বিশ্ব মেনস্ট্রুয়াল হাইজিন ডে আজ ২৮ মে, বুধবার। দিবসটির এবারের প্রতিপাদ্য—পিরিয়ড-বান্ধব বিশ্ব গড়ে তুলতে ঐক্যবদ্ধ প্রয়াস। এ উপলক্ষে পিরিয়ড নিয়ে সচেতনতা বাড়াতে তিন দিনব্যাপী বিভিন্ন আয়োজন করেছে প্রথম আলো ডটকম।

ফ্রেশ অনন্যা নিবেদিত ‘প্রিয় অনন্যার পিরিয়ড-সচেতনতা’

পিরিয়ড নিয়ে এখনো আমাদের সমাজে রয়েছে অসংখ্য ভুল ধারণা, সংকোচ আর নীরবতা। এসব বিষয়ে সচেতন করতে ফ্রেশ অনন্যার সহযোগিতায় নির্মিত হয়েছে ‘প্রিয় অনন্যার পিরিয়ড-সচেতনতা’ নামে তিন পর্বের বিশেষ টক শো।

প্রথম পর্বের বিষয় ‘পিরিয়ড চলাকালে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পুষ্টি ও ডাবল প্রটেকশন নিশ্চিতের গুরুত্ব’। এ পর্বে অতিথি হিসেবে রয়েছেন টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের আবাসিক সার্জন ডা.

উম্মে তানিয়া নাসরিন উর্মী এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আফসারা জামান প্রতিভা।

দ্বিতীয় পর্বে ‘পিরিয়ড নিয়ে ভুল ধারণা ভাঙা, ডাবল প্রটেকশন ও খোলামেলা আলাপের প্রয়োজনীয়তা’ বিষয়ে আলোচনা করেছেন মানসিক স্বাস্থ্যবিশেষজ্ঞ অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ এবং গ্রিন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালের এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম বিভাগের প্রধান ডা. তানজিনা হোসেন।

শেষ পর্বে আলোচনার বিষয় ‘স্কুল ও কর্মস্থলে পিরিয়ড ম্যানেজমেন্ট, ট্র্যাকিং ও ডাবল প্রটেকশনের গুরুত্ব’। এতে অতিথি হিসেবে রয়েছেন স্পেশালাইজড গ‍্যাস্ট্রোলিভার কেয়ারের পুষ্টিবিদ ইসরাত জাহান এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (বিআইএসসি) সিনিয়র শিক্ষক হাসিনা মোস্তাফিজ।

এসিআই ফ্রিডম নিবেদিত প্রথম আলোর সহযোগিতায় ভিন্নধর্মী ক্যাম্পেইন ‘সুস্থ থাকি, স্বাধীন থাকি’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অনন য

এছাড়াও পড়ুন:

পরিবহনশ্রমিকদের নির্বাচন কাল, চলবে না প্রাইম মুভারসহ কনটেইনারবাহী গাড়ি

আগামীকাল সোমবার কনটেইনার পরিবহনের গাড়িচালক ও সহকারীদের সংগঠন চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেলার, কংক্রিট মিক্সচার, ফ্ল্যাটবেড ও ড্রাম ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে কাল সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কনটেইনার পরিবহনের গাড়ি চলাচল বন্ধ থাকার ঘোষণা দিয়েছে এ–সংক্রান্ত নির্বাচন উপপরিষদ।

কাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বন্দর রিপাবলিক ক্লাবে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে কনটেইনার পরিবহনের গাড়ি চলাচল বন্ধ রাখায় বন্দর ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, এই গাড়ি চলাচল বন্ধ থাকলে বন্দরে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো, ডিপো ও বন্দরে আমদানি-রপ্তানি পণ্যবাহী কনটেইনার আনা-নেওয়ার কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

বন্দরসচিব ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘কনটেইনার পরিবহনের গাড়ি চলাচল বন্ধ থাকলে বন্দরে কনটেইনার ওঠানো-নামানো ও পরিবহনের কাজে ব্যাহত হবে। তাই পালাক্রমে ভোট দিয়ে যাতে গাড়ি চলাচল স্বাভাবিক রাখা যায়, সে জন্য তাঁদের আহ্বান জানাই।’

প্রাইম মুভার ট্রেলারে করে প্রতিদিন গড়ে রপ্তানি পণ্যবাহী দুই হাজার কনটেইনার ডিপোগুলো থেকে বন্দরে নেওয়া হয়। আবার আমদানি পণ্যবাহী কনটেইনার বন্দর থেকে ডিপোতে নেওয়া হয় এ ধরনের গাড়িতে।

জানতে চাইলে কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের মহাসচিব রুহুল আমিন প্রথম আলোকে বলেন, সংগঠনটির সদস্যরা গাড়ি চলাচল স্বাভাবিক রেখে ভোট দিতে পারেন। তাহলে কাজের ক্ষতি হবে না।

এসব বিষয়ে জানতে চাইলে সংগঠনটির নির্বাচন উপপরিষদের চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান জাহিদ প্রথম আলোকে বলেন, ভোটদানের সুবিধার জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে। তবে চাইলে ভোট দিয়ে গাড়ি চালাতে পারবেন যে কেউ। আশা করি দুপুরের পর থেকে গাড়ি চলাচল স্বাভাবিক হবে।

ওয়াহিদুজ্জামান জাহিদ বলেন, কনটেইনার পরিবহনের সাড়ে ৯ হাজার প্রাইম মুভার ট্রেলার রয়েছে। ভোটার হলেন ১০ হাজার ৪৫২ জন। তিন বছর মেয়াদে এই নির্বাচনে ২৫ পদে ৬৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • ২৯ জুলাই-৮ আগস্ট ‘ফ্যাসিবাদী শক্তির’ নৈরাজ্যের আশঙ্কায় এসবির সতর্কতা
  • ২৯ জুলাই থেকে ৮ আগস্ট সময়কালে ফ্যাসিবাদী শক্তি নৈরাজ্য সৃষ্টি করতে পারে, এসবির প্রতিবেদন
  • জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি
  • দেশে ১৫ লাখ পরিবারে হেপাটাইটিস, রয়েছে এই রোগ প্রতিরোধে সচেতনতার ঘাটতি
  • পরিবহনশ্রমিকদের নির্বাচন কাল, চলবে না প্রাইম মুভারসহ কনটেইনারবাহী গাড়ি