চলতি সপ্তাহে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষ দশে রয়েছে একটি নাটক ও একটি টেলিছবি। একটির অবস্থান তিন, আরেকটির অবস্থান আট নম্বরে। প্রতিবেদনে জেনে নেওয়া যাক কী দেখছেন দেশের দর্শকেরা। আর তা দেখে তাঁদের মন্তব্যই-বা কেমন।

ইউটিউব ট্রেন্ডিংয়ের সেরা দশের তিন নম্বর রয়েছে নাটক ‘ফিরে দেখা’। মহিদুল মহিমের চিত্রনাট্য ও নির্মাণে এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জোভান ও তটিনী। সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পেয়েছে ২৬ মে।
নাটকটি সম্পর্কে নির্মাতার ভাষ্য, এটা প্রেমের গল্প। হারানো সম্পর্ক ফিরে পাওয়ার গল্প। এখন পর্যন্ত ৩৮ লাখের বেশি মানুষ নাটকটি দেখেছেন। নাটক দেখে ইউটিউবে মন্তব্য করেছেন প্রায় দেড় হাজার মানুষ, যার বেশির ভাগ মন্তব্যই ইতিবাচক। একজন লিখেছেন, ‘“ফিরে দেখা” নাটকটা দেখে মনটা ছুঁয়ে গেল। জোভান আর তটিনীর অভিনয় এত বাস্তব ছিল যে চরিত্রগুলো একসময় নিজের মনে হতে লাগল। গল্পটা যেন হারিয়ে যাওয়া সময়ের কথা মনে করিয়ে দিল। সত্যিই অসাধারণ নির্মাণ’।
আরেকজন লিখেছেন, ‘কিছু নাটক মন ছুঁয়ে যায়; এটা ঠিক তেমন একটা। অভিনয়, সংলাপ, সবকিছু পারফেক্ট’। আরেকজনের মন্তব্য, ‘ভালোবাসা নাকি অভিমান, কোনটার হবে জয়–পরাজয়, এই নিয়ে ভিন্নতর একটি রোমান্টিক ঘরানার সুন্দর একটি ভালো লাগার মতো ভালোবাসার গল্প দেখলাম।’

ইউটিউব ট্রেন্ডিংয়ের সেরা দশে আরও রয়েছে টেলিছবি ‘এজেন্ট নূর’। ট্রেন্ডিংয়ের আটে থাকা টেলিছবিটি নির্মাণ করেছেন সৈকত রেজা। এটি লিখেছেন নাহিদ হাসনাত, সাব্বির সিনরা ও নির্জন নাহুয়েল।
রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে টেলিছবিটি মুক্তি পেয়েছে ২৩ মে। ইউটিউবে এর ভিউ ছাড়িয়েছে ৪৯ লাখ।
নির্মাতা জানান, ভাইরাস ও একটি গোয়েন্দা দলের গল্প নিয়ে ‘এজেন্ট নূর’ নির্মিত হয়েছে। এতে অভিনয় করেছেন আরোহী মিম, নির্জন নাহুয়েল, শতাব্দী ওয়াদুদ, সমু চৌধুরী, ফারুক আহমেদসহ আরও অনেকে।
নাটকটি দেখে ইউটিউবে মন্তব্য করেছেন চার হাজারের বেশি মানুষ। একজন লিখেছেন, ‘সুন্দর এবং চমৎকার লুক, গল্পও সেই ভয়ানক ছিল, সামনে এগিয়ে যান।’ আরেকজন লিখেছেন, ‘সত্যি কথা বলতে অসাধারণ। নাটকের মধ্যে আমি এ রকম আগে কখনো দেখিনি।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর ছ ন ন টকট

এছাড়াও পড়ুন:

নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তা সম্পর্কে যা জানা গেলো

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সেন্ট্রাল ম্যানহাটনে একটি বহুতল অফিসে বন্দুক হামলায় নিহত হয়েছেন নিউ ইয়র্ক পুলিশের কর্মকর্তা দিদারুল ইসলাম (৩৬)। জানা গেছে, তিনি বাংলাদেশি বংশোদ্ভূত অভিবাসী ছিলেন। খবর রয়টার্সের।

নিহত কর্মকর্তা দিদরুল ইসলামকে একজন ‘বীর বাংলাদেশি অভিবাসী’ হিসেবে উল্লেখ বর্ণনা করেছেন নিউ ইয়র্কের মেয়র এবং নিউ ইয়র্কের পুলিশ কমিশনার। তারা বলেছেন, ওই কর্মকর্তা নিজের জীবন ঝুঁকিতে ফেলে অন্যদের জীবন রক্ষা করেছিলেন।

সোমবার ম্যানহাটনের মিডটাউন অফিস টাওয়ারের ভেতরে এক বন্দুকধারী হামলা চালিয়ে পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম (৩৬) সহ চারজনকে হত্যা করে। হামলাকারী পরবর্তীতে আত্মহত্যা করেছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

আরো পড়ুন:

পুতিনকে এবার ১২ দিনের আল্টিমেটাম দিলেন ট্রাম্প

নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, “ভয়াবহ একটি বন্দুক সহিংসতার ঘটনায় আমরা চারটি প্রাণ হারিয়েছি, যার মধ্যে নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগের একজন সদস্য ‘অফিসার ইসলাম’ রয়েছেন। 

অ্যাডামস জানান, নিহত অফিসার তিন বছরেরও বেশি সময় ধরে নিউ ইয়র্ক পুলিশে কর্মরত ছিলেন এবং তিনি বাংলাদেশ থেকে আসা একজন অভিবাসী।

মেয়র বলেন, “হামলার সময় অফিসার ইসলাম অন্যদের জীবন রক্ষা করছিলেন, তিনি নিউ ইয়র্কবাসীদের রক্ষা করছিলেন। তিনি এই শহরকে ভালোবাসতেন এবং আমরা যাদের সাথে কথা বলেছি তারা সবাই বলেছেন যে, তিনি একজন সৎ মানুষ ও ঈশ্বরে বিশ্বাসী ব্যক্তি ছিলেন।”

মেয়র আরো জানিয়েছেন, সোমবার রাতে তিনি অফিসর ইসলামের পরিবারের সঙ্গে দেখা করেছেন। 

মেয়র আরো বলেন, “আমি তাদেরকে বলেছি, অফিসার ইসলাম একজন একজন বীর এবং আমরা তার ত্যাগের প্রশংসা করি।”

নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেসিকা টিশ সংবাদ সম্মেলনে জানান, অফিসার ইসলাম বিবাহিত ছিলেন এবং তার দুটি সন্তান ছিল। তার স্ত্রী তৃতীয় সন্তানের মা হতে চলেছেন।

পুলিশ কমিশনার বলেন, “অফিসার ইসলাম নিজেকে ঝুঁকির মুখে ফেলেছিলেন। তিনি চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছিলেন, তাকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছিল।”

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • সব্যসাচী কাজী মোতাহার হোসেন বিজ্ঞান ও শিল্পের মেলবন্ধন ঘটিয়েছেন
  • স্কিন ব্যাংকে পর্যাপ্ত ত্বক থাকলে ৪০ শতাংশের বেশি দগ্ধ রোগীকেও বাঁচানো যায়
  • রাগ নিয়ন্ত্রণে হাদিসের ৭ উপদেশ
  • চুলে গুঁজে দিলেন ৭১১ গলফ ‘টি’
  • বাবা হারালেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত
  • ‘নতুন একটি দলের কয়েকজন মহারথী’ বলার পর বক্তব্য বদলালেন উপদেষ্টা মাহফুজ আলম
  • ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
  • ভাসানীরা না থাকলে শেখ মুজিব কখনো তৈরি হতেন না: নাহিদ
  • কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে গেল যাত্রীবাহী বাস
  • নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তা সম্পর্কে যা জানা গেলো