চলতি দশকে বিশ্বে অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে বিশ্বব্যাংক। ১৯৬০-এর দশকের পর থেকে চলতি দশক বিশ্ব অর্থনীতির জন্য সবচেয়ে দুর্বল দশক হতে যাচ্ছে। আর এর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধকে দায়ী করেছে বৈশ্বিক ঋণদাতা প্রতিষ্ঠানটি।

দ্বি-বার্ষিক গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস প্রতিবেদনে ওয়াশিংটনভিত্তিক ঋণদাতাটি চলতি বছর বিশ্বব্যাপী জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২ দশমিক ৩ শতাংশ করেছে, যা জানুয়ারিতে ছিল ২ দশমিক ৭ শতাংশ।

বিশ্বব্যাংক জানিয়েছে, ২০০৮ সালের পর থেকে পূর্ণ-বিকশিত মন্দার বাইরে এটিই হবে সবচেয়ে ধীর প্রবৃদ্ধির হার।

জানুয়ারি থেকে, ট্রাম্প একের পর এক ঘোষণা দিয়েছেন, শীর্ষস্থানীয় অর্থনীতির উপর শুল্ক আরোপ করেছেন।

এর মধ্যে কিছু পরবর্তীতে সংশোধন করা হয়েছে। তবে ট্রাম্প ক্ষমতায় আসার আগের তুলনায় শুল্ক এখনো উল্লেখযোগ্যভাবে বেশি এবং বাণিজ্য নীতি সম্পর্কে অনিশ্চয়তা নজিরবিহীন উচ্চতায় রয়েছে।

২০২৬ সালে বৈশ্বিক প্রবৃদ্ধির ‘মন্থরতা’ পুনরুদ্ধার, অর্থাৎ ২ দশমিক ৪ শতাংশে পৌঁছানোর আশা করা হলেও বিশ্বব্যাংক জানিয়েছে, এই দশকটি ১৯৬০-এর দশকের পর থেকে সবচেয়ে দুর্বলতম হতে পারে।

বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দ্রমিত গিল জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে উন্নয়নশীল দেশগুলোতে কয়েক দশক ধরে অর্থনৈতিক অগ্রগতি প্রায় থমকে গেছে, বিনিয়োগ ও বাণিজ্যের প্রবৃদ্ধি ধীর হয়ে গেছে এবং ঋণের স্তূপ বাড়ছে।

তিনি বলেছেন, “এশিয়ার বাইরে উন্নয়নশীল বিশ্ব একটি উন্নয়নমুক্ত অঞ্চলে পরিণত হচ্ছে। বিষয়টি এক দশকেরও বেশি সময় ধরে প্রচার করা হচ্ছে। উন্নয়নশীল অর্থনীতির প্রবৃদ্ধি তিন দশক ধরে হ্রাস পেয়েছে - ২০০০-এর দশকে বার্ষিক ৬ শতাংশ থেকে ২০১০-এর দশকে ৫ শতাংশ - ২০২০-এর দশকে ৪ শতাংশেরও কম।”
 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রব দ ধ র ব শ বব য র দশক

এছাড়াও পড়ুন:

জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি

জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাঁদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তাঁরা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন।

‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।

আরও পড়ুনবিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও ৩ কোটি টাকা পাবেন নিগাররা৩০ সেপ্টেম্বর ২০২৫

‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।

সম্পর্কিত নিবন্ধ