নড়াইলে তিলখেতে পড়ে ছিল মানুষের মাথার খুলি, হাড়গোড় ও জামাকাপড়
Published: 23rd, June 2025 GMT
নড়াইলের লোহাগড়া উপজেলায় একটি তিলখেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মাথার খুলি, চুল, হাড়গোড় ও জামাকাপড় উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা এলাকা থেকে এগুলো উদ্ধার করে পুলিশ। তবে এগুলো কার শরীরের অংশ, তা এখনো জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা এলাকার একটি বিলে তিল কাটতে যান স্থানীয় কয়েকজন কৃষক। কাজ করার সময় তাঁরা খেতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মানুষের মাথার খুলি, শরীরের বিভিন্ন অংশের হাড়গোড়, লম্বা চুল ও নারীর দেহের জামাকাপড় দেখতে পান। এতে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত আশপাশের লোকজনকে খবর দেন। খবরটি মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে কৌতূহলী মানুষ সেখানে ভিড় জমাতে শুরু করেন। পরে খবর পেয়ে লোহাগড়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে খুলি, হাড়গোড়, চুল ও জামাকাপড় উদ্ধার করে নিয়ে যায়।
লোহাগড়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, লম্বা চুল আর উদ্ধার করা জামাকাপড় দেখে মনে হচ্ছে, এটি কোনো নারীর কঙ্কাল। তবে নিশ্চিতভাবে তা বলা যাচ্ছে না। উদ্ধার করা হাড়গোড় ও মাথার খুলি ফরেনসিক রিপোর্টের জন্য পাঠানো হবে। পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষারও উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ছাড়া বিভিন্ন উপায়ে পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ল হ গড়
এছাড়াও পড়ুন:
নিউমার্কেট থেকে ১১০০ ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৯
রাজধানীর নিউ মার্কেট এলাকার কয়েকটি দোকান ও গুদামে শনিবার অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এসব অস্ত্র বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে শনিবার রাতে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক বিগ্রেডের ডেয়ারিং টাইগার্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম।
লেফটেন্যান্ট কর্নেল নাজিম বলেন, ‘আমরা খবর পেয়েছি এই আইটেমগুলো (ধারালো অস্ত্র) কোনো একটা জায়গা থেকে সন্ত্রাসীদের কাছে সরবরাহ করা হচ্ছে হচ্ছে এবং গোপনে বিক্রি করা হচ্ছে, এমনকি ভাড়াও দেওয়া হচ্ছে। কিছু কিছু সময় ফ্রি ডেলিভারি দেওয়া হচ্ছে, হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, ঢাকার কোনো একটি জায়গা থেকে এই আইটেমগুলো সন্ত্রাসীদের হাতে দেওয়া হয়।’
নাজিম বলেন,‘আমাদের কাছে গ্রেপ্তারকৃত সন্ত্রাসীরা স্বীকার করেছে, একটা স্থান থেকে তারা এই সামুরাইগুলো সাপ্লাই পাচ্ছে। এরপর আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম শুরু করি। গত কয়েক দিন ধরে আমাদের গোয়েন্দারা বিভিন্ন জায়গায় গিয়ে খোঁজ নেয় এবং নিশ্চিত হয় যে, কোন কোন স্থানগুলোতে এই ধারালো অস্ত্রগুলো পাওয়া যাবে। এর ভিত্তিতে আমরা আজ (শনিবার) নিউমার্কেটে গিয়ে তিন থেকে চারটি দোকানে তল্লাশি চালিয়ে এই ধারালো অস্ত্রগুলো উদ্ধার করতে সক্ষম হই।’
সেনাবাহিনীর এই কর্মকর্তা আরও বলেন, ‘আজ আমরা এই কাজে জড়িত হিসেবে নয়জনকে গ্রেপ্তার করতে পেরেছি। মোট তিনটি দোকান থেকে মূল এই আইটেমগুলো পাওয়া যায়। আমরা গত কয়েক মাস ধরে লক্ষ্য করেছি, সন্ত্রাসীরা এই ধরনের দেশি অস্ত্রই বেশি ব্যবহার করে। গত তিন-চার মাস ধরে এগুলো বিশাল আকারে মজুত করা হয়েছে এবং বিভিন্ন সন্ত্রাসীদের হাতে দেখা যাচ্ছে।’