পঞ্চাশের আগে শ্রীলঙ্কার ৪ উইকেট নিল বাংলাদেশ
Published: 21st, June 2025 GMT
দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন নাজমুল শান্ত। তার ব্যাটে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৮৫ রান তোলে সফরকারীরা। ২৯৫ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে। জবাব দিতে নেমে ২৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৮ রান করেছে শ্রীলঙ্কা। গল টেস্টের বাকি আছে ১৪ ওভার।
ক্রিজে আছেন কামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভা। এর আগে পাথুম নিশাঙ্কা ২৪ রান করে ফিরেছেন। লাহিরু উদারা ৯ ও অ্যাঞ্জেল ম্যাথুস ৮ রান করে ফিরেছেন। দিনেশ চান্ডিমাল ৬ রান করে বোল্ড হয়েছেন।
গলে শান্তর ব্যাক টু ব্যাক সেঞ্চুরি: গলে প্রথম ইনিংসে ২৭৯ বলে ১৪৮ রান করেছিলেন শান্ত। দ্বিতীয় ইনিংসে ১৯৯ বলে ১২৫ রানের হার না মানা ইনিংস খেলেছেন তিনি। টেস্টে অধিনায়ক হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরি করা ১৬তম ক্রিকেটার শান্ত।
মুশফিকের ফিফটি মিস: প্রথম ইনিংসে ১৬৩ রান করা মুশফিকুর রহিম দ্বিতীয় ইনিংসে ৪৯ রান করে আউট হয়েছেন। তার আউটের পরই সাজঘরে ফেরেন উইকেটরক্ষক লিটন দাস (৩) ও জাকের আলী (২)।
বাংলাদেশের লিড: প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৮৫ রান তোলে। সেঞ্চুরি তুলে নেন দুই ব্যাটার মুশফিক ও শান্ত। লিটন দাস ৯০ রান করে আউট হন। জবাবে নামা শ্রীলঙ্কা পাথুম নিশাঙ্কা ও কামিন্দু মেন্ডিসের ব্যাটে লিডের আশা করছিল। কিন্তু নিশাঙ্কাকে ১৮৭ রানে ও কামিন্দুকে ৮৭ রানে আউট করে ১০ রানের লিড নেয় বাংলাদেশ। স্পিনার নাঈম হাসান ৫ উইকেট তুলে নেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: গল ট স ট র ন কর উইক ট
এছাড়াও পড়ুন:
কবুতর চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা
নাটোরের সিংড়ায় কবুতর চুরির সন্দেহে আকরাম হোসেন নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এলাকাবাসীর বিরুদ্ধে।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরে সিংড়া পাটকোল এলাকায় আকরামকে মারধর করা হয়। বিকেল ৪টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।
সিংড়া থানার ওসি মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় গ্রেপ্তার আরো ২
সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৫
নিহত আকরাম হোসেন উপজেলা পার সিংড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।
ওসি মমিনুজ্জামান জানান, এক সপ্তাহে আগে সিংড়া পাটকোল এলাকার মিঠুর কবুতরের খামার থেকে কবুতর চুরি করে পালিয়ে যান আকরাম। গতকাল শুক্রবার দুপুরে আবারো কবুতর চুরি করতে গেছেন এমন সন্দেহে আকরামকে ধরে গণপিটুনি দেন এলাকাবাসী। গুরুতর অবস্থায় তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তিনি মারা যান।
তিনি আরো জানান, তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঢাকা/আরিফুল/মাসুদ