চলতি দশকে বিশ্বে অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে বিশ্বব্যাংক। ১৯৬০-এর দশকের পর থেকে চলতি দশক বিশ্ব অর্থনীতির জন্য সবচেয়ে দুর্বল দশক হতে যাচ্ছে। আর এর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধকে দায়ী করেছে বৈশ্বিক ঋণদাতা প্রতিষ্ঠানটি।

দ্বি-বার্ষিক গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস প্রতিবেদনে ওয়াশিংটনভিত্তিক ঋণদাতাটি চলতি বছর বিশ্বব্যাপী জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২ দশমিক ৩ শতাংশ করেছে, যা জানুয়ারিতে ছিল ২ দশমিক ৭ শতাংশ।

বিশ্বব্যাংক জানিয়েছে, ২০০৮ সালের পর থেকে পূর্ণ-বিকশিত মন্দার বাইরে এটিই হবে সবচেয়ে ধীর প্রবৃদ্ধির হার।

জানুয়ারি থেকে, ট্রাম্প একের পর এক ঘোষণা দিয়েছেন, শীর্ষস্থানীয় অর্থনীতির উপর শুল্ক আরোপ করেছেন।

এর মধ্যে কিছু পরবর্তীতে সংশোধন করা হয়েছে। তবে ট্রাম্প ক্ষমতায় আসার আগের তুলনায় শুল্ক এখনো উল্লেখযোগ্যভাবে বেশি এবং বাণিজ্য নীতি সম্পর্কে অনিশ্চয়তা নজিরবিহীন উচ্চতায় রয়েছে।

২০২৬ সালে বৈশ্বিক প্রবৃদ্ধির ‘মন্থরতা’ পুনরুদ্ধার, অর্থাৎ ২ দশমিক ৪ শতাংশে পৌঁছানোর আশা করা হলেও বিশ্বব্যাংক জানিয়েছে, এই দশকটি ১৯৬০-এর দশকের পর থেকে সবচেয়ে দুর্বলতম হতে পারে।

বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দ্রমিত গিল জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে উন্নয়নশীল দেশগুলোতে কয়েক দশক ধরে অর্থনৈতিক অগ্রগতি প্রায় থমকে গেছে, বিনিয়োগ ও বাণিজ্যের প্রবৃদ্ধি ধীর হয়ে গেছে এবং ঋণের স্তূপ বাড়ছে।

তিনি বলেছেন, “এশিয়ার বাইরে উন্নয়নশীল বিশ্ব একটি উন্নয়নমুক্ত অঞ্চলে পরিণত হচ্ছে। বিষয়টি এক দশকেরও বেশি সময় ধরে প্রচার করা হচ্ছে। উন্নয়নশীল অর্থনীতির প্রবৃদ্ধি তিন দশক ধরে হ্রাস পেয়েছে - ২০০০-এর দশকে বার্ষিক ৬ শতাংশ থেকে ২০১০-এর দশকে ৫ শতাংশ - ২০২০-এর দশকে ৪ শতাংশেরও কম।”
 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রব দ ধ র ব শ বব য র দশক

এছাড়াও পড়ুন:

বন্দরে চুরির মামলার ২ আসামিসহ গ্রেপ্তার ৩

বন্দরে বসতঘরে চুরির ঘটনার মামলার ২ চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর উপজেলার ফরাজীকান্দা ছোট মসজিদ এলাকার কাজীমুদ্দিনের ছেলে সাব্বির(২২) ও একই এলাকার ইয়াজল হোসেন মিয়ার ছেলে অলিদ(৪০)। এ ব্যাপারে গৃহিনী শান্তা বেগম বাদী হয়ে ধৃতদের বিরুদ্ধে  বন্দর থানায়  চুরির মামলা দায়ের করেন। যার নং ১(১১)২৫। 

এ ছাড়া সিরাজগঞ্জ জেলার সদর থানার জয়নগর এলাকার সিরাজুল মিয়ার ছেলে রেজাউল করিম (৩২) নামে এক যুবককে সন্দেহ জনক ভাবে আটক করে পুলিশ। ধৃতদের সোমবার (৩ নভেম্বর) দুপুরে উল্লেখিত মামলায়  আদালত প্রেরণ করেছে পুলিশ।

গত রোববার (২ নভেম্বর)  রাতে বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৪ অক্টোবর বন্দর উপজেলা  ফরাজীকান্দা এলাকায় এ চুরির ঘটনাটি ঘটে।

‎মামলার তথ্য সূত্রে জানা গেছে,  মামলার বাদিনী বন্দর উপজেলার ফরাজিকান্দা গ্ ছোট মসজিদস্থ তার  পিতার বাড়িতে বসবাস করে আসছে। বিবাদী একই এলাকার সম্পর্কে বাদিনী চাচাত ও ফুফাত ভাই ।

গত ৩ অক্টোবর বাদিনী নানা মৃত্যুবরন করলে বাদিনীসহ তার  পরিবারের লোকজন মুন্সিগঞ্জস্থ নানা বাড়িতে যায়। পরের দিন গত ৪ অক্টোবর বাদিনী তার পিতার বাড়িতে এসে  রুমে প্রবেশ করলে সবকিছু এলোমেলো দেখতে পায়।

সন্দেহ হলে ঘরের ভিতর তল্লাশী করিলে দেখতে পাড আমাদের দুটি এড্রয়েট মোবাইল সেট,মাটির ব্যাংকে রক্ষিত ১০ হাজার টাকা,দামী ব্রান্ডের ব্লুটোথসহ কিছু গুরুত্বপূর্ণ জিনিস চুরি করে নিয়ে যায় ।

ঘরের বিভিন্ন স্থানে খোজ করিয়াও বর্নিত মালামালের কোন সন্ধান পাওয়া যায় নাই। বিবাদীরা ইতিপূর্বেও আমার বাড়িতে চুরি করেছিল এবং আমাদের প্রতিবেশিরা আমাদের অনুপস্থিতিতে বাড়ির চারপাশে ঘুরাঘুরি করতে দেখেছে বলে জানায়।

‎‎পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।  এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃত দুই আসামীকে আদালতে পাঠানো হয়েছে।

এ ছাড়া সিরাজগঞ্জ জেলার সদর থানার জয়নগর এলাকার সিরাজুল মিয়ার ছেলে রেজাউল করিম (৩২) নামে এক যুবককে সন্দেহ জনক ভাবে আটক করে। পরে আটককৃতকে পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।  

সম্পর্কিত নিবন্ধ