লস অ্যাঞ্জেলেসে সিনেটরকে গ্রেপ্তার নতুন করে উত্তেজনা
Published: 14th, June 2025 GMT
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অভিবাসন ও নিরাপত্তা নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসে চলমান অভিবাসন অভিযান সম্পর্কে সংবাদ সম্মেলন করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম। সেখানে প্রশ্ন করতে চাইলে ডেমোক্রেটিক সিনেটর অ্যালেক্স পাদিল্লাকে জোর করে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেন নিরাপত্তারক্ষীরা। এক পর্যায়ে তাঁকে মাটিতে ফেলে হাতকড়া পরিয়ে গ্রেপ্তার করা হয়। পরে অল্প সময়ের মধ্যেই তাঁকে আবার ছেড়ে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে পাদিল্লা বলেন, ‘আমি সিনেটর অ্যালেক্স পাদিল্লা। আমার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন রয়েছে।’ রিপাবলিকান পার্টির অনেক নেতা বলছেন, পাদিল্লা নিরাপত্তার নিয়ম মানেননি। তবে ডেমোক্র্যাটদের সঙ্গে তাঁর পাশে দাঁড়িয়েছেন অনেক রিপাবলিকান সিনেটরও। আলাস্কার রিপাবলিকান সিনেটর লিসা মুরকোউস্কিত বলেছেন, ‘পাদিল্লার সঙ্গে যা হয়েছে, তা ভুল ও অগ্রহণযোগ্য।’
অন্যদিকে, লস অ্যাঞ্জেলেসে অভিবাসন অভিযান ও বিক্ষোভ ঘিরে অস্থিরতায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তকে বহাল রেখেছেন আদালত। প্রাথমিক আদেশে লস অ্যাঞ্জেলেসের ডিস্ট্রিক্ট কোর্ট সেনা মোতায়েনকে অবৈধ ঘোষণা করলেও পরে উচ্চ আদালত সেই আদেশ স্থগিত করেন ও সেনাবাহিনীকে অবস্থানের অনুমতি দেন।
ট্রাম্প বলেছেন, যদি সেনাবাহিনী মোতায়েন করা না হতো, তবে লস অ্যাঞ্জেলেস অগ্নিকুণ্ডে পরিণত হতো। অন্যদিকে সমালোচকরা বলছেন, শান্তিপূর্ণ প্রতিবাদকে দমন করার চেষ্টায় এটি ট্রাম্পের অপ্রয়োজনীয় ও কর্তৃত্ববাদী পদক্ষেপ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: লস অ য ঞ জ ল স য ক তর ষ ট র লস অ য ঞ জ ল স
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন