ক্লাব ও জাতীয় দলের ব্যস্ত মৌসুম শেষে ছুটি কাটাতে ব্রাজিলে গেছেন স্প্যানিশ ফুটবলের নতুন সেনসেশন লামিনে ইয়ামাল। আর সেখানে গিয়েই দেখা হলো তার প্রিয় ফুটবলার, সাবেক বার্সেলোনা তারকা নেইমার জুনিয়রের সঙ্গে। শুধু দেখা নয়, দুজনের পার্টি, ঘোরাঘুরি ও খেলাধুলার মুহূর্তগুলো ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

ইয়ামাল আগেই জানিয়েছিলেন, ছোটবেলা থেকে নেইমারকে অনুসরণ করেন তিনি। তার খেলার স্টাইলেও ব্রাজিলিয়ান তারকার প্রভাব রয়েছে বলে স্বীকার করেছেন স্প্যানিশ উইঙ্গার। তাই ছুটির এই সময়টায় ‘আইডল’-এর সঙ্গে সময় কাটালেন বার্সার এই স্পেন তারকা।

???????? Neymar y Lamine siguen pasándoselo en gran en sus vacaciones por Brasil

???? via mohamedel_ab pic.

twitter.com/7OKol9rLTv

— Diario SPORT (@sport) June 20, 2025

নেইমারের সঙ্গে ইয়ামালের ছুটি কাটানো নিয়ে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, সান্তোস তারকা নেইমার গত বৃহস্পতিবার রিও ডি জেনিরোর মানগারাবিতা শহরে নিজের বাসভবনে বার্সেলোনা তারকা ইয়ামালকে স্বাগত জানিয়েছেন। নেইমার নিজেও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ইয়ামালের সঙ্গে সময় কাটানোর ভিডিও পোস্ট করেন।

ব্রাজিলে নেইমারের সঙ্গে সমুদ্রসৈকতের পাশে ফুটভলি খেলতে দেখা গেছে ইয়ামালকে। ফুটবল ও ভলিবলের সংমিশ্রণে গঠিত এই খেলায় ইয়ামাল বেশ ভালোই প্রতিদ্বন্দ্বিতা করেন নেইমার ও তার বন্ধুদের সঙ্গে। এরপর দুজনকে দেখা গেছে একটি স্পিড বাগি রাইডে, যেখানে তারা ব্রাজিলের সৌন্দর্য উপভোগ করেন। এছাড়াও একটি আর্কেড গেম সেন্টারে নেইমার ও ইয়ামালকে একসঙ্গে বাস্কেটবল খেলতে দেখা যায়। একটি পুল পার্টিতেও একসঙ্গে দেখা গেছে দুজনকে। দেখে মনে হবে, ৩৩ বছর বয়সী নেইমার যেন ছোট ভাইয়ের মতো করে আপন করে নিয়েছেন ১৭ বছর বয়সী ইয়ামালকে।

Neymar & Lamine Yamal playing some futvôlei in Brazil ????????☀️ pic.twitter.com/ilXMsySqwz

— Ginga Bonito ???????? (@GingaBonitoHub) June 19, 2025

বার্সার হয়ে দুর্দান্ত মৌসুম শেষে এখন বিশ্রামে আছেন ইয়ামাল। ক্লাব বিশ্বকাপে অংশ নিতে না পারায় গ্রীষ্মটা পুরোপুরি নিজের মতো কাটানোর সুযোগ পেয়েছেন তিনি। এর আগে স্পেনের হয়ে ইউরোপিয়ান নেশন্স লিগের ফাইনালে পর্তুগালের বিপক্ষে হারের মধ্য দিয়ে শেষ হয়েছে তার ক্লাব-জাতীয় দলের ব্যস্ত মৌসুম।

বার্সার হয়ে সদ্যসমাপ্ত মৌসুমে ৫৫ ম্যাচে ১৮ গোল ও ২৫ অ্যাসিস্ট করে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন তিনি। তার এই পারফরম্যান্স তাকে ব্যালন ডি’অর আলোচনাতেও নিয়ে এসেছে। অনেকেই বলছেন, তিনি যেন মেসি ও নেইমারের এক অসাধারণ সংমিশ্রণ। এমনকি গুঞ্জন ছিল, নেইমারের অনুকরণ করতেই কোপা দেল রের ফাইনালের আগে চুলে সোনালী রঙ করেছিলেন ইয়ামাল।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

চুলচেরা বিশ্লেষণ বিপিএলের দল নির্বাচন, ১০ কোটির ব‌্যাংক গ‌্যারান্টির অপেক্ষা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঘণ্টা তাহলে বেজেই গেল। বিপিএলের দল নির্বাচন। সাম্ভাব‌্য শুরু ও শেষের তারিখ। প্লেয়ার্স ড্রাফটের দিনক্ষণ ঠিক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুয়েক দিনের মধ‌্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
পাঁচ দল নিয়ে হবে বিপিএলের আগামী আসর। গুলশানে নাভানা টাওয়ারে বিপিএল গভর্নিং কাউন্সিলের সভার পর ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানাও চূড়ান্ত করেছে বিসিবি। বসুন্ধরা গ্রুপের নিয়ন্ত্রণাধীন টগি স্পোর্টস রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে। গত কয়েক বছর ধরে রংপুরকে তারাই প্রতিনিধিত্ব করছে। আগামী পাঁচ বছরও তারা থাকবে।
ট্রায়াঙ্গাল সার্ভিসকে দেওয়া হয়েছে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি। এ ছাড়া নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা। প্রত‌্যেককেই ফ্রাঞ্চাইজি দেয়া হয়েছে পাঁচ বছরের জন‌্য।
বিপিএলে ফ্রাঞ্চাইজি নির্বাচনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তিনটি বিষয়ে খেয়াল করেছে,
১) আর্থিক সামর্থ‌্য
২) ম‌্যানেজমেন্ট অ‌্যান্ড মোটিভেশন
৩) অভিজ্ঞতা ও ক্রিকেটে সংশ্লিষ্টতা
এজন‌্য কাজ করেছে অডিট ফার্ম, ল এন্ড ফোর্সমেন্ট সংস্থা, বিসিবির নিজস্ব সোর্স।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতিখার রহমান মিঠু সভা শেষে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘‘১১টা টিম ছিল। সেখান থেকে তিনটি দল প্রথম সিলেকশনে বাদ পড়ে। পরে চুলচেরা বিশ্লেষণ করে, বিপিএলের গভর্নিং কাউন্সিলের সর্বসম্মতিমতে এই পাঁচটি টিম চূড়ান্ত করতে পেরেছি।’’

পাঁচ দল নিয়ে বিপিএল আয়োজনে প্রতিদ্বন্দ্বীতা বাড়বে বলেই আশাবাদ মিঠুর, ‘‘পাঁচ দলে বরং প্রতিযোগিতা বাড়বে। একেক দলে ১১ জন করে প্লেয়ার থাকবে। আমরা চাই দেশের সকলের সুযোগ দেওয়ার। যারা কনট্রাকটিভ হবে, তারা যাতে টাকা সময়মতো পায়। আমাদের বিপিএল যে এতটা তলানীতে চলে গেছে, সেটাই বড় কারণ।’’

দলগুলোর সঙ্গে আলোচনা করে নাম ঠিক করা হবে বলে জানিয়েছে বিসিবি। আজ থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি না পেলে ফ্র‌্যাঞ্চাইজি বাদও হতে পারে।

বিপিএলের ১২তম আসর ১৯ ডিসেম্বর মাঠে গড়ানোর পরিকল্পনা বিসিবির। ফাইনাল হতে পারে আগামী বছরের ১৬ জানুয়ারি। আগেই নির্ধারণ করা ১৭ নভেম্বর হবে প্লেয়ার্স ড্রাফট।

রংপুর রংপুর রাইডার্স ও ঢাকা ঢাকা ক‌্যাপিটালস নামে বিপিএল খেলবে। এছাড়া চিটাগং বুলস, রাজশাহী স্টারস ও সিলেট ইউনাইটেড নামে মাঠে নামতে পারে দলগুলো।

ঢাকা/ইয়াসিন 

সম্পর্কিত নিবন্ধ