গত মৌসুমে ড্রাফট থেকে রিশাদ হোসেনকে দলে নিয়েও মাঠে নামাতে পারেনি হোবার্ট হারিকেন্স। জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর এবং বিপিএলের সূচি সংঘর্ষের কারণে খেলতে পারেননি উদীয়মান লেগস্পিনার। তবে চলতি মৌসুমে আবারও আস্থা রেখেছে বিগ ব্যাশ চ্যাম্পিয়ন হোবার্ট। এবার যেন আর কোনো বাধায় না থেমে যায় রিশাদের অস্ট্রেলিয়ান অধ্যায়।

হোবার্ট হারিকেন্সে রিশাদের অন্তর্ভুক্তিতে বড় ভূমিকা রেখেছেন দলের হেড অব স্ট্র্যাটেজি ও সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। আর পন্টিংয়ের প্রশংসা থেকেই এবার মুগ্ধতা প্রকাশ করলেন আরেক কিংবদন্তি সাবেক অধিনায়ক ও জনপ্রিয় ধারাভাষ্যকার অ্যারন ফিঞ্চ।

রিশাদকে নিয়ে ফিঞ্চ বলেন, ‘এই বাংলাদেশি লেগ স্পিনার অসাধারণভাবে বল ঘোরান। রিকি পন্টিং তাকে নিয়ে যেভাবে উঁচু পর্যায়ের প্রশংসা করেছেন, তা থেকে বুঝে নিতে হবে তার সম্ভাবনা কতটা বিশাল।’

আধুনিক লেগ স্পিনারদের মধ্যে রিশাদের বোলিং ধরণকে ব্যতিক্রম বলেই মানছেন ফিঞ্চ। তার ভাষায়, ‘রিশাদ একটু আলাদা। সে হাওয়ায় বল ভাসিয়ে বোলিং করতে পছন্দ করে। চাপে পড়লে গতি কমায়, ভিন্ন কৌশলে উইকেট নেয়ার চেষ্টা করে।’

ফিঞ্চ আরও বলেন, ‘আমি রিশাদের তুলনা করব ইশ সোধির সঙ্গে। রশিদ খান যেমন জোরে বল করে স্টাম্প লক্ষ্য করে, রিশাদ তেমন নয়। তার গুগলি অসাধারণ, গতির বৈচিত্র্য আছে, হাওয়ায় ভাসিয়ে খেলোয়াড়দের বিভ্রান্ত করতে পারে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সে দারুণ বল করেছে।’

শুধু ফিঞ্চ নন, রিশাদের প্রশংসা এসেছে হোবার্টের অধিনায়ক নাথান এলিসের মুখ থেকেও। তিনি জানান, ‘রিশাদ ও রেহানকে নিয়েছি আমরা, কারণ মাঝের ওভারে উইকেট নেয়ার সামর্থ্য বাড়ানোই আমাদের লক্ষ্য। আমরা তাকে গত বছরও চেয়েছিলাম, এবার পেয়েছি। দলে পেয়ে আমরা রোমাঞ্চিত।’

রিশাদ হোসেন এবার নিজেও প্রস্তুত পুরো মৌসুম খেলতে। কারণ এই সময় বাংলাদেশ জাতীয় দলের কোনো আন্তর্জাতিক সূচি নেই। ইতিমধ্যে পুরো বিগ ব্যাশ মৌসুম খেলতে নিজের নাম নিবন্ধন করেছেন তিনি।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কবুতর চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা

নাটোরের সিংড়ায় কবুতর চুরির সন্দেহে আকরাম হোসেন নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এলাকাবাসীর বিরুদ্ধে।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে সিংড়া পাটকোল এলাকায় আকরামকে মারধর করা হয়। বিকেল ৪টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।

সিংড়া থানার ওসি মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় গ্রেপ্তার আরো ২

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৫

নিহত আকরাম হোসেন উপজেলা পার সিংড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।

ওসি মমিনুজ্জামান জানান, এক সপ্তাহে আগে সিংড়া পাটকোল এলাকার মিঠুর কবুতরের খামার থেকে কবুতর চুরি করে পালিয়ে যান আকরাম। গতকাল শুক্রবার দুপুরে আবারো কবুতর চুরি করতে গেছেন এমন সন্দেহে আকরামকে ধরে গণপিটুনি দেন এলাকাবাসী। গুরুতর অবস্থায় তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তিনি মারা যান। 

তিনি আরো জানান, তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা/আরিফুল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ