নোয়াখালীতে ভুয়া পরিচয়ে ভোটার হতে গিয়ে রোহিঙ্গা নাগরিকসহ আটক ৩
Published: 3rd, June 2025 GMT
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ভুয়া পরিচয়ে ভোটার হওয়ার চেষ্টার সময় দুই সহযোগীসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা। আটক রোহিঙ্গার নাম মো.নুরুল আমিন ওরফে মনছুর (৩০)। আর দুই সহযোগী হলেন উপজেলার জয়াগ ইউনিয়নের ভাউরকোট গ্রামের মো. বেলাল ও মো. সেলিম। আজ মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ওই ঘটনা ঘটে।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে নুরুল আমিন নামের এক ব্যক্তি পাশের নদনা ইউনিয়নের জন্মনিবন্ধন দেখিয়ে জয়াগ ইউনিয়নের ভোটর হওয়ার জন্য আবেদন জমা দেন। যার সঙ্গে জয়াগ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিন উদ্দিনের স্বাক্ষর করা নাগরিকত্বের সনদসহ অন্যান্য কাগজপত্র জমা দেওয়া হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহজাহান মামুন ভুয়া পরিচয়ে ভোটার হতে চাওয়া রোহিঙ্গাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, আজ বিকেল ৪টা ২০ মিনিটে ভোটার হতে আগ্রহী নুরুল আমিন নামের এক ব্যক্তিকে সাক্ষাৎকার নেওয়ার জন্য ডাকেন। ওই ব্যক্তির কথাবার্তায় তাঁর সন্দেহ হয়। একপর্যায়ে ওই ব্যক্তি একজন রোহিঙ্গা বলে স্বীকার করেন। এ সময় ওই রোহিঙ্গাকে এবং তাঁর সঙ্গে থাকা আরও দুজনকে আটক করা হয়। আটক নুরুল আমিন কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরের ২২নম্বর ক্যাম্পের আমির হোসেনের ছেলে।
নির্বাচন কর্মকর্তা শাহজাহান মামুন আরও বলেন, এ ঘটনায় জয়াগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিন উদ্দিনকে তাঁর কার্যালয়ে ডেকে পাঠানো হয়। তাঁর কাছ থেকে প্রত্যয়নপত্র নিয়ে ভোটার হতে এসেছেন ওই রোহিঙ্গা তরুণ। তা ছাড়া ওই রোহিঙ্গা ছাড়াও এই প্রক্রিয়ার সঙ্গে একটি চক্র জড়িত রয়েছে। তাই রোহিঙ্গা ও তাঁর দুই সহযোগী, ইউপি চেয়ারম্যানসহ মোট সাতজনের বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তার প্রথম আলোকে বলেন, ভুয়া পরিচয়ে ভোটার হওয়ার চেষ্টার সময় এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটক হয়েছেন ওই রোহিঙ্গার দুই সহযোগীও। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা করবে নির্বাচন কর্মকর্তার কার্যালয়। তবে চেয়ারম্যানকে এখনো আটক করা হয়নি।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম প্রথম আলোকে বলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভুয়া পরিচয় দিয়ে রোহিঙ্গা নাগরিকসহ তিনজনকে আটক করেছে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের লোকজন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে তাঁদের থানায় নিয়ে আসে। এ ঘটনায় নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের অভিযোগের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ওই র হ ঙ গ ন র ল আম ন দ ই সহয গ ভ ট র হত এ ঘটন য় উপজ ল
এছাড়াও পড়ুন:
আরো একজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র, আশঙ্কাজনক ৩
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরো একজনকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা। তার নাম ফারজানা ইয়াসমিন (৪৫)। তিনি ওই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা। এ ঘটনায় এখনো আইসিইউতে ভর্তি আছেন ২ জন।
বুধবার (৩০ জুলাই) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক নাসির উদ্দিন
তিনি বলেন, “মঙ্গলবার আইসিইউতে ছিল ৩ জন। তবে তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় আজ তাকে এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে। এখন মোট ৩২ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ৩ জন ক্রিটিক্যাল ক্যাটাগরিতে আর তাদের চেয়ে কম গুরুতর ৭ জন রয়েছে সিভিয়ার ক্যাটাগরিতে। বাকিরা অন্যান্য ওয়ার্ড ও কেবিনে ভর্তি রয়েছে। গত তিন দিনে নতুন করে কোনো মৃত্যু নেই।”
আরো পড়ুন:
সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে বললেন ‘ভুল করিনি, মাথা গরম ছিল’
মাদ্রাসার মাঠ দখল করে ইউপি সদস্যের বীজতলা
ডা. নাসির উদ্দিন বলেন, “৩২ জনের ১৪ জন শারীরিক অবস্থা উন্নতির দিকে। বাকিরা স্টেবল রয়েছে। ঘটনার পর থেকে আজ পর্যন্ত সব রোগীর একাধিকবারসহ সব মিলিয়ে ১৫৮টি ছোট-বড় অপারেশন করা হয়েছে।”
বার্ন ইনস্টিটিউটে আর আনুষ্ঠানিক ব্রিফ করা হবে না। প্রেস রিলিজের মাধ্যমে প্রতিদিনের আপডেট জানিয়ে দেওয়া হবে বলে জানান ইনস্টিটিউটের পরিচালক।
ঢাকা/সাইফ