Risingbd:
2025-07-30@10:32:00 GMT

সিএসইর শরিয়াহ সূচক সমন্বয়

Published: 28th, May 2025 GMT

সিএসইর শরিয়াহ সূচক সমন্বয়

তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্স পর্যালোচনা করে শরিয়াহ সূচক সমন্বয় করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ। এতে সিএসই শরিয়াহ সূচকে নতুন করে ৩টি কোম্পানিকে যুক্ত করা হয়েছে। একই সঙ্গে ওই সূচক থেকে বাদ পড়েছে আগের ৫টি কেম্পানি।

সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তথ্যমতে, সমন্বয়ের পর সিএসই’র শরিয়াহ সূচকে মোট কোম্পানি সংখ্যা দাঁড়িয়েছে ১২১টি। আগামী ৩ জুন (মঙ্গলবার) থেকে এটি কার্যকর হবে।

আরো পড়ুন:

সিসিএ’র সুদের ২৫ শতাংশ পাবে ইনভেস্টরস প্রোটেকশন ফান্ড

ফু-ওয়াং ফুডসের আর্থিক হিসাবে অসঙ্গতি খতিয়ে দেখবে বিএসইসি

শরিয়াহ সূচকে নতুন যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো- মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি এবং সায়হাম কটন মিলস লিমিটেড।

বাদ পড়া কোম্পানিগুলো হলো- বিডিকম অনলাইন লিমিটেড, জিবিবি পাওয়ার লিমিটেড, ওইমেক্স ইলেকট্রোড লিমিটেড, সাইহাম টেক্সটাইলস মিলস লিমিটেড এবং উসমানিয়া গ্লস শিট ফ্যাক্টরি লিমিটেড।

চূড়ান্ত সিএসই শরিয়াহ ইনডেক্স এ অন্তর্ভুক্ত ১২১ কোম্পানি হলো- আমরা নেটওয়ার্কস, আমরা টেকনোলজিস, একমি পেস্টিসাইডস, এডিএন টেলিকম, অ্যাডভেন্ট ফার্মা, এএফসি এগ্রো বায়োটেক, অগ্নি সিস্টেমস, আলিফ ইন্ডাস্ট্রিজ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, আমান কটন ফাইব্রাস, অ্যাম্বি ফার্মাসিউটিক্যালস, আনোয়ার গ্যালভানাইজিং, এপেক্স ফুডস, অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বঙ্গজ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, বারাকা পতেঙ্গা পাওয়ার, বারাকা পাওয়ার, বাটা বাংলাদেশ, বিবিএস ক্যাবলস, বিডি থাই অ্যালুমিনিয়াম, বিচ হ্যাচারি, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস, বাজার পেইন্টস বাংলাদেশ, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, কপারটেক ইন্ডাসট্রিজ, ড্যাফোডিল কম্পিউটারস, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, ডোরিন পাওয়ার জেনারেশসনস অ্যান্ড সিস্টেমস, ড্রাগন সোয়োটার অ্যান্ড স্পিনিং, ইস্টার্ন ক্যাবলস, ই-জেনারেশন, এস্কার নিট কম্পোজিট, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বিডি, ফার কেমিক্যাল ইন্ডাজট্রিজ, ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, ফাইন ফুডস লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, ফরচুন সুজ লিমিটেড, ফু-ওয়াং ফুডস্ লিমিটেড, গ্লোবাল হ্যাভি ক্যামিক্যালস লিমিটেড, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস পিএলসি, হামিদ ফ্যাব্রিক্স পিএলসি, এইচডব্লিউএ ওয়েল টেক্সটাইলস (বিডি) পিএলসি, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইসলামী ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লি.

, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড, ফারমেশন টেকনোলজি কনসালটেন্টস পিএলসি, জেএমআই হসপিটাল রিকুইজিট মানুফেকচারিং লি., জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লি., কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লি., খান ব্রদারস পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কেডিএস এক্সেসরিজ লিমিটেড, কোহিনুর ক্যামিকাল কো. (বিডি) লিমিটেড, খুলনা পাওয়ার কো. লি., লিগেসি ফুটওয়ার লিমিটেড, লাফার্জ হোলসিম বাংলাদেশ পিএলসি, লিন্ডে বাংলাদেশ লিমিটেড, লুব-রেফ (বাংলাদেশ) লি., মালেক স্পিনিং মিলস পিএলসি, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড, এমজেএল বাংলাদেশ পিএলসি, এম এল ডাইং লি., মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লি., নাহি আলুমিনিয়াম কম্পোজিট প্যানেল লি., নাভানা সিএনজি লিমিটেড, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, অলেম্পিক এক্সেসরিজ লিমিটেড, আলম্পিক ইন্ডাস্ট্রিজ লি., প্যাসিফিক ডেনিমস লিমিটেড, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লি., গ্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লি., কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রহিমা ফুড কর্পোরেশন লি., আরএকে সিরামিকস, রংপুর ফাউন্ড্রি, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস, রেকিট বেনকিজার বাংলাদেশ, রবি আক্সিয়াটা, সায়হাম কটন মিলস, স্যালভো ক্যামিকাল ইন্ডাস্ট্রিজ, সমতা লেদার কমপ্লেক্স, শমরিতা হসপিটাল, শাহজালাল ইসলামী ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, শাইনপুকুর সিরামিকস, সিলকো ফার্মাসিউটিক্যালস, সিলভা ফার্মাসিউটিক্যালস, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, স্যোশাল ইসলামী ব্যাংক, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড, সামিট পাওয়ার, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, দ্য ডাকা ডাইং অ্যান্ড মানুফেকচারিং, দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি, তিতাস গ্যাস ট্রান্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইউনিয়ন ব্যাংক, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড কোম্পানি, ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, ইয়াকিন পলিমার লিমিটেড এবং জাহিন স্পিনিং।

ঢাকা/এনটি/ফিরোজ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইন ড স ট র জ ল ম ট ড ল ইসল ম ল ইন ড স এসই প এলস

এছাড়াও পড়ুন:

পুঁজিবাজারে আসতে আগ্রহী আশুগঞ্জ পাওয়ার স্টেশন

পুঁজিবাজারে তালিকাভুক্ত আগ্রহ প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) আওতাধীন আশুগঞ্জ পাওয়ার স্টেশন। প্রতিষ্ঠানটির আসন্ন বোর্ড সভায় তালিকাভুক্তির প্রস্তাব তোলা হতে পারে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মুমিনুল ইসলাম।

ডিএসই চেয়ারম্যান বলেন, আশুগঞ্জ পাওয়ার স্টেশনের মতো সরকারি কোম্পানিগুলো আইপিও বা সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে অথবা বন্ড ইস্যু করে তাদের প্রয়োজনীয় তহবিল পুঁজিবাজার থেকে সংগ্রহ করতে পারে, তাতে করে সরকারের উপর তহবিল যোগানের চাপ কমবে৷ পাশাপাশি কোম্পানিগুলোতে সাধারণ জনগণের অংশীদারিত্বের মাধ্যমে করপোরেট গভর্নেন্সের উন্নয়ন ঘটবে৷

বৃহস্পতিবার (২৪ জুলাই) লাভজনক রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার সরকারের প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্য রেখে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিসহ বিপিডিবির আওতাধীন লাভজনক কোম্পানিগুলোকে ডিএসইতে তালিকাভুক্ত করার লক্ষ্যে ডিএসইর চেয়ারম্যান মুমিনুল ইসলাম এবং বিপিডিবি’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিমের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

পুঁজিবাজারে পতন দিয়ে সপ্তাহ শুরু, কমেছে লেনদেন

নিটল ইন্স্যুরেন্সের অর্ধবার্ষিকে মুনাফা বেড়েছে

রবিবার (২৭ জুলাই) ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিপিডিবির সদস্য এ এন এম ওবাইদুল্লাহ, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মাদ আসাদুর রহমান, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সাইয়েদ আকরাম উল্লাহ, কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ আবুল মনসুর, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মাজেদা খাতুন।

বৈঠকে দেশের অর্থনীতি ও পুঁজিবাজারের সামগ্রিক অবস্থা এবং ডিএসইর আধুনিকায়নের বিভিন্ন গৃহীত পদক্ষেপ তুলে ধরেন। একইসঙ্গে গ্রিন চ্যানেল বা ফার্স্ট ট্র্যাকের মাধ্যমে দ্রুত আইপিও আনার উদ্যোগের বিষয়টিও ডিএসই চেয়ারম্যান অবহিত করেন।

ডিএসই চেয়ারম্যান মুমিনুল ইসলাম উল্লেখ করেন, পাওয়ার সেক্টরের কোম্পানিগুলো গ্রিন বন্ড ইস্যু করে আন্তর্জাতিক ফান্ড ম্যানেজার কোম্পানি থেকেও পুঁজিবাজারের মাধ্যমে ফান্ড সংগ্রহ করতে পারে, এতে করে বিদেশি বিনিয়োগকারীরাও দেশের পুঁজিবাজারে আরো বেশি আকৃষ্ট হবে৷ ডিএসই এপিএসসিএল-কে তালিকাভুক্তিতে সকল প্রকার প্রযুক্তিগত ও প্রশাসনিক সহায়তা দিতে প্রস্তুত।

বিপিডিবির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম আশাবাদ ব্যক্ত করে বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্তির মাধ্যমে সরকারি কোম্পানি ফান্ড সংগ্রহ করতে পারলে সরকারের উপরে অর্থনৈতিক চাপ কমে আসবে এবং কোম্পানিগুলোতে সাধারণ জনগণের মালিকানা প্রতিষ্ঠিত হবে। বিপিডিবির চেয়ারম্যান ডিএসইর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এই উদ্যোগ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনার বাস্তবায়নের একটি বড় পদক্ষেপ। তিনি ২০২৫ সালের মে মাসে পুঁজিবাজার নিয়ে অনুষ্ঠিত সরকারের উচ্চপর্যায়ের বৈঠকে রাষ্ট্রায়ত্ত এবং সরকারি অংশীদারিত্বে পরিচালিত ভালো কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনার নির্দেশনা দেন।

ঢাকা/এনটি/বকুল 

সম্পর্কিত নিবন্ধ

  • পুঁজিবাজারে আসতে আগ্রহী আশুগঞ্জ পাওয়ার স্টেশন