ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘এখন দেখতেছি একটা দল, একটা দল মানে বিএনপি, তারা জবরদখল করতেছে, চাঁদাবাজি করতেছে, প্রেশার ক্রিয়েট করতেছে, তারা মানুষের কণ্ঠ রোধ করতেছে। তারা অবৈধভাবে মেয়র হওয়ার আগেই নিজেরা মেয়রের চেয়ারে বসতেছে। তারা জোরপূর্বক আইনকে নিজেদের পক্ষে রায় দেওয়ার জন্য বিচারকদের প্রেশার ক্রিয়েট করতেছে। যদি এ রকম হয়, তাহলে লেভেল প্লেয়িং (নির্বাচনে) থাকবে না বলে আমার মনে হয়।’

আজ মঙ্গলবার সন্ধ্যায় গাইবান্ধা শহরের পৌর শহীদ মিনারে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ইসলামী আন্দোলনের গাইবান্ধা জেলা শাখা এ গণসমাবেশের আয়োজন করে।

জেলা শাখার সভাপতি মাওলানা আবদুল মাজেদের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) এম হাসিবুল ইসলাম, জেলার সেক্রেটারি মুফতি আল আমিন বিন হোসেইন, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি আবদুল মুত্তালিব মন্ডল, ইসলামী যুব আন্দোলনের জেলার সভাপতি মুফতি সৈয়দ তৌহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে ফয়জুল করীম বলেন, ‘আমরা একটি গ্রহণযোগ্য, সুন্দর, স্বচ্ছ নির্বাচন চাই। যে নির্বাচনে বাক্স চুরি ও ছিনতাই হবে না। কেন্দ্র দখল ও ভোট ডাকাতি করা হবে না। অবৈধভাবে দিনের ভোট রাতে করা হবে না। অবৈধ কাউকে নির্বাচিত ঘোষণা করা হবে না।’ ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের টার্গেট হলো ইসলামি দলগুলো ছাড়াও ইসলাম, দেশ ও মানবতা—এই তিন মূল ভিত্তিতে যারাই আমাদের সঙ্গে জোট করতে চায়, তাদের সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করা। যদি জোট না হয়, তখন ভিন্ন পরিকল্পনা থাকবে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: করত ছ ইসল ম

এছাড়াও পড়ুন:

বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরি

শারদীয় দুর্গাপূজা—হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ঢাকের তালে, উলুধ্বনির সুরে, আলোকসজ্জার ঝলকে উৎসবমুখর হয়ে উঠেছিল প্রতিটি পূজামণ্ডপ। এই আনন্দে শোবিজ অঙ্গনের তারকারাও যুক্ত হন। 

গতকাল বিজয়া দশমীর পবিত্র তিথিতে দেবীকে বিদায় জানানোর মধ্য দিয়ে দুর্গাপূজার সমাপ্তি ঘটে। পূজামণ্ডপগুলোতে সিঁদুর খেলায় মেতে উঠেছিলেন ভক্তরা। একে অপরের মুখে সিঁদুর মেখে উল্লাসে মাতেন সনাতনীরা। দুর্গোৎসবের আনন্দ ছুঁয়ে গেছে অভিনেত্রী পূজা চেরিকেও। গতকাল সিঁদুর খেলায় অংশ নেন তিনি।  

আরো পড়ুন:

‘সবাই ধরে নেয় আমি ঋষি কাপুরের অবৈধ মেয়ে’

সংসার ভাঙার কারণে স্বামীকে ১১ মিলিয়ন ডলার দিতে হবে অভিনেত্রীর?

পূজামণ্ডপে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পূজা চেরি। এ সময় জানতে চাওয়া হয়, বিজয়া দশমীর দিনে দেবী দুর্গার কাছে কী চাইলেন? জবাবে এই অভিনেত্রী বলেন, “আমার যে গর্ভধারিণী মা মারা গেছেন সে যেন ভালো থাকেন। যেখানেই থাকেন যেন ভালো থাকেন এটাই চেয়েছি এবং দুর্গা মাকে বলেছি ‘তুমি যেন ভালো থেকো’। কারণ আমরা সবাই চেয়ে বেড়াই কিন্তু মাকে একটু জিজ্ঞেস করি না যে, ‘মা তুমি কেমন আছো?”  

ব্যক্তিগত জীবনে পূজা চেরি এখনো একা। ফলে তার বিয়ে নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহের শেষ নেই। বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে এই অভিনেত্রী বলেন, “এখানে একজন সিঁদুর আমার গালে লাগিয়ে দিচ্ছিল, তখন তারা বলল, ‘প্রার্থনা করি আগামীবার যেন দাদাসহ মণ্ডপে আসতে পারো’।” এ কথা বলে একটু হাসি মুখে পূজা বলেন, “দেখ যাক কী হয়! চিন্তার বিষয় চিন্তা করে দেখি।” 

পূজা চেরি শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেছিলেন শিশুশিল্পী হিসেবে। ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে এসে নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অল্প সময়ের মধ্যেই অভিনয় গুণে দর্শকদের মনে জায়গা করে নেন তিনি। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ