বিশ্বে অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমালো বিশ্বব্যাংক
Published: 10th, June 2025 GMT
চলতি দশকে বিশ্বে অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে বিশ্বব্যাংক। ১৯৬০-এর দশকের পর থেকে চলতি দশক বিশ্ব অর্থনীতির জন্য সবচেয়ে দুর্বল দশক হতে যাচ্ছে। আর এর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধকে দায়ী করেছে বৈশ্বিক ঋণদাতা প্রতিষ্ঠানটি।
দ্বি-বার্ষিক গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস প্রতিবেদনে ওয়াশিংটনভিত্তিক ঋণদাতাটি চলতি বছর বিশ্বব্যাপী জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২ দশমিক ৩ শতাংশ করেছে, যা জানুয়ারিতে ছিল ২ দশমিক ৭ শতাংশ।
বিশ্বব্যাংক জানিয়েছে, ২০০৮ সালের পর থেকে পূর্ণ-বিকশিত মন্দার বাইরে এটিই হবে সবচেয়ে ধীর প্রবৃদ্ধির হার।
জানুয়ারি থেকে, ট্রাম্প একের পর এক ঘোষণা দিয়েছেন, শীর্ষস্থানীয় অর্থনীতির উপর শুল্ক আরোপ করেছেন।
এর মধ্যে কিছু পরবর্তীতে সংশোধন করা হয়েছে। তবে ট্রাম্প ক্ষমতায় আসার আগের তুলনায় শুল্ক এখনো উল্লেখযোগ্যভাবে বেশি এবং বাণিজ্য নীতি সম্পর্কে অনিশ্চয়তা নজিরবিহীন উচ্চতায় রয়েছে।
২০২৬ সালে বৈশ্বিক প্রবৃদ্ধির ‘মন্থরতা’ পুনরুদ্ধার, অর্থাৎ ২ দশমিক ৪ শতাংশে পৌঁছানোর আশা করা হলেও বিশ্বব্যাংক জানিয়েছে, এই দশকটি ১৯৬০-এর দশকের পর থেকে সবচেয়ে দুর্বলতম হতে পারে।
বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দ্রমিত গিল জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে উন্নয়নশীল দেশগুলোতে কয়েক দশক ধরে অর্থনৈতিক অগ্রগতি প্রায় থমকে গেছে, বিনিয়োগ ও বাণিজ্যের প্রবৃদ্ধি ধীর হয়ে গেছে এবং ঋণের স্তূপ বাড়ছে।
তিনি বলেছেন, “এশিয়ার বাইরে উন্নয়নশীল বিশ্ব একটি উন্নয়নমুক্ত অঞ্চলে পরিণত হচ্ছে। বিষয়টি এক দশকেরও বেশি সময় ধরে প্রচার করা হচ্ছে। উন্নয়নশীল অর্থনীতির প্রবৃদ্ধি তিন দশক ধরে হ্রাস পেয়েছে - ২০০০-এর দশকে বার্ষিক ৬ শতাংশ থেকে ২০১০-এর দশকে ৫ শতাংশ - ২০২০-এর দশকে ৪ শতাংশেরও কম।”
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প রব দ ধ র ব শ বব য র দশক
এছাড়াও পড়ুন:
ইসরায়েলের নতুন হামলায় ইরানের আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত
ইরানের রাজধানী তেহরানে এবং আশপাশের এলাকায় অবস্থিত সামরিক স্থাপনাগুলোতে নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
স্থানীয় সময় রবিবার (১৫ জুন) বিকেলে চালানো এ হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি এবং তার ডেপুটি হাসান মোহাকিক নিহত হয়েছেন।
রবিবার রাতে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন ও সংবাদ সংস্থাগুলো আনুষ্ঠানিকভাবে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। খবর টাইমস অব ইসরায়েলের।
আরো পড়ুন:
ইসরায়েলে ৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, তেল আবিব ও হাইফাতে সরাসরি আঘাত
ইরানে আবারো হামলা চালাচ্ছে ইসরায়েল
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আরো জানিয়েছে, তেহরানে ইসরায়েলের নতুন হামলায় আইআরজিসির তৃতীয় ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা মোহসেন বাঘেরিও নিহত হয়েছেন।
এর আগে, শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের প্রথম হামলায় সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, আইআরজিসির কমান্ডার হোসেইন সালামিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং অন্তত ছয় জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছিল ইরান।
রবিবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার ও শনিবার ইরানজুড়ে ইসরায়েলি হামলায় ১২৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন প্রায় ৯০০ জন। হতাহতদের মধ্যে কমপক্ষে ৪০ জন নারী এবং বেশ কয়েকজন শিশু রয়েছে।
ঢাকা/ফিরোজ