গল টেস্টের প্রথম দুই দিন ছিল বাংলাদেশের দখলে, কিন্তু তৃতীয় দিন নিজেদের করে নেয় শ্রীলঙ্কা। চতুর্থ দিন সকালে দারুণ বোলিংয়ে ফের ম্যাচে নিয়ন্ত্রণ নেয় টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতেও ছিল দৃঢ়তা। ম্যাচটি ড্রয়ের দিকে এগোচ্ছে মনে হলেও এখনো দুই দলই জয়ের ভাবনায়। তবে শ্রীলঙ্কার অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস জানিয়ে দিলেন, তারা মাঠে নামবেন জয়ের লক্ষ্য নিয়েই।

চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে কামিন্দু বলেন, ‘যে লক্ষ্যই তারা আমাদের দিক, সেটি তাড়া করতেই হবে। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে সকালে দ্রুত উইকেট তুলে নেয়া। ওরা ভালো রান রেটে খেলছে। কিন্তু আমরা যদি সকালেই বাংলাদেশকে অলআউট করে দিতে পারি, তাহলে ওই রান আমরা চেইজ করে ফেলতে পারব।’

চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৭৭ রান, লিড ১৮৭। টেস্টে জয়ের জন্য যদি বাংলাদেশ তিনশো রানের লক্ষ্য দাঁড় করায়, তাহলে পঞ্চম দিনের প্রথম সেশনে তাদের করতে হবে আরও ১০০–১২০ রান। এই সমীকরণ মাথায় রেখেই আত্মবিশ্বাসী লঙ্কানরা। কামিন্দু মনে করেন, দুই সেশন ব্যাটিংয়ের সুযোগ পেলে তারা লক্ষ্য তাড়া করতে পারবেন।

তিনি বলেন, ‘প্রথম সেশনে বাংলাদেশ যত রানই করুক না কেন, এরপরও আমাদের হাতে থাকবে দুই সেশন। তারা যদি ৩০০ করতে চায়, তাহলে ওদের ১০০–১২০ রান করতে হবে। ওই সময় আমরা যদি তাদের অলআউট করতে পারি, তাহলে বাকি রান তাড়া করা সম্ভব হবে। রান তাড়ার ব্যাপারে আমরা ইতিবাচক।’

শেষে আশাবাদী কণ্ঠে কামিন্দু বলেন, ‘আগে দরকার দ্রুত উইকেট তোলা। এরপর যে রান দরকার হবে, সেটার পেছনে আমরা ছুটব।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: লক ষ য প রথম

এছাড়াও পড়ুন:

হেলিকপ্টার দুর্ঘটনায় ঘানার ২ মন্ত্রীসহ নিহত ৮

হেলিকপ্টার দুর্ঘটনায় ঘানার প্রতিরক্ষা ও পরিবেশমন্ত্রীসহ আটজন নিহত হয়েছেন। বুধবার ঘানার সরকার এ তথ্য জানিয়েছে।

বুধবার প্রেসিডেন্ট জন মাহামার চিফ অফ স্টাফ জুলিয়াস ডেব্রাহা জানিয়েছেন, দেশের দক্ষিণাঞ্চলীয় আশান্ত অঞ্চলে দুর্ঘটনায় নিহতদের মধ্যে প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোমাহ এবং পরিবেশমন্ত্রী ইব্রাহিম মুরতালা মুহাম্মদ রয়েছেন।

ডেব্রাহা বলেছেন, “প্রেসিডেন্ট এবং সরকার জাতির সেবায় নিয়োজিত আমাদের কমরেড ও সেনাদের পরিবারের প্রতি সমবেদনা ও সংহতি প্রকাশ করছেন।”

নিহতদের মধ্যে জাতীয় নিরাপত্তার উপ-সমন্বয়কারী ও সাবেক কৃষিমন্ত্রী আলহাজি মোহাম্মদ মুনিরু লিমুনা এবং মাহামার ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেস (এনডিসি) দলের ভাইস চেয়ারম্যান স্যামুয়েল সারপংও রয়েছেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ