এই সপ্তাহে ইউটিউবে কী দেখছেন দর্শক
Published: 31st, May 2025 GMT
চলতি সপ্তাহে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষ দশে রয়েছে একটি নাটক ও একটি টেলিছবি। একটির অবস্থান তিন, আরেকটির অবস্থান আট নম্বরে। প্রতিবেদনে জেনে নেওয়া যাক কী দেখছেন দেশের দর্শকেরা। আর তা দেখে তাঁদের মন্তব্যই-বা কেমন।
ইউটিউব ট্রেন্ডিংয়ের সেরা দশের তিন নম্বর রয়েছে নাটক ‘ফিরে দেখা’। মহিদুল মহিমের চিত্রনাট্য ও নির্মাণে এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জোভান ও তটিনী। সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পেয়েছে ২৬ মে।
নাটকটি সম্পর্কে নির্মাতার ভাষ্য, এটা প্রেমের গল্প। হারানো সম্পর্ক ফিরে পাওয়ার গল্প। এখন পর্যন্ত ৩৮ লাখের বেশি মানুষ নাটকটি দেখেছেন। নাটক দেখে ইউটিউবে মন্তব্য করেছেন প্রায় দেড় হাজার মানুষ, যার বেশির ভাগ মন্তব্যই ইতিবাচক। একজন লিখেছেন, ‘“ফিরে দেখা” নাটকটা দেখে মনটা ছুঁয়ে গেল। জোভান আর তটিনীর অভিনয় এত বাস্তব ছিল যে চরিত্রগুলো একসময় নিজের মনে হতে লাগল। গল্পটা যেন হারিয়ে যাওয়া সময়ের কথা মনে করিয়ে দিল। সত্যিই অসাধারণ নির্মাণ’।
আরেকজন লিখেছেন, ‘কিছু নাটক মন ছুঁয়ে যায়; এটা ঠিক তেমন একটা। অভিনয়, সংলাপ, সবকিছু পারফেক্ট’। আরেকজনের মন্তব্য, ‘ভালোবাসা নাকি অভিমান, কোনটার হবে জয়–পরাজয়, এই নিয়ে ভিন্নতর একটি রোমান্টিক ঘরানার সুন্দর একটি ভালো লাগার মতো ভালোবাসার গল্প দেখলাম।’
ইউটিউব ট্রেন্ডিংয়ের সেরা দশে আরও রয়েছে টেলিছবি ‘এজেন্ট নূর’। ট্রেন্ডিংয়ের আটে থাকা টেলিছবিটি নির্মাণ করেছেন সৈকত রেজা। এটি লিখেছেন নাহিদ হাসনাত, সাব্বির সিনরা ও নির্জন নাহুয়েল।
রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে টেলিছবিটি মুক্তি পেয়েছে ২৩ মে। ইউটিউবে এর ভিউ ছাড়িয়েছে ৪৯ লাখ।
নির্মাতা জানান, ভাইরাস ও একটি গোয়েন্দা দলের গল্প নিয়ে ‘এজেন্ট নূর’ নির্মিত হয়েছে। এতে অভিনয় করেছেন আরোহী মিম, নির্জন নাহুয়েল, শতাব্দী ওয়াদুদ, সমু চৌধুরী, ফারুক আহমেদসহ আরও অনেকে।
নাটকটি দেখে ইউটিউবে মন্তব্য করেছেন চার হাজারের বেশি মানুষ। একজন লিখেছেন, ‘সুন্দর এবং চমৎকার লুক, গল্পও সেই ভয়ানক ছিল, সামনে এগিয়ে যান।’ আরেকজন লিখেছেন, ‘সত্যি কথা বলতে অসাধারণ। নাটকের মধ্যে আমি এ রকম আগে কখনো দেখিনি।’
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান বেলাল হোসেন
যমুনা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক মো. বেলাল হোসেন সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি দেশের একজন সফল উদ্যোক্তা। খবর বিজ্ঞপ্তি
যমুনা ব্যাংকের ওয়েবসাইটের তথ্যানুসারে, মো. বেলাল হোসেন ১৯৫৬ সালে নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। ব্যবসা-বাণিজ্যের জগতে তাঁর পরিবারের দেশ-বিদেশে সুনাম আছে। পরিবারের মালিকানাধীন বৃহৎ আমদানিকারক প্রতিষ্ঠান ছাড়াও আছে নানা ধরনের ক্ষুদ্র ও বৃহৎ খাদ্যশস্য শিল্প। তিনি একজন বিশিষ্ট আমদানিকারক ও রপ্তানিকারক। বর্তমানে তিনি বেলকন কোম্পানি প্রাইভেট লিমিটেড, বিএইচ হাইটেক ফুড ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, নাদিয়া ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড ও বিএইচ স্পেশালাইজড কোল্ডস্টোরেজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বেলাল হোসেন নওগাঁ, দিনাজপুর ও হিলি অঞ্চলের বিভিন্ন ক্রীড়া ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। ২০০৪ সালে তিনি বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতির কাছ থেকে অতীশ দীপঙ্কর গবেষণা পরিষদের এডিজিপি ফেলো মেম্বারশিপ সম্মাননা লাভ করেন। ২০০৫ সালে এফএনএস বিজনেস অ্যাওয়ার্ডে সেরা কৃষিভিত্তিক শিল্প উদ্যোক্তা হিসেবে স্বীকৃতি পান।
বেলাল হোসেন নওগাঁ রাইস মার্চেন্ট অ্যাসোসিয়েশন, নওগাঁ এবং বাংলাদেশ অটো মেজর ও হাসকিং মিল মালিক সমিতি, ঢাকার কার্যনির্বাহী সদস্য।