনচেলত্তি। সঙ্গে ছিলেন সিবিএফের পরিচালক রদ্রিগো কায়তানো। রিয়াল মাদ্রিদে সময় শেষ করে এবার তার নতুন চ্যালেঞ্জ, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচিং করানো।

আরো পড়ুন:

আনচেলত্তির স্বপ্নদল: ঘোষণার আগেই ১২ তারকার নাম ফাঁস

ব্রাজিলের ফুটবল প্রধানকে অপসারণ, পুরো বোর্ড বরখাস্ত

সামির দাউদ আনুষ্ঠানিকভাবে আনচেলত্তিকে স্বাগত জানিয়ে জানান, ‘‘এটি আমাদের জন্য একটি নতুন যুগের শুরু। আমরা ব্রাজিলিয়ান ফুটবলে নতুন ধারণা ও গঠনমূলক পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চাই।’’

এদিকে আনচেলত্তির সামনে আরেকটি চ্যালেঞ্জ, ব্রাজিল জাতীয় দলের প্রথম স্কোয়াড ঘোষণা করা। গুঞ্জন অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার রাত ১২টায় তিনি দল প্রকাশ করতে পারেন। কারণ, সামনে আছে দুটি গুরুত্বপূর্ণ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। ৬ জুন ইকুয়েডরের বিপক্ষে খেলার পর ১১ জুন প্যারাগুয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল।

সাম্প্রতিক বছরগুলোতে ব্রাজিল যেভাবে বড় টুর্নামেন্টে ধারাবাহিকতা হারিয়েছে, তাতে বোঝাই যাচ্ছে এই যুগল নেতৃত্ব শুধু নতুন নয়, একধরনের রিসেট বাটনও।

একজন ইউরোপের সফলতম কোচদের একজন, অন্যজন নেতৃত্বে আনছেন কর্পোরেট শৃঙ্খলা ও মেডিক্যাল প্রিসিশন। ফুটবল যখন শুধু মাঠের খেলা থাকে না, তখন এ ধরনের নেতাই হয়ে ওঠেন গেমচেঞ্জার।

এই জুটির ভবিষ্যৎ ফলাফল এখন সময়ই বলবে। তবে এটুকু নিশ্চিত, ব্রাজিল ফুটবলে ভিন্নমাত্রার এক অধ্যায় শুরু হয়ে গেছে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ফ টবল

এছাড়াও পড়ুন:

যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান বেলাল হোসেন

যমুনা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক মো. বেলাল হোসেন সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি দেশের একজন সফল উদ্যোক্তা। খবর বিজ্ঞপ্তি

যমুনা ব্যাংকের ওয়েবসাইটের তথ্যানুসারে, মো. বেলাল হোসেন ১৯৫৬ সালে নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। ব্যবসা-বাণিজ্যের জগতে তাঁর পরিবারের দেশ-বিদেশে সুনাম আছে। পরিবারের মালিকানাধীন বৃহৎ আমদানিকারক প্রতিষ্ঠান ছাড়াও আছে নানা ধরনের ক্ষুদ্র ও বৃহৎ খাদ্যশস্য শিল্প। তিনি একজন বিশিষ্ট আমদানিকারক ও রপ্তানিকারক। বর্তমানে তিনি বেলকন কোম্পানি প্রাইভেট লিমিটেড, বিএইচ হাইটেক ফুড ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, নাদিয়া ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড ও বিএইচ স্পেশালাইজড কোল্ডস্টোরেজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বেলাল হোসেন নওগাঁ, দিনাজপুর ও হিলি অঞ্চলের বিভিন্ন ক্রীড়া ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। ২০০৪ সালে তিনি বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতির কাছ থেকে অতীশ দীপঙ্কর গবেষণা পরিষদের এডিজিপি ফেলো মেম্বারশিপ সম্মাননা লাভ করেন। ২০০৫ সালে এফএনএস বিজনেস অ্যাওয়ার্ডে সেরা কৃষিভিত্তিক শিল্প উদ্যোক্তা হিসেবে স্বীকৃতি পান।

বেলাল হোসেন নওগাঁ রাইস মার্চেন্ট অ্যাসোসিয়েশন, নওগাঁ এবং বাংলাদেশ অটো মেজর ও হাসকিং মিল মালিক সমিতি, ঢাকার কার্যনির্বাহী সদস্য।

সম্পর্কিত নিবন্ধ

  • নামতে গেলেই চালক বাস টান দিচ্ছিলেন, পরে লাফিয়ে নামেন
  • তানজানিয়ার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ফের বিজয়ী সামিয়া
  • আমার স্ত্রী খ্রিষ্টধর্ম গ্রহণ করছেন না: জেডি ভ্যান্স
  • নির্বাচন সামনে রেখে সরকারের ৩১ বিভাগকে প্রস্তুতির নির্দেশ ইসির
  • কর্মদিবসের শেষ দিনে প্রধান শিক্ষকের মৃত্যু
  • প্রশিক্ষকদের দায়িত্বে উদাসীনতাসহ যেসব অসংগতি উঠে এল প্রাথমিক তদন্তে
  • চবি ছাত্রদলের ৪২০ জনের কমিটিতে নারী মাত্র ১১
  • চলন্ত গাড়ির নিচে পড়েও অক্ষত অবস্থায় ফিরল ৩ বছরের শিশুটি
  • মানবাধিকার কমিশনকে শক্তিশালী ও কার্যকর করতে নতুন অধ্যাদেশ অনুমোদন
  • যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান বেলাল হোসেন