দলের সভাপতি স্বামী, সম্পাদক স্ত্রী, বাসা কেন্দ্রীয় কার্যালয়
Published: 24th, June 2025 GMT
নির্বাচন কমিশনে (ইসি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছে ‘বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি’। আবেদনে দলটির কার্যালয়ের ঠিকানা দেওয়া আছে ৬৩৯/বি, পেয়ারাবাগ, মগবাজার, ঢাকা। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় ওই ঠিকানায় গিয়ে দেখা যায়, পলেস্তারা খসে যাওয়া দেয়াল ও ওপরে টিনের ছাউনি দেওয়া এক কক্ষের একটি ঘর।
ঘরে কেউ আছেন কি না বলে কিছুক্ষণ ডাকাডাকি করেও সাড়া মিলল না। পরে দল নিবন্ধনের আবেদনে নির্বাচন কমিশনে দেওয়া দলটির সভাপতি মো.
নির্বাচন কমিশনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদনের বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘নিবন্ধনের জন্য আবেদন সাবমিট (জমা) করছি আরকি। ২০১১ সালে পার্টিটা গঠন করেছি। আমি যখন তিতুমীর কলেজে পড়ালেহা করি, তখন করি আরকি। এখানে অফিস নেব, চিন্তা করছি আরকি। আগে দলটল ঠিক অইলে এর পরে নেব আরকি।’
দলের কোনো কমিটি আছে কি না জানতে চাইলে জাহাঙ্গীর হাওলাদার বলেন, ৭৫ সদস্যের কমিটি আছে। এ কমিটিতে ঢাকা ও ঢাকার বাইরের লোকজন আছে। দলের সাধারণ সম্পাদক কে জানতে চাইলে তিনি বলেন, তাঁর স্ত্রী মাহমুদা সুলতানা বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির সেক্রেটারি।
দলের কার্যালয়ের বিষয়ে জাহাঙ্গীর হাওলাদার বলেন, ‘পর্যায়ক্রমে সবকিছু হবে, কোনো কিছু বাদ থাকবে না। নিবন্ধন অইলে একটা একটা করে হতে থাকবে। মানে কোনো কিছু বাদ থাকবে না, আল্লাহর রহমতে যদি হয় নিবন্ধন। আপনারা একটু পাশে থাইকেন।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ১০ মার্চ আগ্রহী নতুন দলের কাছ থেকে নিবন্ধনের আবেদন আহ্বান করে নির্বাচন কমিশন। ২০ এপ্রিল পর্যন্ত ৬৫টি দল আবেদন করে। পরে এনসিপিসহ কিছু দলের অনুরোধে নিবন্ধনের আবেদনের সময়সীমা দুই মাস বাড়ানো হয়। এই সময়সীমা গত রোববার শেষ হয়।
শেষ দুই মাসে আবেদন জমা পড়ে ৮২টি। এর মধ্যে রোববার শেষ দিনেই আবেদন জমা পড়ে ৪২টি। নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১৪৭টি দল। দুই দফায় নিবন্ধনের জন্য আবেদনপত্র জমা দেওয়া দলগুলোর নামের তালিকা গতকাল সোমবার প্রকাশ করেছে কমিশন।
নির্বাচন কমিশনে (ইসি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করা আরেকটি দল হচ্ছে ‘মুসলিম সেইভ ইউনিয়ন’। দলটির কার্যালয়ের ঠিকানা দেওয়া আছে রমজান ট্রেডিং ৮৩ (৩য় ও ৪র্থ তলা), লেন নং-২, শান্তিনগর বাজার, ঢাকা। তবে ওই ঠিকানায় গিয়ে কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব পাওয়া যায়নি।
‘মুক্ত রাজনৈতিক আন্দোলন’-এর কার্যালয় হিসেবে এই আবাসিক ভবনের ঠিকানা দেওয়া হলেও বাসিন্দারা দলটির নাম কখনো শোনেননি বলে জানানউৎস: Prothomalo
কীওয়ার্ড: দলট র
এছাড়াও পড়ুন:
একাদশে ভর্তিতে প্রথম ধাপে আবেদনের সময় বাড়ল
চলতি ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইন আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুসারে, প্রথম পর্যায়ে আবেদনের শেষ দিন ছিল আজ সোমবার (১১ আগস্ট) রাত ৮টা পর্যন্ত। সময়সীমা আগামী ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত করা হয়েছে।
রবিবার (১০ আগস্ট) রাতে একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিতে প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের আবেদনের মেয়াদ আগামী ১৫ আগস্ট শুক্রবার রাত ৮টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
অনলাইনে আবেদন করার নিয়ম:
ভর্তি নীতিমালা অনুযায়ী, চলতি বছর অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে একাদশ শ্রেণির ভর্তির আবেদনের কার্যক্রম চলবে। অনলাইন ছাড়া শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন না। এবার আবেদন ফি ২২০ টাকা।
আবেদন ফি দিয়ে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রম দিতে পারবেন শিক্ষার্থীরা। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবেন, সেগুলোর মধ্য থেকে তার মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটিমাত্র কলেজে ভর্তির অবস্থান নির্ধারণ করা হবে।
নির্বাচিত শিক্ষার্থীকে ৩৩৫ টাকা দিয়ে প্রাথমিকভাবে ভর্তি নিশ্চিত করতে হবে। প্রাথমিক ভর্তি নিশ্চিত করার পর তিনি আরো দুই ধাপে মাইগ্রেশন করতে পারবেন। শিক্ষার্থীর পছন্দের কলেজে সিট ফাঁকা থাকা সাপেক্ষে অটোমাইগ্রেশন করা হবে।
ঢাকা/হাসান/রফিক