শান্ত-মুশফিকে প্রথম ইনিংসে এসেছিল ২৬৪ রানের জুটি। দ্বিতীয় ইনিংসেও ইতোমধ্যে শতরাঙের জুটি পেয়েছে তারা। দুজনের জুটি শতক ছুঁয়েছে ১৬৭ বলে। ফিফটির পথে এগিয়ে যাচ্ছেন মুশফিক, ম‍্যাচে আরেকটি সেঞ্চুরির পথে শান্ত। ৭২ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ২৩৩। ৪৮ রানে খেলছেন মুশফিক। ৮৬ রানে ব‍্যাট করছেন শান্ত।

শান্ত-মুশফিকে ২০০ ছাড়াল বাংলাদেশের লিড

লিড বাড়ানোর আশায় গল টেস্টের পঞ্চম দিনের খেলায় মাঠে বাংলাদেশ। ১৮৭ রানের লিড নিয়ে মাঠে নেমেছিলেন দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম-নাজমুল হোসেন শান্ত। দুই ব্যাটার মিলে এখন পর্যন্ত যোগ করেছেন আরও ১৯ রান। বাংলাদেশের রান ৩ উইকেটে ১৯৬। ইতোমধ্যে দুইশ ছাড়িয়েছে বাংলাদেশের লিড। ৬৬ রানে খেলছেন শান্ত, ৩১ রানে ব‍্যাট করছেন মুশফিক।

গল টেস্টের পঞ্চম দিন এখন বাংলাদেশ এমন এক অবস্থানে আছে, যেখান থেকে জয়, ড্র কিংবা হারতেও পারে বাংলাদেশ। টাইগারদের জিততে হলে স্কোরবোর্ডে ভালো পুঁজি তুলে লঙ্কানদের অলআউট করতে হবে। ড্র করতে হলেও ভালো পুঁজি দরকার। কারণ অলআউট করা না গেলেও যেন সারাদিন পার করতে পারে বাংলাদেশ। আবার পঞ্চম দিন বাংলাদেশ যদি ব্যাটিং ধসে পড়ে তাহলে ওয়ানডে স্টাইলে খেলে ম্যাচ জিততেও পারে লঙ্কানরা।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

৯৩ রানে অলআউট ভারত, ১৫ বছর পর ভারতের মাটিতে দ. আফ্রিকার টেস্ট জয়

টেম্বা বাভুমার সাহস আছে বলতে হবে। কলকাতা টেস্টে জিততে ভারতের তখন দরকার ৪৭ রান। হাতে ৩ উইকেট। খাতা কলমে ৩ উইকেট থাকলেও আসলে উইকেট ছিল ২টি। কারণ চোটের কারণে শুবমান গিল হাসপাতালে। উইকেটে অক্ষর প্যাটেল ও যশপ্রীত বুমরা। মানে অক্ষরের ওপরই সব ভরসা। এমন সময়ে বাভুমা বল তুলে দিলেন কেশব মহারাজের হাতে। বাঁহাতি ব্যাটসম্যানের সামনে একজন বাঁহাতি স্পিনারকে আনলেন।

অক্ষর এটাকে দেখলেন বড় সুযোগ হিসেবে। প্রথম চার বলে ২ ছক্কা ও ১ চারে নিলেন ১৬ রান। বাভুমার সিদ্ধান্ত নিয়ে তখন ধারাভাষ্যকক্ষে প্রশ্ন। এমন সময়ে ওভারের পঞ্চম বলে মহারাজকে ছক্কা মারতে গিয়ে বাভুমার হাতেই ক্যাচ দেন অক্ষর। ওভারের শেষ বলে মোহাম্মদ সিরাজকেও আউট করে দেন মহারাজ। তাতে ভারতকে ৯৩ রানে গুটিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। ১২৪ রানের লক্ষ্য দিয়ে তাতে দক্ষিণ আফ্রিকা জিতেছে ৩০ রানে। ১৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট জিতেছে দক্ষিণ আফ্রিকা।

বিস্তারিত আসছে...

সম্পর্কিত নিবন্ধ

  • ভারতের কলকাতা টেস্টে হারের ৫ কারণ
  • স্পিনিং উইকেটে ভারতীয় ব্যাটসম্যানদের দক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন পাঠান
  • দ. আফ্রিকার জন্য গর্ত খুঁড়ে তৃতীয় দিনেই হারল ভারত
  • ৯৩ রানে অলআউট ভারত, ১৫ বছর পর ভারতের মাটিতে দ. আফ্রিকার টেস্ট জয়