জ্বরের কারণে ক্লাব বিশ্বকাপে আল হিলালের বিপক্ষে খেলতে পারেননি রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। এবার লস ব্লাঙ্কোসদের পক্ষ থেকে জানানো হয়েছে, অসুস্থ ফ্রান্সম্যান এমবাপ্পেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রিয়াল মাদ্রিদ এক বিবৃতি দিয়ে বলেছে, ‘দলের ফুটবলার কিলিয়ান এমবাপ্পে তীব্র গ্যাস্ট্রোএন্টেরাইটিসে (পেটের পীড়া) আক্রান্ত হয়েছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
সংবাদ মাধ্যম দাবি করেছে, জ্বরের সঙ্গে এমবাপ্পের ডায়রিয়া হতে থাকতে পারে। যে কারণে পেটে পীড়া আছে। ইনফেকশন হয়েছে কিনা তা পরীক্ষা করতে হবে। আল হিলালের বিপক্ষে ১-১ গোলের সমতায় ম্যাচ শেষে রিয়ালের কোচ জাবি আলোনসো জানান, এমবাপ্পে দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন কিনা নিশ্চিত নন।
রিয়াল ২৩ জুন মেক্সিকান ক্লাব পাচুকার বিপক্ষে ম্যাচ খেলবে। বিষয়টি নিয়ে আলোনসো বলেন, ‘গত দু’দিন ধরে এমবাপ্পের শরীর ভালো না। সে বেশ অসুস্থ। আমরা এখনো জানি না, দ্বিতীয় ম্যাচে সে খেলতে পারবে কিনা। আমরা বিষয়টি পরে বিবেচনা করে দেখবো।’
আল হিলালের বিপক্ষে এমবাপ্পে না থাকায় শুরুর একাদশে তরুণ স্প্যানিশ স্ট্রাইকার গঞ্জালো গার্সিয়া জায়গা পেয়েছিলেন। রাইট উইঙ্গে ছিলেন রদ্রিগো গোয়েস। গার্সিয়া রিয়ালের পক্ষে একমাত্র গোলটি করেন। যে গোলে সহায়তা দিয়েছিলেন রদ্রিগো।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক ল য় ন এমব প প ক ল ব ব শ বক প এমব প প
এছাড়াও পড়ুন:
চুলচেরা বিশ্লেষণ বিপিএলের দল নির্বাচন, ১০ কোটির ব্যাংক গ্যারান্টির অপেক্ষা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঘণ্টা তাহলে বেজেই গেল। বিপিএলের দল নির্বাচন। সাম্ভাব্য শুরু ও শেষের তারিখ। প্লেয়ার্স ড্রাফটের দিনক্ষণ ঠিক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
পাঁচ দল নিয়ে হবে বিপিএলের আগামী আসর। গুলশানে নাভানা টাওয়ারে বিপিএল গভর্নিং কাউন্সিলের সভার পর ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানাও চূড়ান্ত করেছে বিসিবি। বসুন্ধরা গ্রুপের নিয়ন্ত্রণাধীন টগি স্পোর্টস রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে। গত কয়েক বছর ধরে রংপুরকে তারাই প্রতিনিধিত্ব করছে। আগামী পাঁচ বছরও তারা থাকবে।
ট্রায়াঙ্গাল সার্ভিসকে দেওয়া হয়েছে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি। এ ছাড়া নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা। প্রত্যেককেই ফ্রাঞ্চাইজি দেয়া হয়েছে পাঁচ বছরের জন্য।
বিপিএলে ফ্রাঞ্চাইজি নির্বাচনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তিনটি বিষয়ে খেয়াল করেছে,
১) আর্থিক সামর্থ্য
২) ম্যানেজমেন্ট অ্যান্ড মোটিভেশন
৩) অভিজ্ঞতা ও ক্রিকেটে সংশ্লিষ্টতা
এজন্য কাজ করেছে অডিট ফার্ম, ল এন্ড ফোর্সমেন্ট সংস্থা, বিসিবির নিজস্ব সোর্স।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতিখার রহমান মিঠু সভা শেষে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘‘১১টা টিম ছিল। সেখান থেকে তিনটি দল প্রথম সিলেকশনে বাদ পড়ে। পরে চুলচেরা বিশ্লেষণ করে, বিপিএলের গভর্নিং কাউন্সিলের সর্বসম্মতিমতে এই পাঁচটি টিম চূড়ান্ত করতে পেরেছি।’’
পাঁচ দল নিয়ে বিপিএল আয়োজনে প্রতিদ্বন্দ্বীতা বাড়বে বলেই আশাবাদ মিঠুর, ‘‘পাঁচ দলে বরং প্রতিযোগিতা বাড়বে। একেক দলে ১১ জন করে প্লেয়ার থাকবে। আমরা চাই দেশের সকলের সুযোগ দেওয়ার। যারা কনট্রাকটিভ হবে, তারা যাতে টাকা সময়মতো পায়। আমাদের বিপিএল যে এতটা তলানীতে চলে গেছে, সেটাই বড় কারণ।’’
দলগুলোর সঙ্গে আলোচনা করে নাম ঠিক করা হবে বলে জানিয়েছে বিসিবি। আজ থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি না পেলে ফ্র্যাঞ্চাইজি বাদও হতে পারে।
বিপিএলের ১২তম আসর ১৯ ডিসেম্বর মাঠে গড়ানোর পরিকল্পনা বিসিবির। ফাইনাল হতে পারে আগামী বছরের ১৬ জানুয়ারি। আগেই নির্ধারণ করা ১৭ নভেম্বর হবে প্লেয়ার্স ড্রাফট।
রংপুর রংপুর রাইডার্স ও ঢাকা ঢাকা ক্যাপিটালস নামে বিপিএল খেলবে। এছাড়া চিটাগং বুলস, রাজশাহী স্টারস ও সিলেট ইউনাইটেড নামে মাঠে নামতে পারে দলগুলো।
ঢাকা/ইয়াসিন