নিজেদের মধ‌্যে প্রস্তুতি ম‌্যাচে ব‌্যাট হাতে রান পেয়েছেন কাজী নুরুল হাসান সোহান, নাঈম শেখ। ফিফটির দেখা পেয়েছেন পারভেজ হোসেন ইমন, সৌম‌্য সরকার ও সাইফ উদ্দিন। বোলিংয়ে আলো ছড়িয়ে ৫ উইকেটের দেখা পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম‌্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতি ক‌্যাম্প চলছে চট্টগ্রামে। সেখানে নিজেদের মধ‌্যে ভাগ হয়ে সবুজ দল ও লাল দল প্রথম ওয়ানডেতে সোমবার মুখোমুখি হয়েছিল। সবুজ দল ৬ রানে ম‌্যাচ জিতে নেয়। ২৮ জুন শ্রীলঙ্কার উদ্দেশ‌্যে ঢাকা ছাড়ার আগে ডাক পাওয়া ক্রিকেটাররা আরেকটি প্রস্তুতি ম‌্যাচ খেলবে চট্টগ্রামেই।

আগে ব‌্যাটিংয়ে নেমে সবুজ দল ৮ উইকেটে ২৭০ রান করে। জবাবে লাল দল গুটিয়ে যায় ৩৯.

৩ ওভারে। ২৬৪ রানের বেশি করতে পারেননি তারা।

নাঈম শেখ জাতীয় দলে ফিরেছেন। দলে ডাক পাওয়ার দিনে ৭১ বলে ৭৯ রান করেন ৭ চার ও ৪ ছক্কায়। সুযোগ পাননি কাজী নুরুল হাসান সোহান। এদিন সর্বোচ্চ ৯৭ রান আসে তার ব‌্যাট থেকেই। ৭০ বলে ৭টি করে চার ছক্কায় ইনিংসটি সাজান। সেঞ্চুরিতে রূপ দিতে পারলে ইনিংসটি পূর্ণতা পেত। কিন্তু মাইলফলক ছোঁয়ার ৩ রান আগে তানজিম হাসানের বলে সৌম‌্যর হাতে ক‌্যাচ দেন সোহান। এছাড়া লাল দলের হয়ে মোসাদ্দেক ২৩ বলে ৩১ ও রিশাদ ২০ বলে ২৪ রান করেন।

দিনের আলোয় সবুজ দলের ইনিংসের শুরুটা দারুণ করেন পারভেজ হোসেন ইমন ও সৌম‌্য সরকার। দুজন ৮৩ রানের জুটি গড়েন। ফিফটি পেয়েছেন দুজনই। সৌম‌্য ৫১ বলে ৫৫ ও পারভেজ ৭১ বলে ৫৮ রান করেন। জাতীয় দলে পারভেজ জায়গা ধরে রাখতে পারলেও সৌম‌্যর সুযোগ হয়নি। সাইফউদ্দিন আলো ছড়িয়ে ৩৮ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৫৬ রান করেন। এছাড়া শেখ মেহেদী ৩১, শামীম ২৪ রান করেন। ৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তানজিদ হাসান।

দিনের সেরা বোলার ছিলেন তানজিম। ৭.৩ ওভারে ৩৩ রানে ৫ উইকেট নেন। এছাড়া ২টি করে উইকেট পেয়েছেন তাসকিন, রিশাদ, নাসুম ও শামীম।  

ঢাকা/ইয়াসিন

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ন কর ন প রস ত ত সব জ দল উইক ট

এছাড়াও পড়ুন:

কবুতর চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা

নাটোরের সিংড়ায় কবুতর চুরির সন্দেহে আকরাম হোসেন নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এলাকাবাসীর বিরুদ্ধে।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে সিংড়া পাটকোল এলাকায় আকরামকে মারধর করা হয়। বিকেল ৪টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।

সিংড়া থানার ওসি মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় গ্রেপ্তার আরো ২

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৫

নিহত আকরাম হোসেন উপজেলা পার সিংড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।

ওসি মমিনুজ্জামান জানান, এক সপ্তাহে আগে সিংড়া পাটকোল এলাকার মিঠুর কবুতরের খামার থেকে কবুতর চুরি করে পালিয়ে যান আকরাম। গতকাল শুক্রবার দুপুরে আবারো কবুতর চুরি করতে গেছেন এমন সন্দেহে আকরামকে ধরে গণপিটুনি দেন এলাকাবাসী। গুরুতর অবস্থায় তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তিনি মারা যান। 

তিনি আরো জানান, তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা/আরিফুল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ