আম্পায়ার ক্রিস গ্যাফানি সংকেত দিলেন, ম্যাচের আর এক ঘণ্টা বাকি। মানে, হেডিংলি টেস্টের শেষ এক ঘণ্টায় সর্বোচ্চ আরও ১৫ ওভারের খেলা হবে। গ্যাফানির সেই সংকেত দেখে হাসছিলেন শুবমান গিল। নিশ্চয় বেদনার হাসি।

ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে এ ম্যাচ দিয়েই অভিষেক হওয়া গিল ততক্ষণে বুঝে গেছেন, এক ঘণ্টা আসলে অনেক দেরি; ইংল্যান্ড জিততে চলেছে কয়েক মিনিটের মধ্যেই। গিল ও তাঁর দলের শারীরিক ভাষাই তখন বলে দিচ্ছিল, ভারত হাল ছেড়ে দিয়েছে। ব্যাপারটা বোঝা গেছে আরও আগেই। তা না হলে বোলিং আক্রমণের প্রধান অস্ত্র যশপ্রীত বুমরাকে কেন সর্বশেষ ১৭ ওভারেও বোলিংয়ে আনা হলো না?

প্রতিপক্ষ যখন হাল ছেড়েই দিয়েছে, তখন জেমি স্মিথেরও আর তর সইল না। প্রয়োজন ছিল ১৬ রান। জাদেজার ওভারে একটি ডাবল, একটি চার আর দুটি ছক্কায় ইংল্যান্ডের উইকেটকিপার–ব্যাটসম্যান নিলেন ১৮ রান।

গ্যালারিতে তখন উচ্ছ্বাস–হর্ষধ্বনি। হেডিংলিতে তখন যে তিন বছর আগের এজবাস্টন ফিরে এসেছে! ভারতের দেওয়া ৩৭১ রানের লক্ষ্য শেষ দিনে ৫ উইকেট আর ১৪ ওভার বাকি রেখে টপকে গেছে ইংলিশরা, নিজেদের টেস্ট ইতিহাসে যা তাদের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়।

সর্বোচ্চ ৩৭৮ রান তাড়া করে জয়টা ভারতের বিপক্ষেই, ২০২২ সালের জুলাইয়ে ‘বাজবল’ জমানার শুরুর দিকে। তিন বছরের ব্যবধানে নিজেদের মাটিতে ভারতের বিপক্ষে আরেকটি টেস্ট খেলতে নেমে আবারও সেই ‘বাজবলের’ জয়গান।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ৪৭১ ও ৩৬৪।

ইংল্যান্ড: ৪৬৫ ও ৮২ ওভারে ৩৭৩/৫ (ডাকেট ১৪৯, ক্রলি ৬৫, রুট ৫৩*, স্মিথ ৪৪*, স্টোকস ৩৩; শার্দূল ২/৫১, প্রসিধ ২/৯২, জাদেজা ১/১০৪)।

ফল: ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: বেন ডাকেট।

সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ১–০ ব্যবধানে এগিয়ে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কবুতর চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা

নাটোরের সিংড়ায় কবুতর চুরির সন্দেহে আকরাম হোসেন নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এলাকাবাসীর বিরুদ্ধে।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে সিংড়া পাটকোল এলাকায় আকরামকে মারধর করা হয়। বিকেল ৪টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।

সিংড়া থানার ওসি মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় গ্রেপ্তার আরো ২

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৫

নিহত আকরাম হোসেন উপজেলা পার সিংড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।

ওসি মমিনুজ্জামান জানান, এক সপ্তাহে আগে সিংড়া পাটকোল এলাকার মিঠুর কবুতরের খামার থেকে কবুতর চুরি করে পালিয়ে যান আকরাম। গতকাল শুক্রবার দুপুরে আবারো কবুতর চুরি করতে গেছেন এমন সন্দেহে আকরামকে ধরে গণপিটুনি দেন এলাকাবাসী। গুরুতর অবস্থায় তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তিনি মারা যান। 

তিনি আরো জানান, তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা/আরিফুল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ