টটেনহাম ১৭ বছর পর শিরোপা জিতেছে ১৭ দিনও হয়নি। এর মধ্যেই দলটিকে ইউরোপা লিগ জেতানো কোচ অ্যাঞ্জ পোস্তেকোগলুকে বরখাস্ত করেছে টটেনহাম হটস্পার।

গতকাল শুক্রবার এক বিবৃতিতে ইংলিশ ক্লাবটি জানিয়েছে, ‘বহুমুখী প্রতিযোগিতায় সফল হওয়ার লক্ষ্যেই এ পরিবর্তন জরুরি।’ বরখাস্ত কোচ পোস্তেকোগলু এমন সিদ্ধান্তের পর বলেছেন, দলের প্রতি কোনো অভিযোগ নেই তাঁর। নিজের সময়টাকে নিয়ে গর্বিত তিনি।

৫৯ বছর বয়সী অস্ট্রেলিয়ান কোচ পোস্তেকোগলু গত মাসেই ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে টটেনহামকে ১৭ বছরের মধ্যে প্রথম শিরোপা এনে দেন। সেই জয়ের সুবাদেই তারা পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পেয়েছে।

তবে প্রিমিয়ার লিগে টটেনহামের পারফরম্যান্স ছিল হতাশাজনক। লিগে দলটি হেরেছে ২২টি ম্যাচে, যা অবনমন হয়নি এমন দলগুলোর মধ্যে সবচেয়ে বাজে। টটেনহাম এবারের লিগ শেষ করেছে ১৭তম অবস্থানে। ইএসপিএন তাদের সূত্রের বরাতে জানিয়েছে, ক্লাব চেয়ারম্যান ড্যানিয়েল লেভি এবং পোস্তেকোগলুর মধ্যে আলোচনার পর বরখাস্তের খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

আরও পড়ুনঈদের দিনে ছয় তারকা, এক পতাকার নিচে২ ঘণ্টা আগে

দুই মৌসুম দায়িত্ব পালনের পর টটেনহাম ছাড়ছেন এই অস্ট্রেলিয়ান। ইএসপিএন জানিয়েছে, তাঁকে ক্ষতিপূরণ হিসেবে ৪০ লাখ পাউন্ড (প্রায় ৫৪ লাখ ডলার) দেওয়া হবে। ইউরোপা লিগ জয়ের জন্য তিনি আলাদা করে আরও ২০ লাখ পাউন্ড বোনাস পেয়েছেন।

শুক্রবার দেওয়া ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, ‘পুনর্মূল্যায়ন এবং গভীর পর্যালোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে অ্যাঞ্জ পোস্তেকোগলুকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। টটেনহামের ইতিহাসে মাত্র তৃতীয় কোচ হিসেবে ইউরোপিয়ান ট্রফি জয়ের গৌরব অর্জন করেছেন অ্যাঞ্জে। এ জন্য আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। তবে ক্লাবের বোর্ড সর্বসম্মতিক্রমে মনে করেছে, আমাদের ভবিষ্যৎ সফলতার জন্য এখন পরিবর্তন জরুরি।’

সনের হাতে ইউরোপা লিগের ট্রফি। টটেনহামের খেলোয়াড়দের উদ্‌যাপন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বরখ স ত ইউর প

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ